অরিজিনাল লাজুক খ্যাকের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রথমেই আমার বাংলা ব্লগের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার বাংলা ব্লগে কাজে উৎসাহ ও উদ্দীপনা ও অনুপ্রেরণা বাড়ানো থেকে শুরু করে সার্বিক সহযোগিতা দানে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে @rme দাদার প্রতিষ্ঠিত @shy-fox জ্বলন্ত হাতিয়ার হিসেবে কাজ করছে।কমিউনিটির সকল সদস্যের সার্বিক দিকে সহযোগিতা ও মঙ্গল কামনায় লাজুক খ্যাকের ভূমিকা নিয়ে সবাই অবগত। ভালো গুনগত মানের কোয়ালিটি পোস্ট গুলি নিঃস্বার্থ ভাবে সহযোগিতা করে চলেছেন ,অবিরাম গতিতে লাজুক খ্যাক একোউন্ট দ্বারা দাদার বিরাট বড় সহযোগিতা করে চলেছেন সকলের জন্য সবসময়ই। সকলেই সৃজনশীলতার বড় পুরস্কার হিসেবে লাজুক খ্যাক থেকে ভোট পাচ্ছে। এই জন্য @rme দাদাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।

IMG_20211020_072207.jpg

অনেকেই diy পোস্ট করেছেন লাজুক খ্যাককে নিয়ে। কারণ লাজুক খ্যাক দিয়ে অনেকেই নিপুণতার সাথে অনেক অঙ্কন থেকে শুরু করে কাগজ দিয়ে এমনকি নানাবিধ জিনিস দিয়ে লাজুক খ্যাক তৈরি করে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। তাদের কে অসংখ্য ধন্যবাদ জানাই।

বাস্তবে লাজুক খ্যাকের ছবি আজ শেয়ার করবো সকলের মাঝে ।

IMG_20211020_072147.jpg

সপ্তাহে 3-4 দিন আমাদের বাড়িতে লাজুক খ্যাকরা রাতে তারা দল বেঁধে আসে। তারা ডাকাডাকি করে চলে যায় । আমাদের বিন্দু মাত্র কোনো ক্ষতি করে না। আমরা বর্ধমানে একটু পাতলা বসতি জায়গায় বসবাস করি তো। আমাদের ঘরের পিছনে দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ। বড় মাঠ থাকায় শিয়ালরা বসবাস করতে সুবিধা হয়। তারপর এক কিলোমিটার দূরে কয়েক শো তাল গাছ। মোটামুটি তারা সেই সমস্ত জায়গায় বসবাস করে। তবে তারা যখন রাতের বেলা আসে আমাদের বাড়িতে আমি ফিলাস লাইট দিয়ে ছবি তোলার চেষ্টা করেছি। কিন্তু স্পষ্ট ছবি ওঠে না। শুধুই তাদের চোখের জ্বলন্ত ছবি ওঠে।

দিনের বেলাও তারা ধান ক্ষেত দিয়ে মাঝে মাঝে যায়। বেশ কয়েক দিন আগে একটা শিয়াল যাচ্ছিল। একটু দূরে যখন দাঁড়িয়ে ছিলো। আমি যখন দূর থেকে তাকে ক্যামেরা বন্দি করছি। ও আমার দিকে তাকিয়ে বসে থাকলো। আমি দূর থেকে কয়েক টা ছবি তুললাম। আসলে ওদের কাছে গেলে ওরা লজ্জা পেয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এই জন্য দূর থেকে তোলা অরিজিনাল লাজুক খ্যাকের ছবি এখন শেয়ার করছি।

IMG_20211020_072232.jpg

IMG_20211020_072246.jpg

IMG_20211020_072302.jpg

আশা করি সকলের অনেক ভালো লাগবে অরিজিনাল লাজুক খ্যাকের ছবি দেখে ।

ডিভাইসরেডমি নোট 10 প্র ম্যাক্স
ফটোগ্রাফার@simaroy

10% beneficiary to @shy-fox

রেগার্ডস@simaroy
Sort:  
 3 years ago 

ক্ষেতের পাশে আমাদের এখানেও ভোর বেলা এভাবে লাজুখ্যাককে দেখা যায়। তবে শেয়াল বলে সবাই। আপনি দূর থেকেও সুন্দর করে ছবিগুলো তুলেছেন। শুভেচ্ছা নিবেন দাদা।

 3 years ago 

ঠিক বলেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

Thank you so much

 3 years ago 

ওয়াও দাদা আপনি এতো ভালো পোস্ট কিভাবে করেন।কতোটা যে পরিশ্রম করেছেন বোঝায় যাচ্ছে দাদা।

বাই দা ওয়ে লাজুক খ্যাক আপনাকে দাবুর দেইনাই? 😁😁😁😁

 3 years ago 

আপনার মন্তব্য অনেক মজা পেলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

লাজুক খ্যাক মনে হয় আপনাকে দেখে লজ্জা পেয়ে চলে গেছে দাদা। পন্ডিত মশাইয়ের আবার লজ্জা একটু বেশিই। কিন্তু যখন মুরগী চুরি করে তখন লজ্জা করে না 😃😃

তারা ডাকাডাকি করে চলে যায় । আমাদের বিন্দু মাত্র কোনো ক্ষতি করে না।

এই কথা টা শুনে আমি অবার হয়েছি

এটা তাহলে শেয়ালই না মনে হচ্ছে। শেয়াল তো এতো ভালো হওয়ার কথা না 🥺ক্যাম্নে সম্ভব ভাই🤔

 3 years ago 

ভাইয়া আমাদের কোনো ক্ষতি করে না ভাই মন থেকে বলছি। আমরা হাঁস মুরগি পুষি না। আমাদের বাড়ি ডেকে চলে যায়। যা সত্যি তাই বললাম। ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার লাজুক খ্যাকে নিয়ে ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। ধান ক্ষেতের মাঝখানে লাজুক খ্যাকে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আর আপনি খুব সুন্দর লিখেছেন লাজুক খ্যাকে নিয়ে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য অনেক উৎসাহ ও খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার জন্যও অনেক শুভ কামনা রইলো।

 3 years ago 

দাদা আপনি বোধহয় পন্ডিত মশাই কে আপ্যায়ন করতে পারেননি তার জন্য আপনার ওপর অভিমান করে চলে যাচ্ছে দেখছি। ব্যতিক্রম পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago (edited)

এমনিতেই লাজুক খ্যাক কাছে গেলে লজ্জায় দৌড়ে পালায়। সত্যি বলতে আমরা ও ভয়ে কাছে যাই না।টা যা বলেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই

 3 years ago 

ওয়াও দাদা আপনি তো সরাসরি লাজুক খ্যাঁক আমাদের মাঝে নিয়ে এসেছেন। প্রকৃতির মাঝে লাজুক খ্যাঁক বসে আছে দারুন লাগছে। আমাদের গ্রাম এলাকায় এমন দেখা যায় মাঝে মাঝে রাস্তায়, জমিতে। যাইহোক আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন। আপনার মন্তব্য আমি খুশি। অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ বাহ। গ্রামে এই খ‍্যাকের দেখা হরহামেশাই পাওয়া যায়। তবে আমাদের দিকে যেগুলো দেখা যায় সেগুলো হারে বজ্জাত। এর মুরগী ওর হাঁস সুযোগ পেলেই ধরে নিয়ে যায়। লাজুক খ‍্যাকের ছবিটি অসাধারণ হয়েছে। ছবিটির টাইমিং খুব ভালো ছিল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আপনার কাছে ফটোগ্রাফি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 3 years ago 

সত্যিই ধানের ক্ষেতে অরিজিনাল অরিজিনাল লাজুক খ্যাকের ফটোগ্রাফি খুব ভালো লাগল।আরো বেশি ভালো লাগলো যে তারা দলবেঁধে আসে আপনাদের বাসায় কিন্তু কোনো ক্ষতি করে না। অরিজিনাল লাজুক খ্যাঁকের কাছে গেলে তারা লজ্জায় পালিয়ে যায় শুনে বেশ লাগলো।

 3 years ago 

আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি খুব ভালো হয়েছে। শেষের ছবিটা বোঝা যাচ্ছে যেন লজ্জা পেয়ে চলে যাচ্ছে। সব মিলিয়ে অসাধারণ

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63510.21
ETH 3068.27
USDT 1.00
SBD 3.81