বামুন্দি সবজি বাজারের ভিডিওগ্রাফি ও সচেতন দৃষ্টিভঙ্গি
আসসালামু আলাইকুম
হাই! বন্ধুরা,
হাই!
বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের গাংনীর সুপরিচিত বামুন্দি বাজারের সুন্দর একটি ভিডিও নিয়ে। যেখানে সবজি বাজারে সৌন্দর্য শেয়ার করব ।
প্রথমে প্রশংসা করে মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামীন কে। যিনি অনেক সুন্দর একটি পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের সকলের জন্য। আর এই পৃথিবীকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন আমাদের জন্য যার কোন প্রশংসার শেষ হয় না। সৃষ্টিকর্তা সুন্দরভাবে যেমন পরিবেশ তৈরি করে দিয়েছেন, তেমন সুন্দর মানুষের মন মানসিকতা দিয়েছেন কিন্তু মানুষের যদি পরিবেশকে সুন্দর মন মানসিকতা দ্বারা পরিচালিত না করতে পারে, সেখানে সৃষ্টিকর্তার দোষারোপ করে কোন লাভ নেই। হ্যাঁ বন্ধুরা বলছিলাম শাকসবজি বাজারের এই সৌন্দর্য দেখে। এমন কিছু রাষ্ট্র রয়েছে যেখানে শাকসবজি চাষ করতে গিয়ে প্রচুর পরিশ্রম করা লাগে এবং বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হয়। কিন্তু আমাদের ভারতবর্ষ এতটাই উর্বর মাটি দ্বারা তৈরি, শুধুমাত্র একটু পরিশ্রম করতে দেরি। ফসলের জমিতে বিভিন্ন রকমের শাকসবজি ফসল উৎপাদন করা সম্ভব খুব সহজেই। তবুও বাংলাদেশের শাক সবজির দাম এত বৃদ্ধি পাওয়াই নিজের কাছে মনে হয়েছিল এটা আমাদের নিজেদের অপরাধে এতটা বৃদ্ধি পেয়েছে। কারন আমি নিজেও কমবেশি শাকসবজি উৎপাদন করে থাকি বন জঙ্গল পরিষ্কার করে পুকুর পাড়ে। সেখানে অনেক সুন্দর শাকসবজি উৎপাদন করতে সক্ষম হয় যদি আপনারা আমার ব্লগগুলো খেয়াল করে থাকেন। আর সেই জায়গায় আমাদের দেশের মাটি এত উর্বর ফসলের মাটিতে তো বেশি পরিশ্রম করা লাগেই নাই। সেই জায়গায় কেন শাকসবজির দাম হাতের নাগালের বাইরে চলে যাবে।
Photography device: Infinix hot 11s
Gangni-Meherpur
বেশ কিছুদিন আগে আমি আমাদের নিকটস্থ বামন্দি বাজারে উপস্থিত হলাম। সবজি বাজারে উপস্থিত হয়ে দেখলাম কত সুন্দরভাবে সারিসারি ভাবে সাজিয়েছেন সবজিগুলো এবং বিক্রেতারা বিক্রয় করছেন ক্রেতারা কিনতে এসেছেন কিন্তু ক্রেতাদের মন হতাশ। তখন সকল মানুষের ভিড়ে আমিও ফটো ধারণ ভিডিও ধারণ করতে উপস্থিত হয়ে পড়লাম সবজি বাজারের মধ্যে। মাঝে মাঝে মোবাইলের ভিডিও স্টপ রেখে বিক্রেতাদের কাছে বিভিন্ন শাকসবজির দাম জানতে চাইলাম। সামান্য মুলা যেগুলো আমাদের সবজি বাগানে নষ্ট হয় সেগুলোর দাম ছিল 40 টাকা এবং ৬০ টাকা কেজি। যেগুলো দেখতে একটু নরমাল সেগুলো চল্লিশ টাকা যেগুলো দেখতে একটু সুন্দর এবং ভালো সেগুলো ৬০ টাকা। এছাড়াও যখন আমি কিনছিলাম না শুধু দাম জানছিলাম তখন বিক্রেতারা মনে করছিল দাম শুনে আমার হয়ে গেছে তারা বলছিল কিছুদিন আগে তো আশি টাকা ১০০ টাকা ছিল এখন তো দাম কমে গেছে। তাদের এমন কথা শুনে সত্যিই আমি হতাশ হয়ে ছিলাম এবং নিজের কাছে ধিক্কার লাগছিল। আমরা যদি নিজেদের পড়ে থাকা জমি জায়গা গুলো সঠিক মাত্রায় ব্যবহার করতে পারি তাহলে কখনোই এভাবে দাম বৃদ্ধি পেত না। এছাড়াও আরো অনেক শাকসবজির দাম জানতে চাইলাম। আলহামদুলিল্লাহ, আমার সবজি বাগান রয়েছে বলে নিজের একটু গর্ব রয়েছে। সেখান থেকে অনেক সবজি সংরক্ষণ করতে পারি।
Video device: Infinix hot 11s
Gangni-Meherpur
কাঁচা সবজি কখনো বান্দাই করে দাম বাড়ানো যায় না। এমন কিছু জিনিস রয়েছে সেগুলো বাংলায় করে রেখে দিয়ে দেশের বাজার মূল্য খারাপ দিকে নেয়া যায় কিন্তু কাচা শাক-সবজি বাঁধাই করে রাখা যায় না। বিশেষ করে আমরা তরমুজের বেলায় দেখেছি এবার আমাদের দেশের মানুষের বিবেক সঠিক পথে এসেছিল বলে তরমুজের দাম কমে ছিল। তবে আমি সেটা বলছি না বাজার ঘুরে বাজারে সুন্দর ভিডিও ধারণ করে এবং বাজারের অবস্থা দেখে আমি এটাই আমার দেশবাসীর কাছে মেসেজ দিতে চাই, আসুন আমরা একটু পরিশ্রমী হই এবং অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজেরা নিজেদের পরিত্যক্ত জমি জায়গাগুলো একটু ব্যবহার করার চেষ্টা করে, যেখানে সুন্দর এমন টাটকা শাকসবজি উৎপাদন করতে পারবো। এতে আমরা বড় আকারে লাভবান হব। লাভবান হব এই জন্য যে বাজারের শাক সবজির কোন গ্যারান্টি নেই কতটা ফরমালিন মুক্ত বা কীটনাশক মুক্ত। আর আমরা যে সমস্ত শাকসবজি উৎপাদন করব অবশ্যই সেগুলো আমাদের নিজের মত হবে নিজেরা চাইলে ফরমালিন কীটনাশক মুক্ত রাখতে পারব এবং টাটকা শাকসবজি পরিবারকে খাওয়াতে পারব। বামুন্দি বাজার ঘুরে সুন্দর এই সবজি বাজারের সবজির দামের উপর দিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করলাম ভিডিওটার মাধ্যমে। আশা করব আমরা সবাই নিজেরা নিজেদের মতো উদ্যোক্তা হয়ে উঠব, ইনশাল্লাহ।
Photography device: Infinix hot 11s
Gangni-Meherpur
ভিডিও বিষয়ক | তথ্য |
---|---|
বিষয় | গ্রাম বাংলার ভিডিও |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ভিডিও ম্যান | @sumon09 |
Editing app | PicsArt & inshot |
YouTube channel | সোর্স |
দেশ | বাংলাদেশ |
আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
14-12-24
বামুন্দি বাজারে বাজার করতে গিয়ে অনেক সুন্দর ভিডিও ধারণ করেছেন। আপনার ভিডিওর মাধ্যমে বামুন্দি বাজারের বিভিন্ন জায়গার বিভিন্ন রকম সবজির দেখতে পারলাম। বামুন্দি বাজারের হাট অনেক জমজমাট হয়ে থাকে। সেখানে সব রকম টাটকা সবজি পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ বাজারটা বেশি দারুণ
আপনার শাক সবজির বাগান থাকাতে অনেক কিছুই আপনার কিনতে হয় না। তবে আমরা শহরে থাকার কারণে সবকিছুই আমাদের কিনে খেতে হয়। আপনি পুরো বাজারের খুব সুন্দর একটা ভিডিওগ্রাফি করেছেন। বর্তমানে সবকিছুই দাম বৃদ্ধি পাচ্ছে। যাইহোক ভালো লাগলো আপনার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দেখে। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ সবকিছু দাম বৃদ্ধি পেয়েছে তাই নিজেদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়
আপনার পোস্টটা দেখে মনে হল যেন বাজার রিভিউ করলেন। খুব সুন্দর ভাবে লিখেছেন সম্পূর্ণ বাজারটির বিষয়ে। আর এ কথা ঠিকই বলেছেন যে পরমেশ্বর উপরওয়ালা খুব সুন্দর করে পৃথিবীটাকে তৈরি করেছেন। আপনার পোস্ট খুব ভালো লাগলো।
ভিডিওর পাশাপাশি বাস্তবতা তুলে ধরেছি দাদা।
আজ আপনি বামুন্দি বাজারে বাজার করতে গিয়ে অনেক দারুন একটি ভিডিওগ্রাফি ধারণ করেছেন। আপনার ধারণ করা ভিডিওগ্রাফিটি দেখে অনেক ভালো লাগলো।যেহেতু আপনার বাসায় সবজি চাষ করেন তাই অনেক সবজি আপনার বাজার থেকে কিনতে হয় না। আপনার ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম বাজারটা অনেক বড় এবং জমজমাট। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ
ফরমালিনমুক্ত সবজি কেনা খুবই গুরুত্বপূর্ণ। তবে শহরের বাজারে ফরমালিন মুক্ত সবজি পাওয়া খুব একটা সহজ নয়। গ্রামে এই সবজি গুলো অনেক বেশি পাওয়া যায়। ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে।