প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে অবস্থান করছি ।

আজকে আবারও আমি আপনাদের সামনে আমার ডিপার্টমেন্ট এর পিঠা উৎসব এর আয়োজন নিয়ে শেষবারের মতো আলোচনা করতে এসেছি।সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে আমি আমার ঝালমুড়ির সব কিছু রেডি করি।বলাই হয়নি আগের দিন আমি সাজানোর কাজে থাকায় বাসায় আসতে অনেক দেরি হয়ে যায়।এইদিক এ আমি নিজে স্টলে ঝালমুড়ি দিতে চেয়েছি কি একটা অবস্থা।আব্বুকে ফোন দিলাম দিয়ে বললাম যে আমার অনেক কিছু কিনতে হবে। ঝালমুড়ির সব কিছু কিনে রাতে বাসায় এসে আবার আমাদের স্টলের মেনু কার্ড এর ডিজাইন করার জন্য ম্যাম আমাকে ফোন দেন।মেনু কার্ড এর ডিজাইন সারারত করার পর সকালে উঠে চলে গেলাম বাস ধরতে। বাস থেকে নেমেই নিজের পজিশন মতো সব কিছু সাজিয়ে নিলাম। কিছুক্ষন পর থেকে সবাই ঝালমুড়ি খেতে আসেন।দুপুরের আগেই আমার বিক্রি শেষ হয়ে যায়।এখন কি করবো কিছুক্ষণ স্যার ম্যাম দের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলাম এবং তার পর পুরো ভার্সিটি ঘুরতে শুরু করলাম।একেক ডিপার্টমেন্টে একেক রকম আয়োজন দেখে আমি মুগ্ধ। গত পর্ব গুলোতে শুধু আমি আমার ডিপার্টমেন্টের আয়োজন এই সীমাবদ্ধ ছিলাম।অন্য ডিপার্টমেন্টগুলোর আপুরাও বেশ প্রতিভাবান সবাই হরেক রকমের আয়োজন করেছেন তাদের কত বাহারি নাম।চেষ্টা করেছি সব ধরনের খাবার খেয়ে দেখার।
ফটোগ্রাফি🖼️ -১👇

অবস্থান
প্রথমেই বলি কেক এর কথা। এই কেক গুলো হচ্ছে কাপ কেক।দাম হাতের নাগালে হওয়ায় খুব তারাতাড়ি বিক্রি হয়ে যায়।আমি একটা কিনেছিলাম দাম হিসেবে অনেক ভালোমানের কেক। ভ্যানিলা ফ্লেভারের কাপ কেক।এর ডিজাইন আমাকে বেশি মুগ্ধ করেছে।
ফটোগ্রাফি🖼️ -২👇

অবস্থান
এটাও একটা আধুনিক খাবার নাম তার মিটবক্স। বর্তমানে রেস্টুরেন্টের বিখ্যাত খাবার বলা চলে।এখনেও কম দাম রাখায় বিক্রি অনেক হয়েছে।শেষ এ একটা খেয়ে দেখেছিলাম খাবারের টেস্ট রেস্টুরেন্টে এর কাছাকাছিই।
ফটোগ্রাফি🖼️ -৩👇

অবস্থান
এখন গেলাম অন্য একটা স্টলে। সেখানের সাজানো সব কিছু ছিল সুন্দর।ইউনিক কিছু খাবার খেয়ে দেখলাম ভালোই।
ফটোগ্রাফি🖼️-৪👇

অবস্থান
এবার গিয়েছিলাম ফার্মেসি বিভাগের স্টলে। তাদের স্টলের নাম ছিল অদ্ভুত।খাবার গুলোর ছিল মজার মজার নাম।আমি চিকেন রোল খেয়েছিলাম।
ফটোগ্রাফি🖼️ -৫👇
.jpg)
অবস্থান
এটা হচ্ছে ভার্সিটির বারান্দা থেকে পুরো উৎসব এর ভিউ।আমাদের বিশ্ববিদ্যালয় খুব একটা বড় নয় তাই ছোট এই আয়োজন।
ফটোগ্রাফি🖼️ -৬👇

অবস্থান
সব শেষ হউয়ার পর কনসার্ট হয়।আমরা সন্ধ্যায় অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম।বেশ মজার শিল্পি এসেছিলেন। পুরো সময়টাতে একটু বিরক্ত হয়নি অনেক আনন্দঘন সময় উপভোগ করেছি ।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সকলকে✨💖

বিভিন্ন ধরনের পিঠার পাশাপাশি ঝালমুড়িও বিক্রি করেছেন তাহলে। সবমিলিয়ে বেশ ভালোই বিক্রি করেছেন দেখছি। যাইহোক মিটবক্স আমার খুব পছন্দ। বর্তমানে মিটবক্স খেতে অনেকেই খুব পছন্দ করে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকে ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করেছেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
শীতের সময় পিঠার আয়োজন হয়। এই সময়টাতে পিঠার মেলা লক্ষ্য করা যায় বইমেলা এছাড়া ওয়াজ মাহফিলের মেলা। বিভিন্ন বিষয়ের মেলাগুলো সম্পর্কে ধারণা পেতে সে জায়গায় অংশগ্রহণ করতে আমার খুবই ভালো লাগে। অনেক অনেক ভালো লাগলো সুন্দরভাবে আপনি পিঠার মেলা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে। এখানে হরেক রকমের পিঠা দেখতে পারলাম।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
শেষ পর্বের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন আর বর্ণনা আমার কাছে দারুন লেগেছে
আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো আমার।
পিঠা উৎসবের শেষ বেলায় কাটানো সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে আপনি অনেক সুন্দর করে শেয়ার করেছেন। আপনার শেষ পর্বটা অনেক সুন্দর ছিল। প্রতিটা পিঠার ফটোগ্রাফি দেখে তো আমার অনেক লোভ লেগে গিয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পুরো মুহূর্তটা সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
পিঠা উৎসবের আরো একটা পর্ব শেয়ার করেছেন। গত পর্বে বিভিন্ন রকম কেকের ফটোগ্রাফি দেখেছিলাম। আজকের পর্বে আরো কিছু খাবারের ফটোগ্রাফি দেখলাম। কাপ কেকের ডিজাইন টা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। মীট বক্সগুলো সম্ভবত কেটে এরকম ডিজাইন করা হয়েছে। মীট বক্স আমার বেশ পছন্দ। ভালো লাগলো আপনার কাটানো মুহূর্তগুলো দেখে। ধন্যবাদ মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
পিঠা উৎসবে হয়তো আপনারা অনেক সুন্দর মুহূর্ত পার করেছেন ।যেটি দেখেই বোঝা যাচ্ছে ।আপনার ঝালমুড়িটা হয়তো খেতে অনেক ভালো ছিল ভাইয়া ।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য।