ছবি || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

FB_IMG_1648127573260.jpg

জাদুকরের জাদু তুমি দেখনি
তবে এ চোখের ভাষা তুমি দেখেছো
হয়তো ডুবে গিয়েছি বিধায়
চোখের মণিতে রেখেছি
যদি জানতাম জল হয়ে বেড়িয়ে যাবে
তাহলে তো বুক পিঞ্জিরায় রাখিতাম ।।

কেউ একজন ছিল, গতদিন বলেছিলাম ডায়েরির পাতার শেষের অংশটিতে । ছোট্ট মেমোরি কার্ড, কত শত কথা । প্রায়ই শুনি, হয়তো জল গড়িয়ে পড়ে অক্ষিকোটর থেকে। তবে এ যাতনা আমি কাউকেই দেখাই না । আমি বড় নিষ্ঠুর, এক্ষেত্রে বড়ই নির্মম । নিজের যাতনাকে পুষে রাখি হয়তো তুষের আগুনের মত করে, ধিক ধিক করে ঠিকই জ্বলে তবে নিভে যায় না ।

বলেছিলাম, কোন এক দুর্ভিক্ষে বেঁচে যাওয়া প্রেমিক সৈনিক আমি । একথার তাৎপর্য ও সারমর্ম শুধুই আমার জানা । বার বছর আগের মানুষটি এখনো চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করে। যে আমার চোখের মণিতে ছিল তার চোখের মণিতে আজ অন্য কেউ ।।

যদি বলি আবেগ
যদি বলি ভালোবাসা
যদি বলি প্রেম বা কামনা
সবটাতেই কিন্তু তুমি ছিলে
এখনো সঞ্চারণ হয়, সেই উষ্ণতা সেই কামনা তবে নিভে যায় , তোমার নির্মমতার ভয়ংকর রুপের কাছে।

আমি কষ্ট পাই বা যন্ত্রণা পাই, সুখে থাকি বা দুঃখেই থাকি না কেন, তা কিন্তু আর দেখাতে যাই না । নির্লজ্জ ছিলাম এটা আমি মানছি , এখন হয়তো কিছুটা লাজ-শরম ভিতরে এসেছে । তাই হয়তো নিজেকে সংযত করেছি । তবে এখনো মনে মনে ধোঁয়াশা দেখতে পাই । তবে মুহূর্তেই ভুলে যাই, কেউ একজন ছিল আমার জীবনে ।।

বি:দ্র:

কেউ একজন ছিল এটা যেমন সত্য কথা । কেউ একজন হারিয়ে গিয়েছে এটাও তেমন খাঁটি কথা । তবে মাঝখান থেকে যে শুধু কিছু স্মৃতি রেখে গিয়েছে এটাও কিন্তু বাস্তব কথা।

কথা বাড়ালেই কথা হবে, না বাড়ালেই কিছু না । চিন্তা গুলো মুছে ফেলি, এই মোর কামনা । হয়তো একটু ঘেঁটে ছিলাম অতীত , ছোট্ট গ্যালারিতে । তাই হয়তো ছবিটা আজ বেরিয়ে এসেছে সযত্নে ।।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ভাইয়া বাস্তবতাগুলো ঠিক এমনই।

কেউ একজন ছিল এটা যেমন সত্য কথা । কেউ একজন হারিয়ে গিয়েছে এটাও তেমন খাঁটি কথা । তবে মাঝখান থেকে যে শুধু কিছু স্মৃতি রেখে গিয়েছে এটাও কিন্তু বাস্তব কথা।

আসলে সব বাস্তবতায় ভিরে আজ আমরা তলিয়ে যাচ্ছি ঠিক,, গভীর থেকে গভীরে।কিছু কিছু বাস্তবতা কিছু কিছু সময়ে অনেক স্বপ্নময় অনেক মধুময় হয়ে থাকে।

আবার কিছু কিছু বাস্তবতা হয় নিষ্ঠুর নির্মম মেনে নিতে খুবই কষ্ট হয়।তবুও বাস্তবতাকে ঘিরেই বেঁচে থাকতে হয়, হবে, আছি।
আপনার আজকের এই লেখাটি আমার মন ছুঁয়ে গেছে সত্যিই অনবদ্য লিখেছেন আপনি শুভকামনা আপনার জন্য♥♥

 2 years ago 

যে আমার চোখের মণিতে ছিল তার চোখের মণিতে আজ অন্য কেউ ।।

ভাই এমন কেনো হয় বুঝিনা। তবে কেউ জীবণ থেকে হারিয়ে গেলে পুরোটা হারায় না। বেঁচে থাকে তার স্মৃতি। তবে এই স্মৃতিগুলো বড়ই কষ্টের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। তবে একটা গানের লাইন আমার অনেক ভালো লাগে - "জটিল করলে জটিল হবে আর সহজ করলেই সহজ।"
 2 years ago 

বলেছিলাম, কোন এক দুর্ভিক্ষে বেঁচে যাওয়া প্রেমিক সৈনিক আমি ।

ভাইয়া আপনি সবসময়ই দারুন লিখেন। তেমনি আজকে আপনি অনেক সুন্দর কিছু কথা লিখেছেন। আসলে আপনার মত হাজারো প্রেমিক রয়েছে যারা সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষ থেকে ফিরে এসেছে। সেই প্রেমিক সৈনিকরা হয়তো নিজের মত করে জীবন শুরু করেছে। আসলে যে ভালোবাসার মূল্য দিতে জানে না তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া উত্তম। অতীতকে মনে করে কষ্ট পাওয়ার চেয়ে বর্তমানকে নিয়ে সুখে থাকা অনেক ভালো। ভাইয়া আমি যখন আপনার লেখাগুলো পড়ছিলাম তখন অনেকটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। খুবই ভালো লাগলো আপনার এই কবিতা পড়ে। দারুন একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। 💝💝💝💝

 2 years ago 

জীবন খাতার হয়তো অতীত স্মৃতি গুলো এমনি মাঝে মাঝে শুধু ভেসে উঠে । ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 2 years ago 

ভালোবাসার সুন্দর মুহূর্ত গুলো সত্যি ভুলা যায় না। 10 বছর পরে হলেও একবার মনের মধ্যে উকি দিবেই। তবে সেই দিনগুলি ভুলে যাওয়াই ভালো বলে মনে করি।
তবে লিখা গুলো কিন্তু অসাধারণ লিখেছেন । ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

তবে এইটা কিন্তু সত্য কথা ,কেউ একজন ফেলে আসা জীবনে ছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে আমাকে কিছুটা খারাপ লেগেছে। আপনার জীবনে কেউ ছিল যে আপনাকে ছেড়ে চলে গেছে। আমাদের সবার জীবনে কেউ না কেউ থাকে সে অনেকটা জায়গা জুড়েই থাকে কিন্তু সেই মানুষটি হয়তোবা সেই জায়গা জুড়ে থাকার যোগ্যই নয় বা কখন ছিল না। আমরা সবাই অতীতকে নিয়ে আঁকড়ে ধরে থাকতে চাই কিন্তু অতীতকে যে ধরতে গিয়েছে তার হাতে কাটা ফুটেছে। অতীতকালে আমাদের জীবনকে সফলতার দিকে ঠেলে দেয় নি যদি না আমরা অতীত থেকে শিক্ষা নিতে না পারি। অতীতকে আমাদের বন্ধু মনে করা উচিত যাতে ঘটে যাওয়া কিছু ঘটনা গুলো থেকে আমরা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়। আপনার জীবনে যে ছিল সে হয়তোবা আপনাকে বোঝানোর বা আপনাকে বোঝার চেষ্টায় করেনি কখনো তাইতো সে স্বার্থপরের মত আপনাকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমি মনে করি এখন আপনি অনেক ভাল আছেন। পৃথিবীতে যুগে যুগে যত ভালো মানুষ আছে তাদের কি বলে সফলতা এমনি এমনি আসিনি এক সাগর পাড়ি দিয়ে তাদের সুখের দেখা মিলেছে। আপনি দারুণভাবে কবিতা ও মনের আবেগ মিশিয়ে পোস্টটি করেছেন যা আমার বেশ ভাল লেগেছে। এত সুন্দর বিরহর সুরে ভালোবাসার আলতো ছোঁয়া দিয়ে লেখার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমি অনুপ্রাণিত আপনার সুন্দর সাবলীল মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপু ।

 2 years ago 

ওরে কি সাংঘাতিক ভালো লেখনি জাস্ট ভয়ংকর সুন্দর।দিন দিন আপনার লেখা গুলো যত পড়ছি আপনার প্রতি আকৃষ্ট হচ্ছি।

এখনো সঞ্চারণ হয়, সেই উষ্ণতা সেই কামনা তবে নিভে যায় , তোমার নির্মমতার ভয়ংকর রুপের কাছে

পারফেক্ট👌

 2 years ago 

কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি । পাঠকের সন্তুষ্টি লেখকের আত্নতৃপ্তি ।

 2 years ago 

কেউ একজন ছিল, গতদিন বলেছিলাম ডায়েরির পাতার শেষের অংশটিতে । ছোট্ট মেমোরি কার্ড, কত শত কথা । প্রায়ই শুনি, হয়তো জল গড়িয়ে পড়ে অক্ষিকোটর থেকে।

আসলে ভাইয়া প্রতিটা মানুষের জীবনে ভালোবাসার অতীত থাকে। প্রিয় একজন মানুষ থাকে। তাকে নিয়ে নানা রকমের স্বপ্ন-কল্পনা থাকে। কিন্তু সব কল্পনার গল্পের মানুষ তো আর বাস্তবে রূপ নেয় না।কিছু কিছু কল্পনা স্মৃতির পাতায় রয়ে যায়। আসলে আপনার এই গল্পটা পড়ে আমারও খুবই মনে পড়ছে।আমার স্কুল জীবনের এক প্রিয় মানুষের কথা। যাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। শুধু তাকে নিয়ে আজ স্মৃতি রয়েছে। মানুষটা হয়ত নেই কিন্তু স্মৃতি গুলো আমার মাঝে এখনো বেঁচে আছে। আপনার কথাগুলো আজকে জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

মানুষ গুলো ভালো থাকুক তাদের নিজ নিজ অবস্থানে । হয়তো দূরে গেছে , তবে কিছু স্মৃতি রেখে গেছে এই আরকি । ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য ।

 2 years ago 

সবটাতেই কিন্তু তুমি ছিলে
এখনো সঞ্চারণ হয়, সেই উষ্ণতা সেই কামনা তবে নিভে যায় , তোমার নির্মমতার ভয়ংকর রুপের কাছে।

প্রিয় মানুষের ভয়ঙ্কর সেই নির্মমতার রুপের কাছে হেরে যায় হাজার হাজার প্রেমিক হৃদয়। হয়তো তার প্রতি সেই আবেগ ও অনুভূতি আবারো তৈরি হয়। কিন্তু ভালোবাসার তৈরি হয় না। কোন সম্পর্ক যদি ভয়ঙ্কর নির্মমতার শিকার হয় তাহলে সেই সম্পর্ক কোনদিনই সুখের হয় না। আসলে অতীত নিয়ে যতই ভাববেন ততই কষ্ট বাড়বে। অতীত নিয়ে ভাবলে কখনো সুখ বাড়ে না। আর যদি হয় ভয়ঙ্কর সেই অতীত তাহলে আরো কষ্টের পরিমাণ বেড়ে যায়। যাইহোক ভাইয়া খুব সুন্দর একটি কবিতা আমাদের সকলকে পড়ার সুযোগ দিয়েছেন এবং আপনার অনুভূতি গুলো তুলে ধরেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

হেরে গিয়েও কিন্তু দূরে থেকে ভালো থাকা যায় । ভালো থাকুক মানুষ গুলো তাদের নিজ নিজ অবস্থানে ।

 2 years ago 

প্রতিটি মানুষের জীবনের কিছু সুখ দুঃখের গল্প থাকে যার মধ্যে রোমান্টিকতার স্পর্শ কথা থাকবে। আপনার জীবনের দুঃসহ কিছু বিষয়ের গল্প এটা আমাদের সাথে শেয়ার করলেন। খুবই ভালো লাগে এমনিতেই আপনি সুন্দর সুন্দর লেখনি আমাদের মাঝে প্রকাশ করেন ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি ,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে সত্যি বলতে ভালবাসা আবেগ বা অনুভূতি সবকিছুর বাহিরে। যাকে ভালোবাসা যায় মনে হয় সে পৃথিবীর সবচাইতে সুন্দর একজন মানুষ। তার দিকে একটু তাকালে মনে হয় সব কষ্ট শেষ হয়ে যায়। আপনার প্রতিটি কোথায় লুকিয়ে ছিল এক না পাওয়ার যন্ত্রনা। সত্যি বলতে যা বলতে চেয়েছি তা বলতে পারছিনা কারন আপনার ভাবি সামনে আছে পরে ক্যালানি খেতে হবে হাহাহা। আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছিল এটা শুধুমাত্র বললাম আর সে চোখ দুটো ড্যাবড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে🤪🤪🤪

 2 years ago 

হাহাহা কিছু কিছু ব্যাপার লুকিয়ে রেখে লাভ নেই । টুকটাক জানলেও ক্ষতি নেই।

 2 years ago 

আসলে সব কিছুই জানে কিন্তু এখানে বলতে দেখে একটু জলতাছিলো আর কি হাহহাহাহহা। তবে অনেক মজা পেয়েছি কারন কমেন্ট করার পরে ১০ মিনিট শেষ হয়ে গেছে এই টপিকে কথা বলে হাহহাহাহ।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 52760.21
ETH 2328.59
USDT 1.00
SBD 2.12