দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৮ (বিবিধ)steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago


Copyright Free Image Source: PixaBay

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর কমেন্টে আপভোট
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর কমেন্টে আপভোট
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর কমেন্টে আপভোট


কুইজ : (বিবিধ)


০১. নিকোলা টেসলার সর্বশ্রেষ্ঠ আবিষ্কার কি ?

০২. লাইগার (Liger) এবং টাইগন (Tigon) আসলে কি কি প্রাণী ?

০৩. হাঙ্গর সমুদ্রের জলের কোন স্তরে শিকার ধরে ?

০৪. সমুদ্রের গভীরে পাওয়া এমন একটি প্রাণী যা কিনা বহির্বিশ্ব থেকে এই পৃথিবীতে এসেছে বলে ধারণা করা হয়ে থাকে । কি সেই প্রাণী ?

০৫. শিশু সৈনিক নিয়ে হিমাদ্রিকিশোর দাশগুপ্তের একটি রোমহর্ষক বড় গল্প আছে । "চাদের বাজনা" । বলতে হবে কোন দেশে সব চাইতে শিশু সৈনিকের বাড়বাড়ন্ত ?

০৬. রূপকথার ফিনিক্স পাখির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে । সেটা কি ?

০৭. সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র প্রোফেসর ত্রিলোকেশ্বর শংকুর দুটি বিখ্যাত আবিষ্কার "এনাইহিলিন গান ও মিরাকিউরল বড়ি" । এই আবিষ্কার দু'টির প্রধান বৈশিষ্ট্য কি কি ?

০৮. চিতাবাঘ আর চিতার মধ্যে প্রধান প্রধান পার্থক্য কি কি ?

০৯. ডারউইনের বিখ্যাত বিবর্তনবাদ কোন দ্বীপের প্রাণী বৈচিত্র দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল ?

১০. পৃথিবীতে প্রথম ছাপা বইটি কি বই ছিল ? কে ছেপেছিলেন বইটি ?


✡ ধন্যবাদ ✡













Sort:  
 2 years ago 

১. অল্টারনেটিং কারেন্ট (AC)
২. লাইগার পুরুষ সিংহ ও স্ত্রী বাঘের সংকর। এবং টাইগন পুরুষ বাঘ ও স্ত্রী সিংহের সংকর।
৩. সমুদ্র পৃষ্ঠে।
৪. টারডিগ্রেড।
৫. রিপাবলিক অফ চাদ
৬. ফিনিক্স পাখি অমর
৭. এনাইহিলিন গান, জীবিত সব কিছু ধ্বংস করতে সক্ষম। মিরাকিউরল বড়ি, সাধারণ মদ্যপ ছাড়া অন্য যে কোনো রোগ নিরাময়ে করতে পারে।
৮. চিতার পা ও শরীর সরু হয়। চিতা বাঘ ছোটো ও ভারী শরীর হয়। চিতার মুখে কালো লম্বা দাগ থাকে, চিতা বাঘের থাকে না।
৯. গালাপাগোস
১০. গুটেনবার্গ বাইবেল। জোহানেস গুটেনবার্গ।

 2 years ago 

@kingporos - 09 [winner]
@parul19 - 03
@shyamshundor - 09 [winner]
@nusuranur - 08
@swagata21 - 08
@yolvijrm - 09 [winner]
@anisshamim - 08
@rahimakhatun - 08
@ripon40 - 07
@monira999 - 09
@maksudakawsar -07
@engrsayful - 09
@afshaan - 03
@joniprins - 08

 2 years ago 

১.এসি কারেন্ট
২.লাইগার হল পুরুষ সিংহের সাথে স্ত্রি বাঘের মিলনে উৎপন্ন সংকর প্রাণী আর টাইগন হল পুরুষ বাঘ আর স্ত্রী সিংহের মিলনে উৎপন্ন সংকর প্রাণী
৩.উপরের স্তরে
৪.অক্টোপাস।
৫.রিপাবলিক অফ কঙ্গো।
৬. মৃত্যুর কাছাকাছি হলে ফিনিক্স নিজেকে পুড়িয়ে ফেলে আবার সেই ছাই থেকে জন্ম নেয়।বলতে গেলে অমর।

৭.অ্যানাইহিলিন পিস্তল যে কোন কিছু কে নিশ্চিহ্ন করে দিতে পারে আর মিরাকুইরল যে কোন রোগ সারাতে পারে।
৮.চিতার পা লম্বা ফলে দ্রুত দৌড়াতে পারে,কিন্তু চিতা বাঘের পা তুলনা মূলক ছোট তাই চিতার মত দ্রুত দৌড়াতে পারে না। চিতা ও চিতাবাঘের বৈজ্ঞানিক নাম আলাদা।চিতা দিনে শিকার করে, চিতাবাঘ রাতে।চিতার গায়ে রোজেট থাকে না,চিতাবাঘের গায়ে রোজেট থাকে।
৯.গালাপাগোস দ্বীপ
১০.বাইবেল।ছেপেছিলেন "গুটেনবার্গ"।

  1. In 1988, Tesla published a scientific article in which he explained the induction motor, his greatest invention. Its main objective was to generate motion in the motor by means of rotating magnetic fields produced by a polyphase alternating current.

  2. The liger is a hybrid feline whose progenitors are male lions and female tigresses; while the tigon is also a hybrid feline, resulting from the union of the male tiger and female lioness.

  3. Sharks need very little depth to attack their prey; many times they only need 30 cm of water and even go where they are not completely covered by water.

  4. Octopuses are believed to have alien DNA, as their genetics show evidence of the influence of extraterrestrial viruses on terrestrial evolution. Their genome is complex with 33,000 more protein-coding genes than Homo sapiens. It is believed that modern octopuses are descendants of species that arrived on Earth frozen on a comet.

  5. The Democratic Republic of Congo is the country with the most child soldiers in the world, as more than 30,000 children are believed to be incorporated into armed groups.

  6. The Phoenix bird is an emblematic mythological creature of fire that is capable of being reborn from its own ashes. This creature is associated with the resilience that many people have, the ability to find solutions to adverse situations that life presents them with.

  7. The Anihilin pistol is capable of vanishing the enemy just by pulling the trigger; and the Miraquirol, a miraculous pill is a panacea made from the leaves of a plant called Swarnaparni.

  8. The leopard and the cheetah are two big cats with very similar spotted fur, but with notable differences, including the fact that the cheetah has fine black lines running from the tear trough to the corner of the lips. Although both species have a mottled yellow coat, the cheetah's black spots are small and round, while those of the leopard are rectangular. Also, the cheetah is a light and slender animal, with a morphology adapted to reach great speed, while the leopard is a corpulent and muscular feline. Another difference between these felines is that the cheetah is an animal of the African savannah, while the leopard is a highly adaptable animal and is distributed from Africa to Southeast Asia,

  9. When Darwin arrived in the Galapagos Islands, he was particularly impressed by the finches. He noticed that these birds had a different beak, which made him think that the species were not stable, but changed their physical characteristics to adapt to the pressures of the environment. This is how the British naturalist began to shape his theory of evolution.

  10. Johannes Gutenberg in 1440 invented the printing press, which allowed him to print the Gutenberg Bible, which was printed with a total of 42 lines per page.

 2 years ago 

১. টেসলা কয়েল
২.পুরুষ বাঘ ও স্ত্রী সিংহের ক্রস এ সৃষ্ট প্রাণী হলো টাইগন।
পুরুষ সিংহ ও স্ত্রী বাঘের মিলনে সৃষ্ট প্রাণী হলো liger।
৩.উপকূল ও বালুতট এর এলাকায় হাঙ্গর শিকার করে।
৪. অক্টোপাস
৫. তিনটি দেশে সবচাইতে বেশি শিশু সৈনিক আছে Democratic Republic of Congo, Somalia, Syria and Yemen
৬. ফিনিক্স পাখি মৃত্যুর পর আবার নিজে থেকেই জীবিত হয়।
৭.অ্যানাইহিলিনঃচার ইঞ্চি দৈর্ঘ্য এর পিস্তল যা fire করলে মানুষ কিংবা পশু অদৃশ্য হয়ে যায়।
মিরাকিউরলঃ স্বর্ণপর্ণী নামক একটা উদ্ভিদের পাতা থেকে তৈরি ওষুধ।মরা মানুষ ছাড়া আর সব অসুখ নিরাময়ে এই ঔষধ অব্যর্থ।
৮.চিতার পা অনেকটা লম্বা এবং সরু।এই বিশেষ বৈশিষ্ট্য এর জন্য তারা দ্রুত দৌঁড়াতে সক্ষম।অপর দিকে চিতা বাঘের গড়ন হচ্ছে অনেকটা মেছো বাঘের মত।চিতার গায়ে কালো ছোপ থাক।কিন্তু চিতাবাঘের গায়ে ছোপ বলয়ের আকার সদৃশ্য।
৯. দ্বীপটির নাম Galapagos islands
১০.Johannes Gutenburg ছেপে ছিলেন প্রথম Gutenburg Bible বই।

 2 years ago 

(১) বৈদ্যুতিক গাড়ি।
(২)লাইগার এবং টাইগন হচ্ছে বাঘ এবং সিংহের মিশ্রনে একটি হাইব্রিড প্রজাতি।লাইগার হচ্ছে পুরুষ হিংস এবং মহিলা বাঘ ও টাইগন হচ্ছে পুরুষ বাঘ এবং মহিলা সিংহের মিলনের ফলে জন্ম নেওয়া নতুন দুইটি প্রজাতি
(৩)জলের উপরস্তরে

(৪) অক্টোপাস।
(৫) রিপাবলিক অফ কঙ্গো
(৬) রূপকথার ফিনিক্স পাখির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চিরঞ্জীব। অর্থাৎ আগুনে পুড়ে ছাই হয় ,সেই ছাই থেকে আবার জন্ম নেয়।

(৭)অ্যানাইহিলিন পিস্তল যে কোন কিছু কে নিশ্চিহ্ন করে দিতে পারে আর মিরাকুইরল যে কোন রোগ সারাতে পারে।

(৮)চিতার পা অনেক লম্বা এবং সরু ,যার কারণে জোরে দৌড়াতে সক্ষম। এর গায়ে কালো ছোপ থাকে।চিতা রোগা এবং লম্বাটে। চিতা শিকার করে দিনের বেলা।সম্ভবত কুকুর গোত্রীয়।চিতার নাকের দুই পাশে চোখের নিচে কালো টিয়ার মার্ক আছে।

অন্য দিকে চিতাবাঘের গড়ন হচ্ছে অনেকটা মেছো বাঘের মত। চিতাবাঘ শিকার করে রাতে।চিতাবাঘ হলো বিড়ালগোত্রীয়।চিতাবাঘের নাকের দুই পাশে চোখের নিচে কালো টিয়ার মার্ক নেই
(৯)গালাপাগোস দ্বীপ
(১০) পৃথিবীতে প্রথম ছাপা বই হচ্ছে জোহানেস গুটেনবার্গ। ছেপেছিলেন জোহানেস গুটেনবার্গ।

 2 years ago 

১. এসি কারেন্ট।
২.লাইগার হলো ‘বাঘ’ ও ‘সিংহ’র ক্রসব্রিড আর টাইগন হলো পুরুষ বাঘ এবং মহিলা সিয়োনেসের মিশ্রণ।
৩. হাঙর সমুদ্রের অগভীর উপরের স্তরে শিকার ধরে।
৪.ব্যাথিনোমাস রাকসাসা’।
৫. সোমালিয়া।
৬.যমদূত আসার ঠিক আগেই ফিনিক্স পাখি নিজেদের বাসা নিজেরাই আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
৭.এই পিস্তল কোন জ্যান্ত মানুষ বা প্রাণীর দিকে তাক করে কিছুক্ষণ টিপে রাখলে সে বিনা রক্তপাতে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সর্ব রোগনাশক সকল প্রকার বিষক্রিয়া ও অসুস্থতাকে অল্প সময়েই কাটিয়ে ওঠা সম্ভব ।

৮.চিতা রোগা ও লম্বাটে আর চিতাবাঘ বাঘের ন্যায় তুলনামূলকভাবে মোটাসোটা শরীরের।
৯.গালাপাগোস।
১০.গুটেনবার্গ বাইবেল। জোহানেস গুটেনবার্গ।

আমি এই মুহুর্তে এখনও স্কুলে আছি এবং এখানে আমরা সবসময় কাহুট নামে একটি ট্রিভিয়া গেম খেলি। আমি কিছু বিষয়ে সত্যিই ভালো, যেমন আপনি গণিত এবং অন্যান্য বিষয়ে বলেন। যখনই শিক্ষক বলেন যে আমরা ক্লাসে এই গেমটি খেলতে যাচ্ছি, আমি অত্যন্ত খুশি কারণ এর অর্থ হল আমাদের প্রকৃত পাঠ নেই। কেউ গেমের লিংক চাইলে আমাকে মেসেজ করুন

আমি এই মুহুর্তে এখনও স্কুলে আছি এবং এখানে আমরা সবসময় কাহুট নামে একটি ট্রিভিয়া গেম খেলি। আমি কিছু বিষয়ে সত্যিই ভালো, যেমন আপনি গণিত এবং অন্যান্য বিষয়ে বলেন। যখনই শিক্ষক বলেন যে আমরা ক্লাসে এই গেমটি খেলতে যাচ্ছি, আমি অত্যন্ত খুশি কারণ এর অর্থ হল আমাদের প্রকৃত পাঠ নেই। কেউ গেমের লিংক চাইলে আমাকে মেসেজ করুন

 2 years ago 

দাদা আপনার এই কুইজ প্রতিযোগিতা গুলো খুবই ভালো লাগে। অনেক কিছু জানা যায় কুইজের মাধ্যমে। তাছাড়া উত্তরগুলো নেটে সার্চ করার সময়ও আরো অনেক কিছু শেখা যায়। যদিও আজকে দেখতে দেরি হয়ে গিয়েছে তারপরও সবার উত্তর গুলো দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দাদা প্রতিনিয়ত শিক্ষনীয় কিছু শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98409.57
ETH 3478.48
USDT 1.00
SBD 3.24