ট্যুর প্লান || @shy-fox 10%beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

inCollage_20210926_141027782.jpg
বহুদিন হলো কোথাও বেড়াতে যাওয়া হয়না। আর তার প্রথম কারণ হচ্ছে সাংসারিক ও প্রফেশনাল কাজের ব্যাস্ততা। আমি মনে করি যে, মাঝে মাঝে একটু হলেও আশেপাশে থেকে কোথাও ঘুরে আসা দরকার । তাতে মন মেজাজ কিছুটা হলেও চাঙ্গা ও ফুরফুরে থাকে এবং কিছুটা হলেও নিজের মাঝে নিজের এনার্জি পাওয়া যায়। নতুন করে আবার কাজ করার জন্য।
IMG_20210926_123945_1.jpg
খুব বেশি দূরে যাওয়ার চিন্তা-ভাবনা করি নি । বাড়ি থেকে কমপক্ষে 30 কিলোমিটার দূরেই আমাদের এখানে মহাস্থানগড় আছে । জায়গাটা ঐতিহাসিক ও ইতিহাসে ভরপুর এবং আমি বিশ্বাস করি আমার পাঠকদের কিছুটা হলেও এ বিষয় নিয়ে ধারণা আছে এবং সাম্প্রতিক সময়ে আমাদের এলাকায় একটা ফাইভ স্টার হোটেল হয়েছে সেখানে ঘুরতে যাব ।

IMG_20210926_123952.jpg
মূলত যাব বন্ধুরা মিলে এবং যেহেতু স্কুল জীবনের বন্ধু, তাই একটা আলাদা উত্তেজনা কাজ করছে। মোটামুটি কয়েকদিন থেকেই আমরা সোস্যাল সাইটগুলোতে ভালোভাবে কথা বলছি এবং চেষ্টা করছি আমাদের ট্যুর নিয়ে চিন্তা ভাবনার কথাগুলো নিজেদের মাঝে শেয়ার করার জন্য। যাইহোক সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার আমরা ট্যুরে যাবো।

PhotoCollage_1632718411648.jpg
আজকে মূলত আমি দুপুরের দিকে একটু বাহিরে গিয়েছিলাম । মূলত গিয়েছিলাম হাফ প্যান্ট কিনতে কারণ যেহেতু আমরা সুইমিং করব এবং কিছু কেনাকাটা করার জন্য ,কারণ দীর্ঘদিন পরে বাহিরে যাচ্ছি তাই একটু কেনাকাটা নিজের জন্য দরকার। আর মূলত বের হয়েছিলাম গাড়ি ঠিক করার জন্য। কারণ ট্যুরের দিন যেন নির্দিষ্ট সময়ে গাড়ি আমাদেরকে নিতে আসে, এজন্য গাড়ির মালিকের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম।


মোটামুটি সব কাজ গুলো ঠিকঠাক মতোই হয়েছে। এখন শুধু অপেক্ষা কাঙ্ক্ষিত দিনের জন্য। যাইহোক আমি চেষ্টা করব, আমার এই ট্যুরের ঘটনা গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং চেষ্টা করব ভিডিও আকারে কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে।

Sort:  
 3 years ago (edited)

ভাইয়া খুব সুন্দর করে সময় উপভোগ করেছেন সেটি আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে ।আর নেক্সট ট্যুর এর ভিডিও দেখতে চাই ।অপেক্ষায় রইলাম প্রিয় শুভ হয়। আরেকটি বিষয় আমরা যে যাই করি না কেন আমাদের মাঝে মাঝে একটু এইভাবে ট্যুর দেয়া উচিত কারণ ট্যুর দিলে মন ভাল থাকে।

অপেক্ষায় রইলাম ভাইয়া আপনার ট্যুরের গল্প শোনা এবং ভিডিও দেখার জন্য।স্কুল থেকে অনেক বছর আগে একবার মহাস্থানগড়ে শিক্ষা সফরে গিয়েছিলাম।আপনার পোস্টের মাধ্যমে আমার পুরনো অতীতকে আবার দেখার অপেক্ষায় থাকবো।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

 3 years ago 

ভাইয়া একদম ঠিক সিদ্ধান্ত।শত ব্যস্ততার মাঝেও ঘুরতে গেলে মন ভালো থাকে। সতেজ থাকে। অনেক শুভেচ্ছা অগ্রিম জানালাম। শুভ কামনা ভাইয়া। হ্যাপি ট্যুর অগ্রিম।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অপেক্ষায় রইলাম ট্যুরের গল্প শোনার জন্য। মহাস্থানগড়ে অনেক আগে গিয়েছিলাম আবার যাওয়ার ইচ্ছে আছে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো। আপনি খুব ভালো একটি প্লান করেছেন। অনেক দিন ঘুরতে যাওয়া হয় না। তবে ঘুরতে গেলে নিজেকে অনেকটাই রিফ্রেশ করা যাই। আপনার জন্য শুভ কামনা রইলো। সাধনে যাবেন ও সাবধানে থাকবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনার ট্যুর প্লান শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।আপনার ভ্রমণ শুভ হোক ভাই।

বাড়ি থেকে কমপক্ষে 30 কিলোমিটার দূরেই আমাদের এখানে মহাস্থানগড় আছে ।

আপনাদের বাড়ির কাছেই ঐতিহাসিক মহাস্থানগড়।মহাস্থানগড় সম্পর্কে আমি কোন এক শ্রেণীর পাঠ্য বইতে পড়েছিলাম।

ভ্রমণ মুহূর্তের পোষ্টের জন্য অপেক্ষায় রইলাম ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার ট্যুরের গল্প আর ছবি দেখার জন্য অপেক্ষায় রইলাম।
আপনার ট্যুরে যাওয়ার এক্সাইটমেন্ট দেখে নিজের ও যেতে ইচ্ছে করছে।
আপনার পোস্ট দেখে দেখে অনেককিছু জানতে পারবো আমরা। 🥰🥰

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার ট্যুর প্ল্যান যাত্রা শুভ হোক এই কামনায় করি।এছাড়া ঐতিহাসিক স্থান সম্পর্কে জানার অপেক্ষায় রইলাম ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

বাহ্। ভাইয়া আপনে ঘুরতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন। আসলে আমাদের সবারই উচিত চার দেওয়ালের মাঝ থেকে বেরিয়ে জীবনের কিছুটা সময় সুন্দর প্রকৃতির মাঝে কাটানো। তাতে মনটা ভালো হয়ে যাবে। আর আপনে তো সব সময় ব্যস্ততার মাঝে আপনার দিনগুলো পার করে থাকেন। আশা করি ঘুরতে গেলে আপনার মনটা আরও ভালো হয়ে যাবে। আপনার ঘোরার মুূহূর্ত গুলো দেখার অপেক্ষায় রইলাম। আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা রইল। সুস্থ ভাবে ট্রুর থেকে ফিরে আসুন এটাই দোয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61228.86
ETH 2663.22
USDT 1.00
SBD 2.54