ভ্রমণ পর্ব এক "মহাস্থানগড়" ||@shy-fox 10%beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

20211001_132551.jpg



20211001_130732.jpg

20211001_130629.jpg




আমি বিগত সময়ে কথা দিয়েছিলাম যে, আমি এই শুক্রবারে মোটামুটি একদিনের সফরে বের হবো আর সেই কথা থেকেই আরকি আজকের ব্লগটা লিখছি।


গত কয়েকদিন থেকে বাল্য বন্ধুদের সঙ্গে কথা হলো এবং তারা মোটামুটি যেহেতু এখন ফাঁকা সময় পার করছে, তারাও সম্মতি দিয়েছে আমার সঙ্গে ভ্রমণে যাওয়ার জন্য। যাইহোক অবশেষে সকাল দশটার ভিতরে গাড়ি চলে এসেছে এবং আমাদের গন্তব্য ছিল সোজা মহাস্থানগড়।
বাড়ি থেকে মহাস্থানগড়ের দূরত্ব ছিল কমপক্ষে ৩০ কিলোমিটার। যাইহোক মহাস্থানগড়, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত । তবে মূলত মহাস্থানগড় আলাদাভাবেই সবার কাছে পরিচিত কারণ এটি একটি ঐতিহাসিক জায়গা। আমি মূলত ইতিহাস নিয়ে মহাস্থানগড়ের ব্যাখ্যা দেব না । কারণ মহাস্থানগড়ের ইতিহাস মোটামুটি সবারই জানা আছে ।
যাইহোক তবুও শর্ট করে একটু বলার চেষ্টা করছি মহাস্থানগড়কে মূলত পুন্ড্রনগরের রাজধানী বলা হতো এবং এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাচীন বংশের লোকজন রাজত্ব করেছে এবং তাছাড়া এখানে মূলত একটা মাজার আছে। সেটা আসলে সেই সময় এক ধর্মপ্রচারক ধর্ম প্রচার করতে এসেছিল এবং এখানেই সমাধিত হয়েছিল পরবর্তীতে এবং তার কবর ঘিরেই একটা মাজার তৈরি হয়েছিল।
তাছাড়াও রাজবাড়ী থেকে যে প্রত্নতত্ত্ব জিনিসগুলো পাওয়া গিয়েছিল, সেগুলো কে সংরক্ষিত করার জন্য এখানে মূলত একটা জাদুঘর আছে এবং তা ছাড়াও পুরো এলাকাটি দেখতে অনেক সুন্দর কারণ প্রাচীন ঐতিহ্যে ভরপুর ।
মোটামুটি আপনারা যদি মহাস্থানগড়ের ইতিহাস জানতে চান। তাহলে স্বশরীরে আপনাদেরকে আসতে হবে এটাই হচ্ছে আসল কথা। তবে এখন ছবিগুলো দেখে নিন এবং আশা করি আপনাদের ভালো লাগবে।
রাজবাড়ি ,জাদুঘর,গোবিন্দভিটা, মাজার,শীলা দেবীর ঘাট , বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর।
PhotoCollage_1633090410515.jpg



ভিডিও এপিসোড পরে দিব । ধন্যবাদ ।

Sort:  
 3 years ago 

ভাইয়া আমি বগুড়া আছি। আপনার পোস্ট দেখে আমার ও খুব যেতে ইচ্ছে করছে।দেখি চলেও যেতে পারি। যদি যাই তাহলে এই ভ্রমন হবে আপনার পোস্টের উছিলা।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

বর্তমানে এটি জয়পুরহাট জেলায় পড়েছে। শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনি সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং আপনার ভ্রমণের মুহূর্ত খুবই আনন্দদায়ক ছিল আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনাদের জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

জায়গাটি খুব সুন্দর ও ঐতিহ্যপূর্ণ।আপনি দারুণ সময় কাটিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে।পরের এপিসোড এর অপেক্ষাতে রইলাম।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

ওয়াও ভাইয়া মহাস্থানগড় এটা বগুড়া আমি জানতাম না। এই জায়গায় যাওয়ার আমার অনেক ইচ্ছা আছে। আমি যাবো একদিন আশাকরি। আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। খুব সুন্দর সময় কাটাচ্ছেন। আশাকরি পরবর্তীতে এমন আরো পোস্ট দেখবো। অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

এই জায়গাটি আমাদের ঐতিহ্য এর বড় একটি অংশ জুড়ে রয়েছে।
আপনি খুব সুন্দর ফটোগ্রাফী করেন।একসাথে অনেকগুলো ছবি দেখে মনে হচ্ছে আমিও যেনো একটু সফর করে ফেললাম।
মহাস্থানগড় এ যে এতো সুন্দর সুন্দর জায়গা আছে তা একদম জানা ছিলোনা।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

গতকাল হ্যাংআউটে ভাই বলেছিলেন যে আগামীতে খুব সুন্দর সুন্দর ট্রাভেল পোস্ট আসছে। এসে গেল ট্রাভেল পোস্ট এবং সংক্ষিপ্ত আকারে মহাস্থানগড়ের খুঁটিনাটি বিষয়গুলো এবং এর ইতিহাস শেয়ার করেছেন। আরো এরকম পোষ্টের অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

তাহলে বন্ধুদের সঙ্গে যাত্রা শুরু করে দিলেন।সুন্দরভাবে কাটিয়ে দেন বন্ধুদের সঙ্গে ভ্রমণ।আপনার ভ্রমণ শুভ হোক।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

মহাস্থান গড় বাংলাদেশের প্রাচিন এক স্থাপত্য, অতীতে এটার নাম ছিলো পুন্ডুনগর।সেখানে আমি ২০১৯ সে গিয়েছিলাম।খুব ভালো একটি যায়গা এবং অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

 3 years ago 

আপনার ফটোকপি বলো খুবই সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64136.70
ETH 3128.20
USDT 1.00
SBD 3.94