মাঝরাতের ঘটনা, শিরোনামটা পরে ভূতুড়ে গল্পের একটা আবাস পাচ্ছিলাম। মনে করেছিলাম হয়তো আপনি ভীষণ একটা ভয় পেয়েছেন। পুরো গল্পটি পড়ে মিটমিটে হাসছি। আসলে এটা ঠিক বলেছেন অবলা প্রাণী এত শীতের মাঝে একটা চিন্তার বিষয় তো বটেই। আপনি যে কনফার্ম হয়ে নিয়েছেন এটা অনেক ভালো কাজ করেছেন, যেহেতু আপনার কাজের মনোযোগ নষ্ট হচ্ছে। আপনার মাঝরাতের অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম ভাইয়া।