মাঝরাতের ঘটনা
এ বিল্ডিংয়ে ওঠার পর থেকে এমন শব্দ আমি কখনো আগে শুনিনি । অনেকটা বিড়ালের আওয়াজের মত । মানে ক্রমাগত যেন ডাকছে বেশ কয়েকদিন থেকেই। মাঝরাতে যখন জেগে জেগে কাজ করি হুটহাট এমন শব্দে কাজের মনোযোগ বিছিন্ন হয়ে যায়। যেহেতু টানা দুই তিন দিন থেকে এমন হচ্ছে, তাই কিছুটা চিন্তিত ছিলাম।
যদিও নিচতলায় যে ভদ্রলোক নিরাপত্তার দায়িত্বে থাকে, সে নিজ দায়িত্বেই কিছু বিড়াল পোষে। এ ধরনের কাজ কে অবশ্যই আমি সাধুবাদ জানাই। কারণ নিরীহ প্রাণীর প্রতি সকলের মায়া থাকা উচিত ।
আচ্ছা বিড়াল গুলোর কোন সমস্যা হয়নি তো, এর আগে তো কখনো এমন হতো না। তাহলে আজকাল এই গভীর রাতে কেন ক্রমাগত তারা ডাকছে । যদিও প্রথমদিকে খুব একটা এই বিষয়টা পাত্তা দেয়নি। তবে গত দুইদিন হলো মাঝরাতে কাজ করার সময় বেশ ভালোই অসুবিধা হচ্ছে আমার। এই মিনমিনে আওয়াজে নিজেকে স্থির রাখতে পারছি না, বললেই চলে।
এমনিতেই যে পরিমাণ ঠান্ডা পড়েছে, যেখানে মানুষের টিকে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে, সেখানে না জানি ঐ নিরীহ প্রাণীগুলোর কি অবস্থা হয়ে আছে । আমি তো নিজেই কয়েকটা দিন থেকে সেইভাবে বাহিরে যাই না।
মুঠোফোনের দিকে তাকিয়ে দেখলাম ঘড়িতে রাত্রি তিনটার মতো বাজে। তবে এমন মিনমিনে আওয়াজে আমার বেশ বিরক্তি লাগছে। বাধ্য হয়েই হাকিম ভাইকে ফোন দিয়েই ফেললাম।
ভদ্রলোক মনেহয় বেশ গভীর নিদ্রায় নিমজ্জিত ছিল। তারপরেও সে কোনরকমে ফোনটা ধরেছে। ফোন ধরেই বলছে, ভাই এতো রাতে ফোন দিয়েছেন, কোন সমস্যা হয়েছে নাকি। আমি তাকে বললাম, কিছুটা তো সমস্যা হয়েছে। আমি আসলে আমার নিজের কাজে মনোযোগ দিতে পারছি না। মিনমিন করে বিড়ালের আওয়াজের মতো শব্দ আসছে, ঘটনা কি বলেন তো একটু।
হাকিম ভাই এবার একটু হেসে কথা বলার চেষ্টা করল। ভাই সাদা বিড়ালটার বাচ্চা হয়েছে, আপনাকে তো এই কথা জানানোই হয়নি। যার কারণেই রাত্রিবেলা ওরা একটু আওয়াজ করছে । যাইহোক অতঃপর বুঝতে পারলাম আসল ঘটনাটা।
তবে আমি কিছুটা চিন্তিত এখনো আছি। কারণ এমনিতেই যে পরিমাণ ঠান্ডা পড়েছে, না জানি বিড়াল ছানা গুলোর কি অবস্থা । হাকিম ভাইকে বললাম, ওদের উষ্ণতার ব্যবস্থা করেছেন তো। যদিও ভদ্রলোক এই বিষয়ে বেশ পারদর্শী, তারপরেও আমার অব্যক্ত কথা বলেই ফেললাম।
এবার হাকিম ভাই আবারও বললো, আসলে আশেপাশে লোকজন রাস্তা দিয়ে যাতায়াত করছে, সেই শব্দে একটু অসুবিধা হচ্ছে ওদের। যার কারণে এমন করে আওয়াজ করছে। হাকিম ভাইয়ের কথাটায় এবার বেশ গুরুত্ব দেওয়ার চেষ্টা করলাম ।
যাইহোক এবার ভদ্রলোককে দুঃখিত বললাম, এতো রাতে ফোন করার জন্য এবং তাকেও আমার বিরক্তির সমস্যাটার কথাটা জানিয়ে ফেললাম। সে এবার অনেকটা হেসেই ফেলেছে এবং আমাকে বলল যে, আপনি নিশ্চিন্তে কাজে মনোযোগ দিন। এটা আসলে তেমন কোন সমস্যা না।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
মাঝরাতের ঘটনা, শিরোনামটা পরে ভূতুড়ে গল্পের একটা আবাস পাচ্ছিলাম। মনে করেছিলাম হয়তো আপনি ভীষণ একটা ভয় পেয়েছেন। পুরো গল্পটি পড়ে মিটমিটে হাসছি। আসলে এটা ঠিক বলেছেন অবলা প্রাণী এত শীতের মাঝে একটা চিন্তার বিষয় তো বটেই। আপনি যে কনফার্ম হয়ে নিয়েছেন এটা অনেক ভালো কাজ করেছেন, যেহেতু আপনার কাজের মনোযোগ নষ্ট হচ্ছে। আপনার মাঝরাতের অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম ভাইয়া।
আমি তো প্রথমে ভেবেছিলাম ভুতুড়ে কোন কাহিনী কিন্তু আসলে বিড়ালের বাচ্চা গুলো জন্ম নেয় শীতের প্রভাবে এমনটা শব্দ করে। যাই হোক হাকিম ভাই এগুলো দেখাশোনা করে সেটা জেনে খুশি হলাম। অনেকে আছে এই নিরীহ প্রাণী গুলোকে বিন্দু পরিমাণে দেখতে পারে না কিন্তু হাকিম ভাই প্রাণীগুলোকে টেক কেয়ার করে এটা অনেক মহৎ কাজ।
প্রথম দিকের ঘটনাটা পড়তে পড়তে আমি ভেবেছিলাম হয়তো আপনি অন্য কিছুকে ইঙ্গিত করছেন। কিন্তু সর্বশেষ পড়ার পর বুঝলাম বিড়ালের বাচ্চাটার কথা। তবে শীতের সময় ঠান্ডার কারণে বিড়াল অনেক সময় মারা যায়। আর তাদের জন্য উষ্ণতার ব্যবস্থা করাটাই সবচেয়ে ভালো হবে। তাহলে তারা আরামে থাকতে পারবে। তবে যেহেতু বলেছেন উনি পারদর্শী তাহলে তিনি নিশ্চয়ই কিছু না কিছু করবেন, ভালো লাগলো ভাইয়া ব্লগটি পড়ে।
আসলে মাঝরাতে যেকোনো ধরনের আওয়াজ শুনলে মনের ভিতর একটু ভয় ভয় কাজ করে। তার জন্য হয়তো আপনার একটু সমস্যা হচ্ছিল।🤭 যাইহোক গল্পটি পুরো পড়ে বুঝতে পারলাম যে আসলে বিড়ালের ছানাগুলো এরকম আওয়াজ করে। আমার মনে হয় হয়তোবা শীতের প্রভাবে বিড়াল ছানাগুলো এরকম আওয়াজ করে থাকে। যাই হোক হাকিম ভাই যে এই নিরীহ প্রাণীগুলোর দায়িত্ব নাই জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এই স্টোরিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে মাঝরাতে অনেক ছোট ছোট ঘটনাও অনেক বড় মনে হয়। আর বিড়ালের এরকম এক নাগারে ডাকাটা কিন্তু বেশ বিরক্তিকর । এতে কাজের ব্যাঘাত ঘটে। যাইহোক বিড়ালের ছানা হয়েছে পরবর্তীতে জানতে পেরে ভালো লাগলো। এই ঠান্ডায় তো সমস্যা হওয়ারই কথা ।যাইহোক ভালো ছিল ভাইয়া।
গল্পটার কাহিনী প্রথমে পড়ে মনে হচ্ছিলো কি জানি ভূত হবে কিনা একটু ভয়ে ভয়ে পুরোটা পড়লাম তারপর দেখলাম সত্যি কারেরই বিড়াল 😂😂।
আসলে বাসায় কিছু বিড়াল পোষে নিরাপত্তার দায়িত্বে থাকা ভদ্রলোকটি। বিড়াল গুলোর নতুন বাচ্চা হয়েছে, ঘটনাটা সেটাকে কেন্দ্র করেই।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
হ্যাঁ গল্পটার শেষের দিকে এসে সেটাই বুঝলাম।