You are viewing a single comment's thread from:

RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৮ (বিবিধ)

১.এসি কারেন্ট
২.লাইগার হল পুরুষ সিংহের সাথে স্ত্রি বাঘের মিলনে উৎপন্ন সংকর প্রাণী আর টাইগন হল পুরুষ বাঘ আর স্ত্রী সিংহের মিলনে উৎপন্ন সংকর প্রাণী
৩.উপরের স্তরে
৪.অক্টোপাস।
৫.রিপাবলিক অফ কঙ্গো।
৬. মৃত্যুর কাছাকাছি হলে ফিনিক্স নিজেকে পুড়িয়ে ফেলে আবার সেই ছাই থেকে জন্ম নেয়।বলতে গেলে অমর।

৭.অ্যানাইহিলিন পিস্তল যে কোন কিছু কে নিশ্চিহ্ন করে দিতে পারে আর মিরাকুইরল যে কোন রোগ সারাতে পারে।
৮.চিতার পা লম্বা ফলে দ্রুত দৌড়াতে পারে,কিন্তু চিতা বাঘের পা তুলনা মূলক ছোট তাই চিতার মত দ্রুত দৌড়াতে পারে না। চিতা ও চিতাবাঘের বৈজ্ঞানিক নাম আলাদা।চিতা দিনে শিকার করে, চিতাবাঘ রাতে।চিতার গায়ে রোজেট থাকে না,চিতাবাঘের গায়ে রোজেট থাকে।
৯.গালাপাগোস দ্বীপ
১০.বাইবেল।ছেপেছিলেন "গুটেনবার্গ"।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64377.96
ETH 3500.45
USDT 1.00
SBD 2.52