ফুলের বাড়িঃ ঠিকানা রিসোর্ট
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চই ভালো, কেউ যদি ভালো নাও থাকেন তাহলে আজকের পোষ্ট আপনাদের মন ভালো করবে নিশ্চিত। ভাবুন তো হঠাৎ করে এমন জায়গায় পৌছালেন যেখানে শুধু নানান রঙের ফুল , মনটা আনন্দে ভরে ওঠে কি না? চলুন নিয়ে যাই ফুলের রাজত্বে।
এটাই ফুলের রাজত্ব,যার নাম ঠিকানা রিসোর্ট। রাজধানী ঢাকার বাড্ডা থেকে এর দুরত্ব খুব বেশি দুরে। রিসোর্টটি পড়েছে বেরাইদ থানার ভেতরে। গেট থেকে শুরু করে পুরো রির্সোটই সাজানো নানান রঙের তাজা ফুলে।গেট দিয়ে ঢুকে প্রথমে এই কাঠের বাড়িটি চোখে পড়বে, না ঠিক কাঠের নয় ফুলের বাড়ি চোখে পড়বে। বাড়ির ভেতরে ঢোকার যে সিড়ি সেই সিড়ির রেলিং ও সাজানো নানান রঙের লতানো ফুলে। সিড়ি দিয়ে ওঠার সময় মনে হবে কোন রাজ কুমারী ফুলের প্রাসাদে ঢুকে পড়ছে। আর রির্সোটের বারান্দায় দাড়িয়ে যখন চারপাশে চোখ রাখবেন,তখন মনে হবে চারপাশে ফুলের সমুদ্র।
ছবিগুলি আমার ফেসবুক থেকে নেয়া
।
নানান রঙের ফুলে সাজানো রিসোর্ট টির বেশ খানিকটা জুড়ে রযেছে রঙিন ফুল পিটুনিয়ার সমাবেশ। এছাড়াও ভিন্ন রঙের চন্দ মল্লিকা রির্সোট টিকে ভিন্ন মাত্রা দিয়েছে।
গাদা, গোলাপ,পর্তুলিকাও বাদ যায়নি তালিকা থেকে।
ঠিকানা রিসোর্ট এর প্রবেশ টিকিটের দাম ২৫০ টাকা। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই টিকিট জুস কর্ণারে গিয়র দেখালেই পেয়ে যাবেন পেঁপে,আনারস বা তরমুজের জুস।আপনার চাইলে এখান থেকে অর্ডার করে খেয়ে নিতে পারেন দুপুর বিকাল বা রাতের খাবার।
সারাদিনের জন্য ঘুরে বেড়ানোর জন্য আদর্শ একটা জায়গা ঠিকানা। খোলা গ্রামীন পরিবেশ নানান ফুলের সমাহার, রিসোর্টের বারান্দায় দাড়িয়ে দুরে বয়ে চলা নদী, পাশের ছোট খালে বাধা ফুলের নৌকা, ঘাট বাধানো পুকুর আপনাকে মুগ্ধ করবে নিশ্চিত। কেউ যদি সারা দিনের জন্য সময় কাটাতে চায় সে ব্যবস্থাও আছে। এখানে কটেজ ভাড়া নিয়ে কাটিয়ে দিতে পারেন পুরোটা দিন।
বড়রা তো ফুল প্রকৃতি দেখে খুশি, বাচ্চারা কি করবে সে ব্যবস্থাও আছে। বাচ্চাদের আনন্দ দিতে বিকেল থেকেই জোকার সেজে মঞ্চে হাজির তিন জোকার।
এখানে ছবিগুলি আরো সুন্দর ভাবে যাতে তুলতে পারেন সে জন্য রয়েছে সেল্ফি কর্ণার। আছে সাজানো সাইকেল,ফুলের দোলনা। আর খালপাড়ে ফুল দিয়ে সাজানো নৌকা।
এক ঘেয়েমীতে ঠাসা, ক্লান্তিকর জীবন থেকে বের হয়ে
কিছুটা রঙিন সময় কাটানোর জন্য ঢাকা শহরে ঠিকানার মত আর কোন জায়গা আছে কি না আমার জানা নাই। ঠিকানায় সময় কাটানোর জন্য সবচেয়ে ভালো সময় শীতের এই সময়টাই। কারণ শীতের সময়েই পিটুনিয়ার মত রঙিন ফুলের সমাহার থাকে।
বাহ,খুব সুন্দর জায়গা তো।চাঞ্চল্য দেখে মনে হচ্ছে খুব উপভোগ করেছেন🥰
দেখি,এক্সাম শেষ হলে ইনশাল্লাহ যাবো❣️শুভ কামনা রইলো
জায়গাটা এক কথা অসাধারণ। মন ভালো করার জন্য চোখ বন্ধ করে চলে যেতে পারেন।
জাষ্ট ওয়াও!!আমি যদি ভুল না বলি সম্ভবত এই ফুলের বাড়িটা ইউটিউবে দেখেছি। অসম্ভব সুন্দর একটি জায়গা। এটি কোথায় অবস্থিত আপু প্লিজ একটু জানাবেন।
ঢাকার বাড্ডার ভেতরে পড়েছে জায়গাটা বেরাইদে।
ওয়াও আপু জায়গাটা খুবই সুন্দর। আমি তো প্রথমে কাঠের বাড়িটি দেখে মনে করেছিলাম চায়নার একটা জায়গার কথা। যেমন সুন্দর ফুলের ডেকোরেশন গুলো ঠিক তেমনি অপরূপ চারপাশ এর দৃশ্য। শহরের যান্ত্রিক জীবন থেকে কিছুটা নিরিবিলি সময় কাটানোর জন্য খুবই চমৎকার একটি জায়গা। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকেও।আমিও ও আরেকজনের ছবি দেখে ভেবেছিলাম দেশের বাইরের কোন জায়গা।
সোশ্যাল মিডিয়াতে বেশ সাড়া জাগিয়েছে রিসোর্টটি। আমার অনেক ইচ্ছা আছে ঠিকানাতে একদিন ঘুরতে যাওয়ার।
আপনার পোস্ট পড়ে এই রিসোর্টটি সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। বোঝাই যাচ্ছে বেশ ভালো একটি সময় কাটিয়েছেন ওখানে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে। সময় পেলে ঘুরে আসতে পারেন
শহরের কোলাহল ঠেলে কিছুটা সময়ের জন্য এরকম নিরিবিলি কোথাও ঘুরতে গেলে মনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। অসম্ভব সুন্দর জায়গাটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ছোট বাচ্চারা একটু সতেজ নিঃশ্বাস নিতে পারবে। তবে আমার কাছে মনে হয় এরকম জায়গায় খুব বেশি লোকজন হলে ভাল লাগবে না । চারপাশ যদি একটু শান্ত থাকে অনেক ভালো কিছু মুহূর্ত কাটানো যাবে তাহলে।
ঢাকায় এত সুন্দর বেড়ানোর জায়গা কম, তাই সবাই বেড়াতে যায় আর ভীড় বেড়ে যায়। তারপরও ভালো লাগে।
চমৎকার একটি রিসোর্টে গিয়েছেন এবং সেখানকার সুন্দর মুহুর্তগুলো আমাদের সাথে শেয়ার করেছেন , সত্যি খুব ভালো লাঘলো আপয়ান্র পোস্টটি দেখে
অনেক শুভকামনা আপনার এবং আপনার পরিবারের জন্য
শুভকামনা আপনার জন্যও।সুন্দর কিছু দেখলে সবাইকে দেখাতে ইচ্ছে করে যদি কারো ভালো লাগে সেখানেই ামার আনন্দ।
আপু আপনি @abb-school এর ক্লাশ গুলো করবেন এবং পরীক্ষা দিবেন। এতে আপনি লেভেল আপ করতে পারবেন। তা না হলে আপনি একটিভ লিস্টে আসতে পারবেন না।
ধন্যবাদ পরামর্শের জন্য।চেষ্টা করবো ক্লাস করতে।
বাহ অনেক সুন্দর আপু অটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে পিছনের দৃশ্য গুলো অনেক সুন্দর। সাথে আপনার লেখা লেখির হাত অনেক শক্তিশালী সেটা বোঝা যাচ্ছে। যদিও আপনি লেখালেখি করেন তাই প্রতিছাপ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন । তবে আপু আপনার জন্য একটা সাজেশন হচ্ছে ছবিগুলোর নিচে লোকেশন ট্যাগ ইউজ করবেন অর্থাৎ ডব্লিউ৩ডব্লিউ। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।
'আমার বাংলা ব্লগ' কমিউনিটি তে স্বাগতম আপনাকে। সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের @abb-school এর মাধ্যমে ক্লাস করে সকল নিয়ম কানুন শিখে নিতে হবে। শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার রাত ১০টায়(বাংলাদেশ সময়) এবং রাত ৯ঃ৩০(ইন্ডিয়ান সময়)।
সর্বপ্রথম Discord এ জয়েন হতে হবে ক্লাস এটেন্ড করার জন্য।
👉যেভাবে Discord Account খুলবেনঃ
কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।
👉আমাদের Discord Link:
https://discord.gg/yuKDqwT9