You are viewing a single comment's thread from:
RE: সিরিজ 2. শারদীয়া কনটেস্ট ১৪২৮ | নবমীর দিন - মা দুর্গা প্রতিমা দর্শন ও দুর্গা পূজার ফটোগ্রাফি
সমস্ত ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। সত্যিই চমৎকার ভাবে নবমীর দিনটি পার করেছেন। বিশেষ করে আপনি ঠকেছেন এটা শুনে অতীব আশ্চর্য লাগছে।
যাইহোক ঠাকুর দেখতে গিয়ে কোন প্রকার ক্ষতির সম্মুখীন হতে হয় নি এটাও একটি ভাল দিক।
সবকিছু মিলিয়ে ভালোই ছিল
ঠকা বলতে পূজার সময় টোটোয় বেশি টাকা নেয়। সেটাই দিতে হলো ভাই। কিন্তু যদি পথ চিনতাম তাহলে যেগুলো হাঁটার পথ ওই গুলো হেঁটে দেখলে টোটো ড্রাইভার কে বেশি টাকা গুনতে হতো না। তবুও শহর টা চেনা দরকার ছিলো। পুরোটাই টোটোয় ঘুরলেও শহরের পথ ঘাট চিনলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।