সময় যেন স্থির হয়ে আছে এসব প্রাচীণ জায়গায়।ইতিহাস থমকে আছে।যদি দেওয়াল গুলো কথা বলতে পারত তবে শোনা যেত কত ইতিহাস।এরকম প্রাচীণ জায়গায় গেলে আমার মনে এরকম অনুভূতি জেগে ওঠে।পানাম নগরে যাওয়া হয়নি।পাঠ্যপুস্তকেই শুধু পড়েছি।আপনার কল্যানে তা দেখাও হয়ে গেল ভার্চুয়ালি।ধন্যবাদ ভাইয়া এমন ঐতিহাসিক জায়গা আমাদের মাঝে তুলে ধরার জন্য।আর ছবি গুলো সুন্দর ছিল।
পানাম নগরের ইতিহাস জেনে মনে হল কত সুন্দর ছিল এই নগর। আর এখন শুধু দালানগুলো পড়ে আছে নিথর হয়ে। ধন্যবাদ ভাইয়া।