কি একটা অবস্থা ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

20211029_213432.jpg
বন্ধুর সঙ্গে দেখা করে, সন্ধ্যাবেলা যখন ক্যাফে থেকে ফিরছিলাম। ক্যাফে থেকে বের হয়েই দেখলাম ক্যাফের খুব কাছেই একদম দরজার সঙ্গে লাগানো একটা বাঁশের খুঁটির উপর ছোট্ট একটা লাল প্যাকেট। আসলে প্যাকেটটা দেখেই বোঝা যাচ্ছে গিফটের প্যাকেট । কেউ হয়তো রেখে গিয়েছে, হয়তো সেটা অভিমানে ,না হয়তো সেটা অন্য কোন কারণে ।

এ শহরের মানুষের মতিগতি বোঝা দায় । কারণ এ রকমের অবস্থার ভিতর ,কে কখন পড়ে বোঝা খুব মুশকিল। যদি অভিমানে ফেলে যায়, তাহলে সেটা কতটা পরিমাণ অভিমানে সেটা রেখে গিয়েছে তা আসলে বলা খুবই কষ্টকর। কারণ ক্যাফের ভিতরে তো হরেক রকমের মানুষ আসে। সব থেকে বড় বিষয় কেউ হয়তো আপনজনের সঙ্গে দেখা করতে আসে বা কেউ হয়তো আপনজনকে অন্য কারো সঙ্গে দেখে অভিমানে অন্যত্র চলে যায় ।

আমি জানিনা, যে গিফটের প্যাকেটটা রেখে গিয়েছে সে বেচারার মনের অবস্থা আসলে কি চলছে। তা একমাত্র হয়তো স্রষ্টাই জানে। কারণ যে গিফটের প্যাকেট দেখলাম, হয়তো কোন মূল্যবান জিনিস সেটার ভিতরে আছে । হয়তো সেটা নিয়ে এসেছিল তার প্রিয় মানুষের জন্য ,হয়তো সেটা নিয়ে এসেছিল তার প্রিয় মানুষকে উপহার দেবে বলে, হয়তো ক্যাফেতে এসে পরিস্থিতি অন্যরকম দেখেছে, বিধায় সে এই রকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ।

PhotoCollage_1635706806702.jpg

যাইহোক বিষয়টা যেহেতু আমার নজরে এসেছে আর যেহেতু আমি ক্যাফের দরজা খুলতেই গিফট বক্সটা দেখতে পারছি। অবশেষে গিফটের বক্সটা নিয়ে, আমি ক্যাফের ভিতরে গেলাম ক্যাফের লোকজনের সঙ্গে কথা বলার জন্য। তারা বললো যে, দেখেন ভাই ,ক্যাফের বাইরে কি হয়েছে, সেটা তো আমাদের দেখার বিষয় না ,তবে যেহেতু আপনি বক্সটি ক্যাফের সামনে পেয়েছেন,তাহলে আমাদের এখানে দিয়ে যেতে পারেন। আমরা সেটা আমাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দিতে পারি, যদি কারো দরকার হয়, তাহলে সে গিফট বক্সটা নিয়ে যাবে ।

যাইহোক আমিও আর দেরী করলাম না। কারণ এইসব বিষয়ে খুব একটা বেশি আগ্রহ আমার নেই। তবে হয়তো যে রেখে গিয়েছে, সে ইচ্ছা করেই রেখে গিয়েছে । হয়তো সেটা অভিমানে ,না হয়তো সেটা কাউকে না দিতে পারার কষ্টে। যাইহোক ব্যাপার গুলো খুবই জটিলতা সম্পূর্ণ ।এই সব জটিলতা সম্পন্ন বিষয়ে আমার না ভাবলেই চলে। অবশেষে আমি বক্সটা ক্যাফের ভিতরের লোকজনকে দিয়ে, কিছুটা নিজের কাছে নিজেই হালকা বোধ করলাম এবং বাসার উদ্দেশ্য চলে আসলাম।

Banner.png

https://discord.gg/VtARrTn6ht

Sort:  
 3 years ago 

খুব খারাপ বিষয় অভিমান কতোটা চরম পর্যায় গেলে এমন সিদ্ধান্ত নেন মানুষ সেটা কল্পনায় ভাবা যায়।

তবে আপনি অনেক সুন্দর একটি কাজ করেছেন ভাই।বক্সটি ক্যাফের লোকদের কাছে দিয়ে।ভাইয়া ভালোবাসা নিবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আমার কাছে বিষয়টি পড়ে খারাপ লাগলো।এই ধরনের পরিস্থিতি আমিও অনেক দেখেছি। খুব ভালো একটা কাজ করেছেন ফেসবুকের মাধ্যমে প্রচার করে।হয়তো ফিরেও আসতে পারে আবার নেওয়ার জন্য।😪😪😪

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুব ভালো একটি কাজ করেছেন ভাইয়া আপনি। গিফট প্যাকেটটি ওইখানে পড়ে থাকলে কেউ হয়ত নিয়ে চলে যেত। কেউ যদি ভুলে রেখে যায় সে পরে খুঁজতে আসলে সেটি পেয়ে যাবে।শুভকামনা রইল আপনার মহৎ একটি কাজ জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার মত কয়জন আছে বলেন ভাই। যে ভাল মানের কিছু দেখার পরেও প্যাকেটের ভেতর কি আছে সেটা খুলে দেখেনি কিংবা আপনি চাইলে গিফট এর বাক্সটি বাসায় নিয়ে যেতে পারতেন কিন্তু তার পরেও আপনি সেটি বাসায় নিয়ে যান নি।

আসলে এটি হলো আমাদের মানবতার এক দৃষ্টান্ত মূলক উদাহরণ। গিফট এর বাক্সটি কেউ হয়তো অভিমান করে রেখে গেছে কিংবা কাউকে না দিতে পেরে রাগ করে ফেলে দিয়েছে। তার পরেও যে আপনি বক্সটি যথাযথ কর্তৃপক্ষের হাতে জমা দিতে পেরেছেন সেজন্য মানবতার এক দৃষ্টান্ত মুলক উদাহরণ দিয়েছেন আপনি।

কেমন সহৃদয়বান ব্যক্তি আমাদের পৃথিবীতে খুব কমই আছে। খুব ভালো লাগলো গল্পটি পড়ে। শিক্ষামূলক বিষয় ছিল পুরো গল্পটি জুড়ে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাই আপনি খুবই ভালো মনের একজন মানুষ। ভাই আপনি একজন আদর্শ মানুষের মত কাজ করেছেন। অন্য কেউ হলে হয়তো গিফট বক্সটি সাথে করে নিয়ে যেত বা এভাবে অবহেলা করে চলে যেত কিন্তু আপনি একজন আদর্শ মানুষের মতো গিফ্ট বক্সটি ক্যাফেতে দিয়ে এসেছেন যাতে গিফট বাক্সটি যার সে ইচ্ছা করলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারে। যে যেই কারণেই গিফ্ট বক্সটি সেখানে ফেলে যাক না কেন আপনি তা সঠিক স্থানে পৌঁছে দিয়েছেন। আসলে এই ঘটনাটি মানবতার এক দৃষ্টান্ত মূলক উদাহরণ।
শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

জি ভাই আপনি একেবারে সত্যি কারের মানুষের মত কাজ করলেন। আজকালকার জামানায় এরকম মানুষ পাওয়া আসলেই কঠিন। আপনাকে স্যালুট জানাই ভাই আপনি একেবারে আসল কাজটি করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনি যে কথা টা বলেছেন এটাই হবে ভাইয়া , কেউ অভিমান করে এটা ফেলে গেছে , হয়তো তার মনে অনেক কষ্ট পেয়েছে , যেহুতু আমরা এখন সেই বিষয় জানিনা তাই তেমন কিছু বলতে পারছিনা। তবে বিষয়টা খুবই অদ্ভুত লাগলো আমার কাছে। দিন দিন কত ভালবাসাই না এভাবেই হেরে যাচ্ছে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ভালো একটি কাজ করেছেন ভাইয়া।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

কার মনের ভিতরে কি চলছে তা বোঝা বড় দায়। পৃথিবীতে সবাই যে যার মতো অভিনয় করে যাচ্ছে। ভালো থাকার অভিনয়। হয়তো তাদের প্রিয়জনকে নিয়ে সুখে থাকার মিথ্যে অভিনয়ের মাঝে বেঁচে রয়েছে অনেকে। হয়তো কারো প্রিয়জনের উদ্দেশ্যে কেনা গিফট বক্সটির মধ্যে মিশে রয়েছে অনেক আবেগ ও ভালোবাসা। গিফট বক্স এর ভিতর যাই থাকনা কেন এটি একটি অমূল্য সম্পদ কারণ এর মধ্যে মিশে রয়েছে কোন একজনের আবেগ,অনুভূতি ও ভালোলাগার কিছু মুহূর্ত। সে হয়তো প্রিয় মানুষটিকে উপহার দেওয়ার জন্য এই গিফট বক্সটি কিনেছিল। তবে পরিস্থিতি হয়তো অন্যরকম ছিল তাই তার প্রিয় মানুষের কাছে তার প্রিয় জিনিসটি পৌঁছাতে পারেনি। এভাবেই হয়তো পথে ঘাটে পড়ে থাকে হাজারো মানুষের মনের আবেগ ও ভালোবাসা। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ব্যাপারটা খুব স্বাভাবিক হলেও চিন্তা করতে গেলে কেনো যেনো কষ্টের হাতছানি বোধ করছি কারণ এই গিফট বক্স গুলো আমার দেখা মনে অনলাইনেই বেশি বিক্রি করা হয়। আর এই বক্সটি যে নামে অনলাইনে বেশি বিক্রি হয় তা হলো কাপল গিফট বক্স। কে জানে যে দিতে পারেনি তার মনের অবস্থাটা আসলে এখন কি!

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62884.65
ETH 2444.83
USDT 1.00
SBD 2.61