বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে ঘোরাঘুরির সুন্দর কিছুটা মুহূর্তের শেষ পর্ব।

in আমার বাংলা ব্লগlast year

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? থঢশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

পঞ্চম পর্বের লিংক

আমি আজকে মিলিটারি মিউজিয়ামের পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই পর্বে মিলিটারি মিউজিয়ামের আরো কিছু সুন্দর জায়গার সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করবো আপনাদের সাথে। এরপর আমরা চলে গেলাম মিলিটারি মিউজিয়ামের তৃতীয় তলায় সেখানে গিয়ে দেখলাম আরো সুন্দর সুন্দর কিছু জিনিস এবং জানতে পারলাম আরো অনেক কিছু সেখানে আমরা আর্মি এবং বিডিআর এর বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে পেলাম। পুরোটা মিউজিয়াম খুবই সুন্দর দেখতে যতই দেখছি ততই আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি।সত্যি বলতে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আসলে এসব জায়গায় বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারা আমাদের দেশ সম্পর্কে অনেক কিছু জানতে এবং কিছুটা হলেও দেখতে পারে। এসব জায়গা গুলোতে বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চাদের মেধার বিকাশ ঘটে। আসলে এই কারণে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এই জায়গাটায় ঘুরতে গিয়েছিলাম। তবে এটা যে এত সুন্দর হবে দেখতে তা আগে বুঝতে পারিনি। সত্যি মুগ্ধ করার মত একটা জায়গা। তাহলে চলুন দেখা যাক আজকের পর্বের ফটোগ্রাফি গুলো।

  • তারপর আমরা দেখতে পেলাম অনেক সুন্দর করে কাঠ দিয়ে আর্মিদের বিভিন্ন জিনিসপত্র এবং আর্মিদের ছবি দিয়ে সুন্দর একটি ডিজাইন করেছে দেওয়ালের সাথে। দেখে খুবই ভালো লাগলো তাই আমার মেয়ে পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিল।

20230502_134325~2.jpg

20230502_135450.jpg

  • তারপর আমরা দেখলাম খড়কুটো দিয়ে তৈরি আর্মিদের থাকার ছোট ছোট ঘর। ঘর গুলো দেখেও খুব ভালো লাগলো তাই আমি কিছু ছবি তুলে নিলাম।

20230502_134623.jpg

20230502_134641.jpg

IMG-20230502-WA0004.jpg

  • এরপর দেখলাম পিতলের তৈরি খুব সুন্দর দুটো স্মৃতিসৌধ তারপর দেখলাম সেনাবাহিনীদের খুব সুন্দর সুন্দর কিছু ব্যাচ। তারপর আমি এগুলোরও কিছু ছবি তুলে নিলাম।

20230502_134226.jpg

20230502_134231.jpg

  • এরপর দেখলাম বঙ্গবন্ধুর ভাষণ দেওয়া খুব সুন্দর একটি ছবি তারপর দেখলাম খুব সুন্দর একটি মানচিত্র দেখে খুবই ভালো লাগলো তাই এগুলোরও কিছু ছবি তুলে নিলাম।

  • এরপর দেখলাম খুব সুন্দর করে উপরে লাইটিং করা এবং দুই পাশের রাস্তা খুবই সুন্দর দেখে আমার খুবই ভালো লাগলো তাই আমি এগুলোর কিছু ছবি তুলে নিলাম।

  • এরপর আমরা নিচতলায় নেমে দেখলাম খুব সুন্দর একটি রেস্টুরেন্ট সেখান থেকে বাচ্চাদেরকে কিছু জুস কিনে দিলাম। তারপর আমরা বাহিরে চলে আসলাম কারণ সেখানে খাবারের প্রচুর দাম।

  • এরপর বাহিরে এসে দেখলাম বাহিরের পরিবেশটা খুবই সুন্দর। তারপর আমি বাহিরের পরিবেশের খুব সুন্দর কিছু ছবি তুলে নিলাম।

  • তারপর আমরা বাহিরে এসে সবাই মিলে কিছু ফুচকা এবং বেলপুরি খেলাম। ওই জায়গার বিলপুরি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। পুরোটা দিন খুবই সুন্দর কেটেছিল আমাদের।

সত্যি বলতে আমরা সবাই খুব ভালো একটা সময় কাটিয়েছি সেখানে। আমার তো ওই জায়গা থেকে আসতে ইচ্ছে করছে না জায়গাটা সত্যি এত সুন্দর ছিল। আপনারা কেউ চাইলে সত্যিই এই সুন্দর জায়গাটি ঘুরে দেখে আসতে পারেন। এই ছিল আমার মিলিটারি মিউজিয়ামে ঘোরার মুহূর্তগুলো। মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে সত্যিই খুব ভালো লাগছে। আশা করছি আপনাদের কাছে ভালই লেগেছে। ভুল মানুষ মাত্রই হয় যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ এবং ভালো থাকবেন।

গুগল ম্যাপ লোকেশন : Bijoy Sarani, Dhaka 1215

ডিভাইস নেম:- গ্যালাক্সি A10s

শুভেচ্ছান্তে : @sshifa

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

IMG_20220215_193615.png


আমার নাম মোতাহারা বেগম শিফা। আমি একজন বাংলাদেশী নাগরিক। বাংলা আমার অহংকার এবং বাংলা ভাষা আমার মাতৃভাষা বলে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে অনেক অনেক ভালোবাসি। আমি বাংলাদেশের গাজীপুর জেলায় বাস করি। আমি বিবাহিতা আমার দুটো সন্তান আছে। বাংলাকে ভালোবাসি বলে "আমার বাংলা ব্লগে" কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি ছবি আঁকতে, গান গাইতে, রান্না করতে এবং বিভিন্ন রকম ডাই তৈরি করতে খুবই পছন্দ করি। আমার আবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে এবং প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি করতেও খুবই ভালো লাগে। আমি ভবিষ্যতে এই প্লাটফর্মে ভালো কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

মিলিটারি মিউজিয়ামের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। একই সাথে উক্ত মিউজিয়ামের বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখতেও অনেক সুন্দর লাগছে। নিশ্চয়ই মিলিটারি মিউজিয়ামে চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন।

 last year 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

মিলিটারি মিউজিয়ামে ঘোরাঘুরি দারুন একটি মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, বেশ ভালো লাগলো সুন্দর এই দর্শনীয় জায়গাটা দেখতে পেরে এবং বিস্তারিত বর্ণনা পড়ে। আপনার পোস্ট এর মধ্য দিয়ে অনেক কিছু ধারণা অর্জন করতে পারলাম এই স্থান সম্পর্কে।

 last year 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 

আপু আপনি মিলিটারি মিউজিয়ামের বেশকিছু পর্ব শেয়ার করেছেন।আমি পড়েছি। আজ এর শেষ পর্বে বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন যা দেখে দারুন লেগেছে। আপনি পরিবারের সকলের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর তাইতো আপনার আসতে ইচ্ছে হয়নি। অনেক সুন্দর ছিল আপনার অনুভূতি।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আপু কখনও আমি মিলিটারী দেখিনি। তবে আপনার আজকের পোস্টের মাধ্যমে কিন্তু দেখে নিলাম। দারুন কিন্তু মিউজিয়ামটি। আপনি বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার মাধ্যমে সম্পন্ন মিউজিয়ামটি আমাদের মাঝে তুলে ধরেছেন। দারুন লাগলো। ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্যে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67340.80
ETH 2419.68
USDT 1.00
SBD 2.35