You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: মহাভারত মার্ডার্স- Stree pwarbo & Arjun pwarbo ( ৫ম &৬ষ্ঠ পর্ব )

in আমার বাংলা ব্লগ2 years ago
ওয়েব সিরিজ এর মূল মজা হচ্ছে এই কাহিনিগুলো আস্তে আস্তে আকর্ষনের দিকে ধাবিত হয়। বিশেষ করে মহাভারত মার্ডার্স এর ১-৪ পর্যন্ত পড়া হইছে। মনে হচ্ছে আমিও যেনো সিরিজে ঢুকে পড়ছি। আসলে প্রথম থেকে পড়তে পড়তে এই সিরিজের প্রতি একটা ভালোবাসা চলে আসছে। আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেন এই জন্য পড়তে বেশি ভালো লাগে।
এই দুই পর্ব পড়ে আবির নামে লোকটাকে আমার বেশি দোষী মনে হয়েছে। মন্ত্রীকে গুলি করা হলও মেইন টার্গেট ছিলো পবিত্র বাবু। তার উপর গুলির প্লান করেছিলো আবির নামে লোকটি। অন্যকে মস্ত্রীকে যখন দেবিকার ছবি দেখানো হয় তখন সে বলে তাকে চিনে নে। তখনি কিছুটা খটকা বুঝা যায়। অন্য দিকে সুস্মিতা আর সীড সেখানে আসে এবং সিসি টিভি ফুটেজ দেখতে চাইলেও পারে না। কারণ সার্ভার ডাউন থাকার কারণে সব ফুটেজ মিসিং। কাহিনী পুরো জমে উঠেছে।
দাদা অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভাবে বিস্তারিত আলোচনা করার জন্য। আপনি ওয়েব সিরিজটি পার্ট বাই পার্ট সুন্দর ভাবে শেয়ার করেছেন। পরবর্তী পার্টের অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60061.12
ETH 3196.84
USDT 1.00
SBD 2.45