"স্যান্ড ম্যান"এপিসোড-২||ওয়েব সিরিজ

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও বেশ আছি।চোখের প্রবলেম তাও কিন্তু সিরিজ দেখা বাদ দিচ্ছি না।এখন যে সিরিজটি দেখছি তার নাম স্যান্ডম্যানএপিসোড-১এর রিভিউ দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন।

IMG_20220811_132130.jpg

সিরিজের নামদ্যা স্যান্ড ম্যান
জনরাফ্যান্টাসি
ডিরেক্টরঅ্যালাইন হাইনবার্গ,ডেভিড এস গোয়ার
সিজন
এপিসোড
রেটিং

দ্বিতীয় এপিসোড এর রানটাইম প্রথম এপিসোডের থেকে কম।তো দেখে নেওয়া যাক দ্বিতীয় পর্বের সংক্ষিপ্ত বর্ণনা

সংক্ষিপ্ত বর্ণনাঃ

প্রথম পর্বে আমরা দেখেছি যে স্যান্ডম্যান বা ড্রিম মেগস এর জেলখানা থেকে পালিয়ে নিজের রাজ্যে ফিরে যায়।এবং ফিরে যাওয়ার পর দেখে স্বপ্নের দুনিয়ার সব ধ্বংস হয়ে গেছে তখন সে চেষ্টা করে পুনরায় আবার সব তৈরি করার,কিন্তু দেখা যায় তার শক্তি অনেক কমে গেছে তার দ্বারা আর সব আগের মত করা সম্ভব হচ্ছে না।তখন তার মনে পরে তার হেলমেট,বালি এবং রুবির লকেট এখনো পৃথিবীতেই আছে,আর এগুলো ছাড়া তার শক্তি প্রায় নেই বললেই চলে।সে জানেনা তার এই জিনিসগুলো এখন কার কাছে আছে।এটা জানার জন্য সে সিদ্ধান্ত নেয় সে ত্রি-দেবীর সাহায্য নেবে।

IMG_20220811_132354.jpg

এরপর এর দৃশ্য চেঞ্জ হয় আবার আমেরিকায়।সেখানে দেখা যায় দুঃস্বপ্নের রাজা একজন মহিলার সাথে কথা বলছে।তাদের কথা থেকে আমরা বুঝতে পারি এটি মেগস এর সেই দ্বিতীয় বউ।যে মেগস এর কাছে থেকে ড্রিমসএর জিনিসগুলো নিয়ে পালিয়েছিল।আর দুঃস্বপ্নের রাজা করিস্থিয়ান্সতাকে সেগুলো সম্পর্কেই জিজ্ঞাসা করছে।তখন সে বলে আমি বালি ও হেলমেট বিক্রি করে দিয়েছি এবং রুবি টি আমার ছেলের কাছে।এই রুবি আমার ছেলেকে পাগল বানিয়েছে।

এরপর আবার দৃশ্য চেঞ্জ হয় স্বপ্নের দুনিয়ায়।দেখা যায় সে আর তার প্রধান ভৃত্য ত্রি-দেবীর সাহায্য নেওয়ার উপায় নিয়ে কথা বলছে। তখন প্রধান ভৃত্য জানায় ত্রি-দেবী কে ডাকার জন্য যে শক্তির প্রয়োজন তা আপনার নেই আর তাদের ডাকলে তাদের উপহার দিতে হবে কিন্তু ধ্বংস হয়ে যাওয়া স্বপ্নের রাজ্যে এমন কিছুই নেই। তখন ড্রিম বলে আমার মাঝে তাদের ডাকার পর্যাপ্ত শক্তি আনার জন্য এমন কিছু জিবীত জিনিস আবার আমার শরীরের সাথে বিলীন কর‍তে হবে যাকে আমিই সৃষ্টি করেছিলাম।তখন ড্রিমেরমনে পরে সে কেন এবং এবলনামের দুই ভাইকে একটি ড্রাগন গিফট করেছিল।এটিই সেই জিবীত জিনিস যার মাধ্যমে সে ত্রি-দেবী কে ডাকার মত শক্তি পাবে।

তখন ড্রিম এবং তার প্রধান ভৃত্য কেইন এবং এবল এর কাছে যায় ড্রাগন টি চাইতে।এবল রাজি হলেও কেইন রাজি হয়না।তখন ড্রিম সেই ড্রাগন কে জিজ্ঞাসা করে তুমি আমার উপকার করতে রাজি কিনা।তখন ড্রাগন টি ইশারায় জানায় সে রাজি।তখন ড্রিম তাকে জাদুর সাহায্যে বালি বানিয়ে ফেলে এবং নিজের সাথে মিশিয়ে নেয়।এরপর সে কেইন এবং এবল এর বাড়ি থেকে চলে আসে।যেহেতু এবল ড্রাগন দিতে রাজি হয়েছিল তাই কেইন এবল কে খুন করে।

এরপরের দৃশ্য আবার চেঞ্জ হয় আমেরিকায়।মেগস এর দ্বিতীয় স্ত্রীর কথা করিন্থিয়ান বিশ্বাস করে না।সে তাকে হত্যা করতে যায়।কিন্তু মেগস এর দ্বিতীয় স্ত্রী একটি জাদুর বস্তুর মাধ্যমে তাকে স্বপ্নের রাজ্যে পাঠিয়ে দেয়।তখন মেগস এর দ্বিতীয় স্ত্রী যায় তার ছেলের সাথে দেখা করতে এবং রুবির বিষয়ে জানতে চায়।

IMG_20220811_132334.jpg

এরপরের দৃশ্য আবার পরিবর্তন হয় স্বপ্নের রাজ্যে।সেখানে ড্রিম মানুষের স্বপ্নের ভেতর থেকে ত্রি-দেবীর জন্য উপহার সংগ্রহ করতে বের হয়।এবং উপহার হিসেবে একটি সাপ এবং একটি ডিম সংগ্রহ করে।এরপর সে ত্রি-দেবী কে আহ্বান করে। এই ত্রি-দেবী অতীত,ভবিষ্যত আর বর্তমান জানেন।তারা ড্রিমের উপর রেগেছিল কারন ড্রিম এতদিন তাদের কোন উপহার দেয়নি।কিন্তু অবশেষে তারা ড্রিমের থেকে উপহার নেয় এবং তাকে শর্ত দেয় তারা ড্রিম এর তিনটি প্রশ্নের উত্তর দেবে। তখন রেড তাদের জিজ্ঞেস করে তার বালি কোথায়,হেলমেট কোথায়,এবং রুবি কোথায়।ত্রি-দেবী তাকে সেই উত্তর দেয়।কি উত্তর দিয়েছিল? জানতে দেখতে হবে সিরিজ টি।

IMG_20220811_132314.jpg

এরপর ত্রি-দেবী চলে যায় কিন্তু ড্রিম তাদের একটি গিফট দেয়নি।তখন সেই ভৃত্য জানতে চায় ডিম টি সে কি করবে।তখন সে বলে ডিম টি অন্যকারো জন্য।এরপর তারা কেইন ও এবল এর বাড়ি যায় এবং ডিম টি দিয়ে আসে।একটু পর দেখা যায় এবল কবর থেকে বের হয়ে আসে।এবং তার ভাইকে ধন্যবাদ জানায় তাকে ছোট কবরে রাখার জন্য।এই দুই ভাইয়ের কথা ওল্ড টেস্টামেনযা খ্রিস্টান ধর্মের কিছু ধর্মীয় গ্রন্থের সমষ্টি তাতে উল্লেখ আছে। এদের নিয়ে আলাদা ভাবে লেখব একদিন।তারা দুই ভাই ই ডিমটি পেয়ে খুব খুশি হয়।এবং একটুপরেই ডিম থেকে একটি বাচ্চা ড্রাগন বেরিয়ে আসে।

এরপর ড্রিম তার জিনিস গুলো উদ্ধার করতে আবার পৃথিবীতে চলে আসে।সে কি পারবে তার জিনিস গুলো উদ্ধার করতে? জানতে হলে দেখে ফেলুন সিরিজটি।

ব্যক্তিগত মতামতঃ

দ্বিতীয় পর্বটি মূলত ড্রিম এর শক্তির রহস্য এবং স্বপ্নের দুনিয়া কে এক্সপ্লোর করার কাজ করে।এবং সেই কাজগুলো বেশ ভালভাবেই করে।সহজ ভাবে ড্রিম এর শক্তির ব্যাখ্যা করে।পর্বটি বেশ উপভোগ্য।

ট্রেইলার লিংকঃ


সোর্সঃইউটিউব

Sort:  
 2 years ago 

গতকাল রাতেই সিরিজটি দেখা শেষ করলাম। সত্যি অসাধারণ ছিল। তবে আমার একটি ব্যক্তিগত পরামর্শ হচ্ছে প্রতিটি এপিসোডে রিভিউ না দিয়ে সম্পূর্ণ সিরিজের যদি আপনি রিভিউ দিতেন তাহলে হয়তো ভালো হতো।

 2 years ago 

আচ্ছা ভাইয়া তাইলে আর এপিসোড দেব না।কাল ছুটির দিন সম্পূর্ণ টা শেষ করে একবারে দেব। অনেক ধন্যবাদ মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য।

 2 years ago 

এখনো সিরিজটি শেষ করেননি! আমি যখন কোন সিরিজ দেখা শুরু করি তখন হাতে তিন চার ঘন্টা সময় নিয়ে দেখতে বসি। কারণ একটি পর্ব দেখার পরে আরেকটি পর্ব দেখার জন্য অপেক্ষা করতে পারি না।

 2 years ago 

চোখ উঠেছে বেশিক্ষণ স্ক্রিনের দিকে তাকাইতে পারতেছি না।না হলে প্রথম দিনেই শেষ হত।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 69076.52
ETH 2742.00
USDT 1.00
SBD 2.72