মোবাইল ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago



ফটোগ্রাফি


  • The 15th February , 2022
  • Tuesday

Polish_20220215_115241199.jpg

আসসালামুআলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন ? আমি আশা করি প্রত্যেক সপ্তাহের এই দিনে একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারব। হোক সেটা মোবাইল ফটোগ্রাফি অথবা ডিজিটাল ক্যামেরার ফটোগ্রাফি। আবার কখনো কখনো ভিডিওগ্রাফি ও শেয়ার করতে পারি। তবে ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফি সবকিছুর জন্য এই মঙ্গলবার বরাদ্দ।

আজকে আমি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো প্রত্যেকটি আমার মোবাইল দিয়ে তোলা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে ছবিগুলো তুলেছিলাম। তিন চার মাস আগের ছবি ও গ্যালারিতে যেগুলো পড়ে ছিল সেগুলো আমি এক জায়গায় জড়ো করেছি। ছবিগুলো শুধু শুধু পড়েছিল। তাই আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম।

আজকের ছবিগুলো ভালো লাগবে এমন কোন গ্যারান্টি কিন্তু দিতে পারছি না। কারণ সব ছবিগুলোই অবহেলায় পড়ে ছিল, যেগুলো ফটোগ্রাফি পোস্টে ব্যবহার করিনি সেগুলো একত্রিত করে আজকে পোস্ট করতেছি। তাহলে চলুন দেখে নেয়া যাক আজকের ১১ টি ফটোগ্রাফি।

1644917362106-01.jpeg
শীতের সকালের ছবি। শিশির ভেজা মাঠ আর সূর্যোদয়ের দৃশ্য। প্রত্যেকটা ঘাসের ডগায় বিন্দুবিন্দু শিশির জমে আছে। ভীষণ ভালো লাগার একটি দৃশ্য।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

1644917452943-01.jpeg
এই দৃশ্যটি ও শীতের সকালের। এবার শীতে গমের ফলন বেশ ভালো হয়েছে। সকালে মাঠে গেলে শিশিরভেজা গমের শীষ গুলো দেখতে দারুন লাগে। এই ছবিটি একটু জুম করলে শিশিরকণা গুলো দেখতে পারবেন।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

1644917482379-01.jpeg

এই সময়টাতে প্রচুর পরিমাণে জমি চাষ করতে দেখা যায় মাঠে মাঠে। মাঠে চাষ দেওয়ার পর পাওয়ার টিলার টি আখের জমির পাশেই রেখে গেছে কোন এক কৃষক। হয়তো বেলা বাড়ার সাথে সাথে এখান থেকে আবার চাষের জমিতে নিয়ে যাওয়া হবে।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

1644917513069-01.jpeg

সকালের সূর্য আর আঁখের পাতার ডগায় জমে থাকা এক বিন্দু শিশির কণা কে সমান্তরালে রেখে ছবিটি তোলা। ছবিটি এমনভাবে তুলেছিলাম যেন মনে হয় শিশির বিন্দুটি আলো ছড়াচ্ছে।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

1644917552445-01.jpeg
কুয়াশাচ্ছন্ন মাঠ, সূর্য উদয় হচ্ছে। সেই সাথে আঁখের সবুজ পাতার উপর জমে থাকা বিন্দু বিন্দু শিশির কণাগুলো দৃশ্যমান হচ্ছে।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

1644917584062-01.jpeg
সেদিন সম্ভবত ফটোগ্রাফি করতেই বেরিয়েছিলাম। সবুজ মাঠের মধ্যে আমার ক্যামেরাটি রেখে সেই ক্যামেরাকেই আমার ফোন দ্বারা ক্যামেরাবন্দি করলাম।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

1644917801783-01.jpeg
দিগন্তবিস্তৃত মাঠ। মাঠের মধ্যে আপন-মনে দাঁড়িয়ে আছে একটি তাল গাছ। আকাশ থেকে মেঘের ফাঁক গলে সূর্যের রশ্মি গুলো তীর্যকভাবে পতিত হচ্ছে ভূমিতে। এত বড় ফাঁকা মাঠে ক্লান্ত কৃষকদের শীতল ছায়া দেয় এই গাছ বন্ধুটি।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

1644917904482-01.jpeg
আঁখের রস থেকে গুড় বানানোর কাজ গুলো সমাপ্তির পথে। গুড়ের কুলা গুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটি বাহন নিয়ে যাচ্ছেন কৃষকরা।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

1644917950396-01.jpeg
ইতিমধ্যে বেশিরভাগ জায়গাতেই আঁখের রস থেকে গুড় বানানোর কাজগুলো সম্পন্ন হয়েছে। জমিগুলো তো আর ফাঁকা ফেলে রাখা যায় না । এজন্য খুলা ভেঙে জমিগুলো চাষ দিয়ে ফেলা হচ্ছে। একই ফ্রেমে অনেক দূরে দেখতে পারছেন এখনো একটি খুলা সচল আছে।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh


1644917988165-01.jpeg
গিয়েছিলাম ইয়া বড় একটা চরে। সাথে করে নিয়ে গিয়েছিলাম কোকোকোলা। কোকোকোলা খেয়ে বোতলটা ফেলে দেওয়ার পর বালির চরে পড়ে থাকা বোতলটি দেখতে সুন্দর লাগছিল। সেজন্য ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

1644919254086-01.jpeg
বিশেষ করে বালির চরে বাইকের উপর বসে পিছনের চাকা ঘোরাতে খুবই ভালো লাগে আমার। সেদিন বাইকের চাকা অনেকক্ষণ ঘুরানোর ফলে পিছনের চাকা প্রায় পুরোটাই গেঁড়ে গিয়েছিল। এতটাই গেঁড়ে গিয়েছিল যে বাইক স্টান্ড করা যাচ্ছিল না। ওই অবস্থাতেই বাইক দাঁড়িয়েছিল।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh


তো বন্ধুরা এটাই ছিল আজকের ফটোগ্রাফি। ফটোগ্রাফি গুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে ফটোগ্রাফি গুলোতে টাইম উল্লেখ করিনি। বিভিন্ন সময়ে তোলা ছবিগুলো গ্যালারি থেকে সংগ্রহ করে আপলোড দিয়েছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন । আবার দেখা হবে পরবর্তী কোন পোস্টে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ্ হাফেজ।


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

বিশেষ করে বালির চরে বাইকের উপর বসে পিছনের চাকা ঘোরাতে খুবই ভালো লাগে আমার।

ভাই আপনি সত্যিই একজন প্রফেশনাল ফটোগ্রাফার এতে কোনো সন্দেহ নেই। এই ছবিটা প্রথমে ভাবছিলাম ফ্রি ওয়েব সাইট থেকে ডাউনলোড করা হয়তো পরে দেখি এটা আপনার বাইক। আসলে যে পারে সে সব কিছু দিয়েই পারে। কেউ কেউ বলে আমার DSLR নাই তাই ছবি সুন্দর হয় না। আসলে ছবি তুলতে ক্রিয়েটিভ কিছু আইডিয়া লাগে। এই আইডিয়া থাকলে মোবাইল DSLR কোনো ব্যাপার না।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। মোবাইল দিয়েও চমৎকার ফটোগ্রাফি করা যায় তা আপনার পোস্ট দেখেই বুঝা যাচ্ছে।
ভাই ফটোগ্রাফির টিউটোরিয়াল দিয়েন। তাহলে আমারাও ফটোগ্রাফির কৌশল সম্পর্কে জানতে পারবো। ক্যামেরার জন্য মোবাইল কিনলাম। কিন্তু ফটোগ্রাফি করার সময়ই পাই না। শুরু রেসিপি আর আর্টের ছবি তুলি 🤣🤣

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

হাহাহা,, কি যে বলেন ভাই।।।

আমি ফটোগ্রাফির তেমন কিছুই বুঝিনা, আর জানিও না। আমি শুধু আমার চোখের দেখায়, কল্পনায় যেটি ভালো লাগে সেটাই তুলে ধরি।

 2 years ago 

অসাধারণ সব ফটোগ্রাফি করেছেন ভাইয়া। বালির চরে মোটরসাইকেলটির ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। ফটোগ্রাফি করার যে ক্রিয়েটিভ আইডিয়া দরকার তা শুধুমাত্র আপনার মধ্যেই রয়েছে ভাইয়া। সবার মধ্যেই ফটোগ্রাফি করার গুণ থাকে না। আপনি সবসময় প্রফেশনাল ফটোগ্রাফারের মত ফটোগ্রাফি গুলো করেন। আপনি দক্ষতার সাথে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি আপনার দারুন সব ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপহার দিয়েছেন। সত্যি ভাইয়া আপনার ফটোগ্রাফি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ফটোগ্রাফি করে নিজের ফোনে ফেলে রাখা অর্থহীন। আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার নিজের কাছে ভালো লাগে।

 2 years ago 

ভাই আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ফটোগ্রাফি গুলো করেছেন যা দেখে সত্যিই অবাক হয়ে গেলাম। বিশেষ করে চালু চরে মোটর সাইকেলের চাকা ঘুরাতে খুবই ভালো লাগে। এটা আমিও কিছু দিন আগে যমুনা বালু চরে ঘুরিয়েছি খুবি ভালো লাগে।আপনি বাইকের চাকা ঘুরানোর ফলে পিছনের চাকা প্রায় পুরোটাই গেঁড়ে গেচে এই ফটোগ্রাফিটা আমার খুবি ভালো লাগছে। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 2 years ago 

ভবিষ্যতে আরো ভালো ভালো ছবি শেয়ার করার চেষ্টা করব। সব সময় পাশে থাকবেন।

 2 years ago 

মোবাইল দিয়েও যে এত সুন্দর কিছু ফটোগ্রাফি করা যায় তা আপনার প্রশ্ন থাকলে হয়তো বা বুঝতে পারতাম না ভাই। আপনি আজকে আমাদের মাঝে আছে ফটোগ্রাফির গুলো শেয়ার করেছেন সেগুলো সত্যিই অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে শেষের দিকে বাইকের যে ছবিটি আপনি আমাদের মাঝে দিয়েছেন সেটি দেখে আমার মন ভরে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে। বেশিরভাগ ইউজারই বাইকের ছবিটি পছন্দ করছে মনে হচ্ছে।

 2 years ago 

শিশির ভেজা শীতের সকাল
মিষ্টি রোদের ঝিলিক
মোবাইল ফোনে ফটোগ্রাফি
দক্ষ হাতের ক্লিক।

বালুর চরে বাইকের চাকা
গিয়েছিল গেড়ে
স্টান না করেও
ছিল এভাবে দেড়ে।।

খালি বোতল কোকাকোলা
বালির উপরে
দেখে ভীষণ লাগছে ভালো
মনের গভীরে।

সবুজ ঘাসে ক্যামেরাবন্দি
মোবাইল ক্যামেরা দিয়ে
ইচ্ছে করে ক্যামেরা টি
আসি আমি নিয়ে।।

♥♥

 2 years ago 

হাহাহা।।। দারুণ হয়েছে আপু, দারুন।

ইচ্ছে করে ক্যামেরা টি
আসি আমি নিয়ে।।

ঠিক আছে আপু, নিয়ে নেন।

 2 years ago 

সত্যি কিন্তু,,,,,,

 2 years ago 

ঠিক আছে আপু সমস্যা নেই। আপনি চলে আসেন। আমাদের এলাকায় এসেও ঘুরে যান।

 2 years ago 

আসবতো অবশ্যই
সিয়াম কে সাথে করে
♥♥

 2 years ago 

অবশ্যই অবশ্যই।। আমার ভাগ্নেকে তো অবশ্যই সাথে করে নিয়ে আসবেন।

 2 years ago 

কুয়াশাচ্ছন্ন মাঠ, সূর্য উদয় হচ্ছে। সেই সাথে আঁখের সবুজ পাতার উপর জমে থাকা বিন্দু বিন্দু শিশির কণাগুলো দৃশ্যমান হচ্ছে।

সব ছবিই সুন্দর, তবে এইটা অনেক আকর্ষণীয় লাগছে ।শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমরেড।

 2 years ago 

বাহ ভাই সত্যিই অসাধারণ। আপনার মোবাইলে ধারণ করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার মন ছুয়ে গেল। ফটোগ্রাফি গুলো আপনি খুবই নিখুঁতভাবে ধারণ করেছেন। আপনার ফটোগ্রাফি তো সব সময়ই হিট।
শিশির ভেজা মাঠ এর সাথে সূর্যোদয়ের দৃশ্য টি আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়াও প্রত্যেকটা ছবিই ছিলো ভালো লাগার মত। আর বালির মধ্যে আপনার মোটরসাইকেলর চাকা ঘোরানোর কথাটি শুনে খুবই মজা পেয়েছি হাহাহা।
যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনাদের এমন উৎসাহই আমাকে আরো শক্তি দেয় ফটোগ্রাফি করার জন্য।

 2 years ago 

এভাবেই এগিয়ে চলুন দুর্বার গতিতে শুভকামনা রইল প্রিয় ভাই।

 2 years ago 

ভাইয়া,আপনার সব গুলোই ফটোগ্রাফি সুন্দর। বিশেষ করে ভাইয়া আপনার বাইকটা। আমার কাছে অনেক ভালো লেগেছে।তাছাড়া শীতের সকালের ছবিটা সুন্দর। শিশির ভেজা।এক কথায় অসাধারণ। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে। কিন্তু বাইকটা আসলে আমার নিজের নয়। একটা ছোট ভাইয়ের বাইক।

 2 years ago 

এককথায় অসাধারণ ভাই। এতো সুন্দর ফটোগ্রাফি গুলো অবহেলায় আপনার গ‍্যালারীতে পড়ে ছিল😳। আপনার কাছে বিশেষ কিছু না হতে পারে। কিন্তু ভাই সত্যি অসাধারণ ছিল ফটোগ্রাফি গুলো। শীতের সকালে সূর্যের দৃশ‍্য। ঘাসের মধ্যে ক‍্যামেরা সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ছিল।।

 2 years ago 

মন্তব্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9Zv1xL8MhiCLxhjAc9g775L1zR85m8rSysJqHh9TAi3QGJUbqAw6sQDLf9pw74GzZCix5NPGAjq2BdopXXzk77C1hdp.jpeg

সত্যিই বলতে ভাইয়া আপনার হাতে জাদু আছে। সব গুলো ফটোগ্রাফি অসাধারণ ভাবে তুলেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার বাইকের ছবিটা ভিশন ভালো লেগেছে। আশাকরি আপনি আমাদেরকে আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দিবেন। আপনার পরবর্তী ফটোগ্রাফি পোস্টের অপেক্ষায় রইলাম। ততক্ষণে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনাদের এমন উৎসাহ পাই বলেই আমি আরো ফটোগ্রাফি করতে এনার্জি পাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65647.77
ETH 3166.18
USDT 1.00
SBD 2.60