আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম এক টুকরো কবিতা নিয়ে। কবিতা আসলে জীবনের আয়না যেখানে অনুভূতিগুলো শব্দ হয়ে ফুটে ওঠে। আমরা সবাই জানি প্রেম কী জিনিস। প্রেম যেন বসন্তের হাওয়ার মতো মনকে দোলা দেয় চোখে এনে দেয় স্বপ্নের রঙ আর হৃদয়ে জাগায় অদ্ভুত উন্মাদনা। কিন্তু আজকের কবিতার আসল প্রশ্ন হলো প্রেম আর মায়ার মধ্যে পার্থক্যটা কোথায়। অনেকেই ভাবে দুটো একই কিন্তু আসলে একেবারেই নয়। প্রেম হলো আগুন আর মায়া হলো পানি। আগুন জ্বলে উত্তপ্ত করে কাছে টানে আর একসময় সবকিছু গ্রাস করতে পারে। আর পানি হলো শান্তির মতো ঠাণ্ডা স্নিগ্ধ সবকিছুকে আঁকড়ে ধরে রাখে। প্রেমে থাকে অধিকার থাকে অস্থিরতা কখনো কখনো অদৃশ্য এক দাবি। যেমন কোনো গাছ মাটির সাথে শেকড় গেড়ে দাঁড়িয়ে থাকে প্রেম সেই শেকড়ের মতো গভীর আর শক্তিশালী। কিন্তু মায়া হলো পাতার নরম দোল ছায়ার মতো মিষ্টি স্পর্শ যেখানে শর্ত নেই শুধু আপন করে রাখার টান আছে।
"প্রেম আর মায়া"
জান্নাতুল ফেরদৌস শেলী
প্রেমটা যেন আগুনের মতো, জ্বলে অনন্তকাল,
হৃদয়ের গভীরে বেঁধে রাখে অচেনা এক জাল।
চোখে চোখে লুকানো স্বপ্ন, নিঃশব্দে বলা কথা,
প্রেম মানেই তৃষ্ণার নদী, সাগরের মতো ব্যাকুলতা।
মায়া হলো ছায়ার মতো, নরম স্পর্শের গান,
একফোঁটা হাসি দিয়েই গড়ে ওঠে হাজার টান।
মায়া মানে শান্তির ছোঁয়া, আঁচলের মতো ছায়া,
মুহূর্তের ক্ষুদ্র সুখে লুকিয়ে থাকে নিরব মায়া।
প্রেম চায় কাছে টানতে, চায় চিরন্তন বাঁধন,
মায়া শুধু সোহাগ দিয়ে রাখে মধুর স্নিগ্ধ বন্ধন।
প্রেমে আছে অধিকার, আছে আকাঙ্ক্ষার ছায়া,
আর মায়া শুধু নিঃস্বার্থ, বিনা শর্তে দেয়া ভালোবাসা।
তাই প্রেম আর মায়া দুই রঙের দুই ফুল,
একটি রাঙায় উন্মাদনায়, আরেকটি করে হৃদয় কূল।
প্রেমে জ্বলে জোনাকির আলো, মায়ায় থাকে শান্তি,
দুটো মিলে জীবনটা হয় স্বপ্নের মতো কাব্যগাঁথি।
এই ছিল আমার আজকের কবিতা প্রেম আর মায়ার পার্থক্য নিয়ে। আসলে জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা এই দুই অনুভূতির সাথেই মিশে থাকি। কোথাও প্রেম আমাদের তাড়িয়ে বেড়ায় আবার কোথাও মায়া আমাদের আঁকড়ে ধরে রাখে। কিন্তু শেষ পর্যন্ত আসল প্রশ্ন থেকে যায় আমাদের হৃদয়ে বেশি জায়গা দখল করে কে প্রেম নাকি মায়া। আমি কবিতার ভেতরে আমার দৃষ্টিভঙ্গি শেয়ার করলাম। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের চোখে কোনটা বেশি সুন্দর কোনটা বেশি মূল্যবান। আশা করি এই কবিতা আপনাদের মনে ভালো লাগার মতো একটা অনুভূতি জাগাতে পেরেছে। পরেরবার আবার নতুন কিছু নিয়ে আসব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হৃদয়ে রাখবেন প্রেম আর মায়ার সেই মধুর টান।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖


ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
ক্যামেরা.মডেল | note9 |
কভার ডিজাইন | ক্যানভা |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |


আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemX
Upvoted! Thank you for supporting witness @jswit.
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
https://x.com/JannatulF57996/status/1962578492568281180
https://x.com/JannatulF57996/status/1962583187886088681
https://x.com/JannatulF57996/status/1962583961798090990
সব সময় আপনি আমাদের মাঝে খুবই সুন্দর কিছু কবিতা শেয়ার করে আসছেন৷ আজকেও যেভাবে আপনাদের চমৎকার একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকে যেভাবে আপনি ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি এখানে এই কবিতার লাইনের সামঞ্জস্যতাও আপনি খুবই সুন্দরভাবে বজায় রেখেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷