মাছ বিক্রেতা 🎏🎏🐟🐟🐟 ১০% @shy-fox 🦊🦊🆔@steem-for-future🆔

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমার বাংলা ব্লগ @amarbanglablog . আশা করছি সকলের সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও আজ অনেক অনেক সুস্থ এবং ভাল আছি। সকলেই সবসময় সুস্থ এবং সুন্দর থাকুন এই কামনা করি প্রতিনিয়ত সব সময়। আমি আজকে আপনাদের সামনে বিশেষ একটি বিষয় নিয়ে হাজির হলাম। বিশেষ করে আমি আজকে আপনাদের সামনে একজন মাছ বিক্রেতার গল্প শোনাবো এবং কিছু কথা বলার চেষ্টা করব। আশা করছি সকলেই আমার ব্লগ টি উপভোগ করবেন ।।

20220130_134745_0000.png

20220130_121023.jpg20220130_121018.jpg
20220130_121014.jpg20220130_121011.jpg


|Device-Samsung galaxy f22
Edit - captured one
W3W
https://w3w.co/fame.caravans.convinces

best write.png

তখন দুপুর 12 টা। আমি মাত্র ঘুম থেকে উঠেছি সকাল 11 টায়। সকাল 11 টায় ঘুম থেকে ওঠার পরে আমি ব্রাশ করি এবং সকালের নাস্তা শেষ করলাম। সকালের নাস্তা শেষ করার পর আমি উদ্দেশ্য হলো ঘুরতে বের হব।

যেহেতু এখন আমি বেকার সময় পার করছি তাই ঘোরাঘুরি ছাড়া আমার আর কিছুই ভালো লাগেনা। সুতরাং আমি ঘোরাঘুরি করার জন্য সকালের নাস্তা শেষ করলাম এবং হাতে আমার মোবাইল ফোনটা নিয়ে বাহিরে ঘুরতে বের হলাম। কিছুক্ষন সময় বাহিরে ঘুরাঘুরি করার পর আমি দেখতে পেলাম একজন মাছ বিক্রি করছিল।

একজন মাছ বিক্রেতা অনেকগুলো মাছ নিয়ে বসে আছে রাস্তার পাশে। যদিও তখন বেলা দুপুর তারপরে অনেক মানুষ আসছে এবং তার মাছ বিক্রি করা দেখছিল। কেউ কেউ মাছের দাম জিজ্ঞেস করছিল আমিও অবশ্য মাছ বিক্রেতাকে জিজ্ঞাসা করছিলাম মাছ এর দাম কত। তবে সে ক্ষেত্রে মাছ বিক্রেতা আমাকে বলেছিল যে তার মাছ এর দাম 1 কেজি অর্থাৎ কেজিপ্রতি 650 টাকা। এটা হল গলদা চিংড়ি।

প্রকৃতপক্ষে এসকল মাছগুলো টাটকা পাওয়া খুবই কষ্টসাধ্য। কেননা যেসকল মাছগুলো যখন পুকুরে চাষ করা হয় এবং পুকুরের পাড় থেকেই এ সকল মাছগুলো প্রক্রিয়াজাত করার মাধ্যমে এ সকল মাছগুলো বিদেশে রপ্তানি করা হয়। সেজন্য এসকল মাছগুলো খুব একটা আমাদের দেশে দেখা যায়। তবে যেগুলো দেখা যায় তার অধিকাংশ মাছ যেগুলো জীবিত নাই।

best write.png

20220130_120953.jpg


Photography- original
Device- Samsung
https://w3w.co/fame.caravans.convinces

আমাদের দেশে অন্য এক ধরনের মাছ পাওয়া যায়। আর এটা কি আমাদের আঞ্চলিক ভাষায় শোল মাছ বলে। অন্যান্য এলাকায় কি বলে সে সম্পর্কে আমার কোন ধারণা নাই। তোকে আমি যতগুলো দেশের মাছ দেখেছি ততগুলো দেশে এ মাছকে শোল মাছ বলে আখ্যায়িত করা।

best write.png

20220130_120951.jpg


Photography- original
Photographer - @steem-for-future
W3W
https://w3w.co/fame.caravans.convinces

শোল মাছ কিন্তু দেখতে একবারে টাকি মাছের মত। তবে এর শরীর এর আকৃতি শোল মাছ অপেক্ষা অনেক বড় এবং কিছুটা সাপ এর মত দেখতে। আপনি যদি গভীর পানিতে শোল মাছ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা দেখতে কতটা ভয়ঙ্কর দেখাই। তবে যারা জেলে পরিবারের সন্তান তারা এই মাছ সম্পর্কে আরো ভালো ধারণা দিতে সক্ষম হবে। একজন মাছ বিক্রেতার কাছে এসে জিজ্ঞেস করছিল মাছের দাম।

এবং মাছ বিক্রেতার সাথে যখন ক্রেতার সমন্বয় ঘটে তখন একজন ক্রেতা 1 কেজি শোল মাছ কেনার জন্য আগ্রহ প্রকাশ করল। এবং দোকানদারকে বলল এক কেজি শোল মাছ দিতে।

সুতরাং কেউ কেউ দোকানদারের কাছ থেকে মাছ ক্রয় করেছিল আবার কেউ মাছের দাম শুনলেই পালিয়ে ছিল। যেমন আমি এক কেজি গলদা চিংড়ির দাম জিজ্ঞেস করেছিলাম। সে ক্ষেত্রে বিক্রেতা আমাকে বলেছিল 1 কেজি গলদা চিংড়ি মাছের দাম 650 টাকা। সুতরাং আমার পক্ষে এই মাছকেনা কখনো সম্ভব নয়। সুতরাং আমি সেখান থেকে মাছ নাকি নিয়ে চলে আসলাম।

best write.png

20220130_120940.jpg


Photographer owner @steem-for-future
Edit- captured one

মাছ বিক্রেতার কাছে গলদা চিংড়ি গুলো ছিল মৃত। অর্থাৎ গলদা চিংড়ি গুলো যাতে নষ্ট না হয়ে যায় এবং অনেক দামি মাছ সেজন্য মাছ বিক্রেতা গলদা চিংড়ির সাথে যথেষ্ট পরিমাণে বরফ এর ব্যবহার করছিল। এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। কেননা মাছ ব্যবসায়ী যদি সম্পূর্ণ মাছগুলো আজকে বিক্রি করতে না পারে তাহলে হয়তো তার ব্যবসার একটা বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবে।

তবে মাছ বিক্রেতা যে দ্বিতীয় মাছ অর্থাৎ শোল মাছ বিক্রি করেছিল সেই মাছগুলো কিন্তু একদম টাটকা এবং জীবিত ছিল। দেখে আমার অনেক আনন্দ লাগছিল।

এক পাতিল মাছ হালকা পানি দেওয়া ছিল এবং মাছ গুলো যেন পানির মধ্যে অনেক লাফালাফি করছিল। বিষয়টি দেখে আমার অনেক ভাল লাগছিল এবং আমি অনেক মজা এবং অনেক আনন্দ উপভোগ করেছিলাম।।

best write.png

ফটোগ্রাফারআমি@steem-for-future
DeviceMobile
NameSamsung galaxymodel
F32categoryphotography
Edited bycanva
W3Whttps://w3w.co/fame.caravans.convinces

best write.png

up-down2 #steem-for-future.png

আশা করছি সকলে আমার ব্লগটি উপভোগ করলেন। চাইলে আপনারাও আপনাদের আনন্দঘন মুহুর্ত গুলো শেয়ার করতে পারেন আমাদের মাঝে। যেখান থেকে খুব সুন্দর মানের একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারেন। আপনি চাইলে শেয়ার করতে পারেন আপনার ফটোগ্রাফি আর্ট রেসিপি এবং ভ্রমণ কাহিনী। আমার বাংলা ব্লগের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। তাছাড়াও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি @shy-fox @photoman এর প্রতি।

up-down #steem-for-fiture.png

@rex-sumon.png

আমার সম্পর্কে।

PSX_20220130_162211.jpg

আমি মোঃ আকাশ আলী। আমি বিশ্বাস করি মানবসেবায় বড় ধর্ম। সৃষ্টিকর্তা আমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন আমি ঠিক ততটুকুই পাবে সময়ের ব্যবধানে। তবে আমাকে সেটি অবশ্যই কঠোর পরিশ্রমই মাধ্যম দিয়ে অর্জন করে নিতে হবে। বড় হয়ে আমি মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। গরিব-দুঃখী এবং অসহায় মানুষদের কে সাহায্য করতে পারলে আমার খুব আনন্দ লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের অনুসারী হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই

@rex-sumon.png

amarbanglablog update image.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ3hpsmoj15mmztu6xAp1uYqepUBz9ZLy6c2CAuuUCLy64p2REDu9P9ehHG6rH6mjwsBc1n6LyWhKrXagBM6UBViHgbgQP6utwpCnVnoHDGZcLajTSnZMS9jKkiDfExFYHyfceNwrvWAXmpi2jokjeDf.gif

Sort:  
 2 years ago 

ভাইয়া খুব সুন্দর একটি সময় পার করেছেন। ভাই আপনি ঠিকই বলেছেন চিংড়ি মাছ পুকুরে চাষাবাদ করা হয়। চিংড়ি মাছ খাইতে আমার বেশ ভালো লাগে। চিংড়ি মাছ তেমন একটা টাটকা পাওয়া যায় নাহ। ভাইয়া আপনার চিংড়ি মাছের ফটোগ্রাফি টা অসাধারণ হয়েছে। শোল মাছ প্রচন্ড দাম বেশি। শোল মাছ সিদল দিয়ে খাইতে বেশ ভালো লাগে। আপনার পোস্টটি পড়ে খুবেই ভালো লাগলো। মাছ সম্পর্কে অনেক সুন্দর কথা বলেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আমার ব্লগ টি পড়ে সম্পন্ন তারপর সুন্দর মতামত দেওয়ার জন্য সত্যিই অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আর দিনটি আমি কিন্তু সত্যি খুব চমৎকারভাবে পার করেছিলাম।
যেটা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছিল।
অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা রইল সুন্দর মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59367.33
ETH 3172.01
USDT 1.00
SBD 2.43