নারী নাকি পুরুষ 👥আমরা একে অপরের পরিপূরক- ১০% @shy-fox কে🦊🦊

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম।

20220111_154927.jpg

আশাকরি সকলেই সুস্থ এবং সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। সকলেই সব সময় সুস্থ এবং সুন্দর থাকুন সেই কামনা করি সবসময়।

দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ

আসলে আমি আজকে আপনাদের সামনে বিশেষ একটি বিষয় সম্পর্কে বলার জন্য এসেছি। পৃথিবীতে সৃষ্টি কর্তা মানুষ সৃষ্টি করেছেন উভয় লিঙ্গের। তাহলে পুরুষ এবং মহিলা

নিশ্চয়ই সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তবে সৃষ্টিকর্তার এই বিরোধী দল সৃষ্টি করার মাধ্যমে আমরা প্রত্যেকে সন্তুষ্টি অর্জন করতে সক্ষম।

যেহেতু সৃষ্টিকর্তা প্রত্যেককে জোড়া জোড়া ভাবে সৃষ্টি করেছেন সুতরাং আমরা একে অপরের পরিপূরক হই পৃথিবীতে কাজ করতে চাই। পৃথিবীতে আপনি যদি চলার পথে নারী এবং পুরুষের ভেদাভেদ করেন তাহলে কখনই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না।

আপনি যদি উন্নতির চরম শিখরে আরোহন করাতে চান এবং নিজেকে একজন সাফল্য ব্যক্তি হিসেবে পৃথিবীর বুকে প্রমাণ করতে চান তাহলে আপনার অবশ্যই অনুচিত হবে এবং রাষ্ট্রকে এককভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারী এবং পুরুষের সমান অধিকার।

যদিও আমরা মুখে সবাই নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়ে থাকি তার পরে প্রকৃতপক্ষে একটি কিন্তু বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনা। আমরা সব সময় নারী-পুরুষের পার্থক্য খুঁজে বেড়ায় বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায়। যা মোটেও কাম্য নয়।

বিশেষ করে আমরা যদি খুব অল্প পরিসরে আমাদের রাষ্ট্রের কথা বলতে যাই তাহলে আমাদের আশিকের প্রায় অর্ধেকের বেশি অংশ নারী। এবং আপনি যদি উন্নত করতে চান তাহলে আপনাকে অবশ্যই নারী-পুরুষ উভয় মিলে কাজ করে আপনার জীবনকে উন্নত করতে হবে এবং উন্নত করতে হবে আপনার দেশকে।

দেশের জন্য খুবই একটি ব্যর্থ তার প্রমাণ দেবে।

দেখুন,
যেখানে মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী এবং মাত্র 45 শতাংশ পুরুষ বসবাস করে আমাদের পুরো বাংলাদেশ। তবে এখন যদি আপনি শুধুমাত্র নারীকে ঘরের মধ্যে বন্দি রাখেন এবং আপনি একলাই কাজ করেন তাহলে আপনার এখান থেকে মাত্র 45 শতাংশ অর্থ উপার্জন করতে সক্ষম। যেখানে আপনার মাত্র 45 শতাংশ অর্থ পাবেন এবং বাকি 55 শতাংশ অর্থ আপনি ভুল করছেন।

অপরদিকে
নারী এবং পুরুষ মিলে আমরা যদি একসঙ্গে সমান কাঁধে কাঁধ রেখে কাজ করে যায় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে আমাদের 100% কাজ সম্পন্ন হবে। অর্থাৎ নারী এবং পুরুষ মিলে যদি আমরা কাজ করে যায় তাহলে আমাদের দেশ সামনের দিকে সমান ভাবে এগিয়ে যাবে যাবে।।

অর্থাৎ দেশের অর্ধেক জনসংখ্যা কে বাদ দিয়ে দেশের কখনোই অর্থনৈতিক উন্নতি ঘটানো সম্ভব নয়। দেশের উন্নতি ঘটাতে হলে আপনাকে অবশ্যই নারী-পুরুষ কাঁধে কাঁধ রেখে সামনের দিকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। সকল কাজে লাগাতে সমান অধিকার দিতে হবে এবং সবসময় নারীকে সম্মান এবং মর্যাদা চোখে দেখতে হবে।

20220104_205446.jpg

20220104_204943.jpg

best write.png

উপরের চিত্রে যদি বলতে চাই উপরের চিত্রে একজন মানুষ রান্না করছেন। তবে সে একজন মানুষ হলেও সেই কিন্তু পুরুষ। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে একটি প্রথা আছে যে শুধু নারীরাই ঘরের কাজ করবে এবং রান্নাবান্না সবকিছু নারীরাই করবে।

কিন্তু আমি যখন ঢাকায় কর্মসংস্থানের জন্য এসেছিলাম তখন দেখি নারী-পুরুষের এখানে কোন পার্থক্য নেই। নারী পুরুষ সকলেই কাঁধে কাঁধ রেখে তাদের কাজকর্ম গুলো সম্পন্ন করে যাচ্ছি প্রতিনিয়ত।

বিশেষ করে নারী এবং পুরুষ উভয় মিলে সকালের নাস্তা শেষ করে অফিসে যায় এবং বিকেল বেলা অসুস্থ হলে তারা বাসায় এসে একসঙ্গে রান্নাবান্না করে এবং সকল কাজে পুরুষ এবং মহিলা উভয়ই উভয়ের সাহায্য করে।

আসলে বিষয়টি আমার কাছে খুবই চমৎকার লাগে। সেখানে একটি সংসারের কথা বলতে গেলে দুইজনেই ইনকাম করছে এবং যখন সুযোগ পাই তখন সেই ঘরের কাজকর্মগুলো করে এবং ঘর সামলায়। সে ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট থেকে যায়। আর তা হলো দেশকে উন্নত করার ক্ষেত্রে এটি প্রয়োজন অনুভব ওজন রাখতে সার্থক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।।

20220104_204935.jpg

20220104_204927.jpg
best write.png

যেকোনো কাজে আপনি নারীকে সাহায্য করে দেখুন। আপনার প্রতি সেই নারীর ভালোবাসা বেড়ে যাবে শতগুণে। সেটি হোক ঘরের কাজ কিংবা অফিসের কাজ।

নারী যখন ঘরে বসে থাকতে চায় না তখন তাকে ঘরে বসিয়ে রেখে কি লাভ। দেশকে এবং রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তাদেরকেও সাহায্য করুন। তারাও যেন দেশের এই বড় অর্থনৈতিক উন্নতি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

কোন নারীকে কখনোই একা মনে করবেন না। প্রত্যেকটি নারীর ভিতরে রয়েছে অপ্রত্যাশিত চিন্তা-চেতনা যেগুলো দ্বারা সে সমাজে কিছু করে দেখাতে পারে।।
20220104_204919.jpg

20220104_204909.jpg

best write.png

নারীকে কাছে সাহায্য করে দেখুন। ঘরে যদি আপনার ছোট বোন থাকে কিংবা বৃদ্ধ মা থাকে তাকে সাহায্য করে দেখুন। হয়তো দেখবেন তার জন্য সৃষ্টিকর্তা আপনার ভাগ্যকে খুলে দিতে পারে। খুলে দিতে পারি আপনার হৃদয়ের কঠিন দরজাটাকে।

হয়তো আপনার সেই অবহেলিত ছোট্ট বোনটি একদিন কোন স্কুলে শিক্ষকতা করতে পারে। কিংবা হতে পারে কোন ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার।
সুতরাং নারী কি কখনো অবহেলা করা ঠিক নয়।।

20220104_204841.jpg20220104_204927.jpg
20220104_204849.jpg20220104_204859.jpg

![20220104_204927.jpg](

20220104_204954.jpg20220104_204828.jpg

best write.png

আমার আজকের মূল বিষয় ছিল একে অপরকে সাহায্য করা। রাষ্ট্রীয় অর্থনৈতিক এবং পুরো পৃথিবীটাকে আমরা যদি আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে আমাদের একে অপরকে সাহায্য করা হবে প্রকৃত কাজ। হোক সে নারী কিংবা হোক সে পুরুষ। এখানে নারী-পুরুষের কোন পার্থক্য করা যাবে না। সকলেই কাঁধে কাঁধ রেখে দেশ গড়ার কাজে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশেষ করে এটি প্রয়োগ করতে হবে আমাদের সমাজ থেকে পুরো বিশ্ব পর্যন্ত।।
ফটোগ্রাফিঅরিজিনাল
ফটোগ্রাফ@steem-for-future
ব্যবহৃত ডিভাইসmobile
নামSamsung galaxy f22
লোকেশনGazipur Bangladesh
ক্যাটাগরিউন্নতি এবং সাহায্য
ফটো এডিটমোবাইল অ্যাপস

পোস্ট তৈরিতে ব্যবহৃত কমিউনিটি

amarbanglablog update image.png

@amarbanglablog

cc

@amarbanglablog @shy-fox @blacks

w3wলোকেশান কোড

https://w3w.co/bullion.rocked.devotion

heroism

@steem-for-future (1).jpeg

সর্বোচ্চ 90 শতাংশ পর্যন্ত কিউরেশন রেওয়ার্ড পেতে ডিলিগেট করুন আপনার স্টিম পাওয়ার @heroism

প্রিয় রেগার্ডস

20211214_123550.jpg

@steem-for-future

video image steem-for-future.jpg.gif

Sort:  
 3 years ago 

আপনি অত্যন্ত সুন্দর একটি পোষ্ট লিখেছেন। দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন নারীদের সহযোগিতা করলে যে নারীরা সম্মান ভক্তি-শ্রদ্ধা সবগুলোই বাড়িয়ে দেয়। এবং তাদেরকে দেশের অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে সাপোর্ট দেওয়া জরুরি। সেইসাথে আপনি অনেক সুন্দর করে বিস্তারিত লিখেছেন। আপনার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।

 3 years ago 

উৎসাহমূলক মন্তব্যের সব সময় আমাদের কাজের গতিকে বৃদ্ধি করে। একটি উৎসাহমূলক মন্তব্য সত্যি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে।

আন্তরিক ধন্যবাদ জানাই বিষয়টি বুঝতে পারার জন্য। এবং ব্লগ টি সুন্দর করে পড়ে সুন্দর মতামত দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই সবসময়।

ভালোবাসা অবিরাম ভাই

 3 years ago 

ভালো লিখেছেন।
নারী পুরুষের সত্যিই বৈষম্য করা উচিত নয়।
নারীকে সবধরনের কাজে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে একমাত্র সমাজ এবং আমাদের এগিয়ে যাওয়া সম্ভব। তাই সবারই বিষয়টি বোঝা উচিত 🙏
খুব ভালো ছিল উপস্থাপনা, শুভ কামনা রইল।

 3 years ago 

এটা সত্যি আমাদের রাষ্ট্রকে এবং সমাজকে উন্নত করতে সাহায্য করবে। বিষয়টি আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত যে দেশের অর্ধেক গণসংখ্যা কে বাদ দিয়ে কখনই উন্নতি সম্ভব নয়।
ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। উৎসাহমূলক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ সব সময়

 3 years ago 
ভাইয়া আমিও আপনার সাথে সহমত পোষণ করছি। আপনি নারী-পুরুষের সমতার অধিকার আজকে আপনার এই পোষ্টের প্রাধান্য দিয়েছেন জেনে খুবই ভালো লাগছে। ছবি নাকি কথা বলে! আপনার আজকের পোস্ট এর এই ছবিটি দেখে প্রতিটি নারী-পুরুষের সমতার সাথে তাল মিলিয়ে চলা উচিত আমি মনে করি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বার্তা আমাদের মাঝে ছবির মাধ্যমে পৌছে দেওয়ার জন্য ভাইয়া।
 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ একমত হওয়ার জন্য। আসলে পুরো বিষয়টি আমি ছবির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। আর আপনার মন্তব্য শুনে আমার খুব আনন্দ লাগছে যে খুব সুন্দর একটি কনটেন্ট আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি।

বিষয়টি করে গঠনমূলক সুন্দর মন্তব্য দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটি সাথে থাকার জন্য।

 3 years ago 

আপনার সম্পূর্ণ লেখাতে মূলত লিঙ্গ বৈষম্য নিরসনের মাধ্যমে উন্নয়নের কথাই প্রাধান্য পেয়েছে। আমাদের সমাজে বর্তমানে আপনার মত অনেক মানুষের চিন্তাধারার পরিবর্তনের ফলেই সমাজে কিছুটা পরিবর্তন এসেছে। নারী এবং পুরুষ এখন প্রায়ই সম মর্যাদায় প্রতিষ্ঠিত। আশা করা যায় সামনের দিনগুলোতে নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। ধন্যবাদ আপনাকে বিষয়টি তুলে ধরার জন্য।

 3 years ago 

এটা সত্য কথা যে আমাদের প্রত্যেকের গভীর চিন্তা-ভাবনা পরিবর্তন করা দরকার। এখানে লিঙ্গ ভেদে কোন বৈষম্য রাখা ঠিক নয়।

এখানে যদি কোন লিঙ্গ ভেদে বৈষম্য রাখার দায়িত্ব আমি কখনোই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সম্ভব না ভালো কিছু করার।

আন্তরিক অভিনন্দন জানাই গঠনমূলক এবং সুন্দর মন্তব্য দেওয়ার জন্য। পাশে থাকার জন্য আমার বাংলা ব্লগ এর

 3 years ago 

আপনার আলোচনার বিষয়বস্তু টি সঠিক। আমি আপনার সাথে একমত। তবে একটি বিষয় কি নারীরাই কর্ম ক্ষেত্রে বেশি ভূমিকা রাখছে। তবে তাদের কাজের সুযোগ করে দেয়ার দায়িত্ব পুরুষদেরই। নানা প্রতিকূলতার কারণে নারীরা কর্মক্ষেত্রে থেকে পিছিয়ে পড়ে আছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে নারীরা মোটামুটি এগিয়েছে। এখন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় গার্মেন্টস যে কোন অফিস-আদালতে নারীদের প্রাধান্য বা নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। ধন্যবাদ

 3 years ago 

একদম ঠিক কথা। এখন প্রায় প্রতিটি অফিস-আদালতে নারী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে আমরা যদি এই ধারাবাহিকতা কিছুটা বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের উন্নতি আরো একধাপ এগিয়ে যাবে বলে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে যাব।

সুতরাং সে ক্ষেত্রে নারী-পুরুষ একযোগে কাজ করতে হবে এবং একে অপরের পরিপূরক হতে হবে।

সহমত প্রকাশ করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এমন অনেক অনেক শুভ কামনা করি আগামী দিনের জন্য

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56556.00
ETH 2492.21
USDT 1.00
SBD 2.22