কি আর বলবো ভাই, শুধু তেল না সব কিছুর দাম এখনি যে হারে বাড়ছে, রমজান মাস নিয়ে অনেক চিন্তায় আছি। গত সপ্তাহে যে চাল কিনেছিলাম ৬৫ টাকা কেজি সেই চাল ৬৮ টাকা হয়ে গেছে। পেঁয়াজ ছিলো ৪০ টাকা সেই পেঁয়াজ ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ মানুষের আয় না বাড়লেও প্রতিনিয়ত বেড়ে চলছে জিনিস পত্রের দাম।
আমাদের দেশে কোনো কিছুর দাম বাড়লে সেই দাম আর কমে না। বিশেষ করে তেলের দাম দেখেই সেইটা বুঝা যায়। আশা করি প্রসাশন বিষয়টির দিকে নজর দিবে। ভালো লাগলো অনেক আপনার পোস্টটি পড়ে। ভালোবাসা রইলো ভাই ❣️❣️❣️❣️
বাজারে একদম আগুন লেগেছে । পুড়ে মরছে সাধারণ মানুষ।