বিশেষ করে বালির চরে বাইকের উপর বসে পিছনের চাকা ঘোরাতে খুবই ভালো লাগে আমার।
ভাই আপনি সত্যিই একজন প্রফেশনাল ফটোগ্রাফার এতে কোনো সন্দেহ নেই। এই ছবিটা প্রথমে ভাবছিলাম ফ্রি ওয়েব সাইট থেকে ডাউনলোড করা হয়তো পরে দেখি এটা আপনার বাইক। আসলে যে পারে সে সব কিছু দিয়েই পারে। কেউ কেউ বলে আমার DSLR নাই তাই ছবি সুন্দর হয় না। আসলে ছবি তুলতে ক্রিয়েটিভ কিছু আইডিয়া লাগে। এই আইডিয়া থাকলে মোবাইল DSLR কোনো ব্যাপার না।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। মোবাইল দিয়েও চমৎকার ফটোগ্রাফি করা যায় তা আপনার পোস্ট দেখেই বুঝা যাচ্ছে।
ভাই ফটোগ্রাফির টিউটোরিয়াল দিয়েন। তাহলে আমারাও ফটোগ্রাফির কৌশল সম্পর্কে জানতে পারবো। ক্যামেরার জন্য মোবাইল কিনলাম। কিন্তু ফটোগ্রাফি করার সময়ই পাই না। শুরু রেসিপি আর আর্টের ছবি তুলি 🤣🤣
হাহাহা,, কি যে বলেন ভাই।।।
আমি ফটোগ্রাফির তেমন কিছুই বুঝিনা, আর জানিও না। আমি শুধু আমার চোখের দেখায়, কল্পনায় যেটি ভালো লাগে সেটাই তুলে ধরি।