আমার ডায়েরি - ১২ আগস্ট ২০২১ || ব্যস্ততায় ঘেরা একটি দিনের সমাপ্তি


আসসালামু-আলাইকুম, সবাইকে!



আজ বৃহস্পতিবার
১২ আগস্ট, ২০২১ খ্রীস্টাব্দ
২৮ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ
এখন বর্ষাকাল।



আমি মোহাম্মদ সুমন আছি বাংলাদেশের ভোলা জেলা থেকে। আমি নতুন একটি পোস্ট নিয়ে সকলের মাঝে হাজির হলাম।


প্রতিদিনের ন্যায় আমি আজকে ফজরের নামাজ পড়তে উঠলাম ঘুম থেকে। আজকের সকালটা বেশ ভালো ছিল রাস্তায় কাঁদা এবং বৃষ্টি ছিলো না বাহিরে। নামাজ শেষ করে বাইরে বেশ কিছুক্ষণ একটি গাছের নিচে বসে ছিলাম। তারপর আস্তে আস্তে বাসায় চলে এসেছি।

আজকের প্রতিদিনের মতো ঘুমালাম না! আমার প্রিয়তমা স্ত্রীর নাস্তার কার্যক্রম করছেন তার সাথে বসে কিছুটা সময় পার করলাম দুষ্টামি এবং কথাবার্তা বলে। আজকে সে আমাদের জন্য বাসায় নুডুলস এবং চায়ের ব্যবস্থা করেছে এবং বাজার থেকে নিয়ে আসা ড্রাই কেক বিস্কুট ছিল সকালের নাস্তায় আমাদের।

IMG_20210805_085002.jpg

আমাদের আজকের নাস্তা

https://w3w.co/feasted.minibuses.exhibitors

নাস্তা খেয়ে বাজারের উদ্দেশ্যে বের হবো।
আমার শাশুড়ি কিছুটা অসুস্থ তাকে দেখতে যেতে হবে এবং আমার চুলগুলো বেশ এলোমেলো ছিল তাই আমি ভাবলাম নিজেকে পরিষ্কার করে নেয়া যেতে পারে। বাজারে গিয়ে প্রথমে সেলুনে বসলাম। এরপর সবকাজ শেষ করার পর সেলুনের ভাইকে টাকা পরিশোধ করে বাজার থেকে আমি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে আমি বাড়ি ফিরলাম।

IMG_20210806_111800.jpg

সেলুনে বসে অপেক্ষার সময় এই ফটোগ্রাফি

https://w3w.co/reflects.virtues.excavations

বাসায় ফিরে দ্রুত ফ্রেশ হওয়ার জন্য পুকুরে নেমে গোসল করি। এরপর আমি এবং আমার প্রিয়তমা স্ত্রী মিলে রওনা হলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। মাঝপথে কিছু ফল এবং হালকা খাবার কিনলাম শাশুড়ির জন্য। আমার মতে, কোথাও বেড়াতে গেলে বা রোগী দেখতে গেলে খালি হাতে যেতে নেই! কিছু হলেও নেয়া উচিত। যাইহোক, আমরা ৩৫ মিনিটের মধ্যে তাদের বাসায় হাজির। আমার শাশুড়ীর সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম এরপর আমি নামাজ আদায় করতে মসজিদে যাই।

নামাজ শেষ করে বাসায় এসে দুপুরের খাবার খাই। পরিবারের কেউ অসুস্থ থাকলে কারোই ভালো কাটে না সময়, আমার প্রিয়তমা স্ত্রী আসার পর থেকে তার মায়ের সেবাযত্ন করতে শুরু করেছে৷ যাইহোক, আসরের নামাজ আদায় করে আমি প্রয়োজনীয় কিছু ওষুধপত্র কেনার জন্য বাজারে যাই। আজকে সারাদিন আসা-যাওয়ার মাঝে গেছে।

IMG_20210515_180244.jpg

ইহার উপরে মূলত জাহাজ উঠানো হয়

https://w3w.co/scheming.infinitive.easels

আসার পথে বেশকিছু ফটোগ্রাফি করেছি আমি। খালের পাশে ছোট ছোট জাহাজ এবং লঞ্চের মেরামত করা হয় এখানে। ডগ ইয়ার্ডে বিভিন্ন ধরনের কাজ করা হয় প্রতিদিন। আমি দেরি না করে স্থান ত্যাগ করে বাসায় চলে এসেছি।

IMG_20210515_180327.jpg

ডক ইয়ার্ডের প্রয়োজনীয় মালামাল

https://w3w.co/scheming.infinitive.easels

IMG_20210515_180302.jpg

কাজ চলছে ছোট ছোট টলারের

https://w3w.co/scheming.infinitive.easels

IMG_20210515_180248.jpg

মেরামতের কাজ চলছে

https://w3w.co/scheming.infinitive.easels

সন্ধ্যা ঘনিয়ে এসেছে! আমি মাগরিবের নামাজ পড়লাম মসজিদে গিয়ে। এরপর বাসায় এসে হালকা নাস্তা করলাম, নাস্তা হিসেবে ছিলো- সেমাই, নুডলস এবং চা। খাবার খেয়ে কিছুক্ষণ গল্পগুজব করবাল সকলের সাথে।

সময়মত এশারের নামাজ আদায় করলাম! শ্বশুরবাড়ি লোকজন আস্তে আস্তে সবাই বাসায় আসা আরম্ভ করলো যারা বাহিরে কর্মস্থলে ছিলেন। সবাই আসা মাত্র সকলের সাথে কুশল বিনিময় করে গল্পগুজব করতে থাকলাম। রাত বাড়ছে, তাই বেশি দেরি না করে আমরা সকলে মিলে রাতের খাবার খাওয়া আরম্ভ করলাম। খাবার খাওয়া শেষ করে কিছুক্ষণ রুমের মধ্যে হাটাহাটি করে তারপর বিছানায় গিয়ে শুয়ে পরলাম।



এই ছিলো আমার আজকের আয়োজন! নিজের মতো করে লিখার চেষ্টা করলাম! জানিনা কতটা ভালো করে লিখতে পেরেছি? তবে যদি কোন প্রকার ভুলত্রুটি আমার পোস্টে পেয়ে থাকেন দয়া করে মন্তব্য করবেন।

Sort:  

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67282.50
ETH 2627.94
USDT 1.00
SBD 2.68