এলোমেলো সময়

in আমার বাংলা ব্লগyesterday

কিছুদিন থেকে মানসিকভাবে ভীষণ চাপের ভিতরে আছি। মূলত সমসাময়িক সময়ে যেহেতু শহর থেকে একদম গ্রামে চলে এসেছি বসবাসের জন্য, তাই এখানে এসেই যে সহজেই এখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে খুব একটা ভালোভাবে মানিয়ে নিতে পারছি ব্যাপারটা তেমন না। কেননা টিকটিকি তো সারা দেশেই বিরাজমান।

20241007_192436-01.jpeg

20241007_192355-01.jpeg

তাছাড়া টিকটিকির কাজই হচ্ছে অহেতুক মানুষের পিছনে লেগে থাকা। যেহেতু টুকটাক লেখালেখি করি, তাই এখানকার অনেক লোকজনই আমার সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছে।

তবে দুঃখের বিষয় হচ্ছে এ লোকগুলোই হচ্ছে টিকটিকি। এরাই মূলত আমার নামে কিছু এলোমেলো কথা আশেপাশে ছড়িয়েছে।

যেহেতু মুক্তমনা মানুষ আমি, তাই সহজেই আমার নামে কথাগুলো হজম করানো গিয়েছে অন্য সকল সাধারণ মানুষদের কাছে। বেশ কয়েকদিন তো আমার আত্মীয়-স্বজনকে বেশ ভালই হুমকি দিয়েছিল এখানকার তথাকথিত জনপ্রতিনিধিরা।

যদিও ব্যাপারগুলো আমি খুব একটা কানে নেইনি। তবে দিন যত গড়িয়ে যাচ্ছে, সমস্যাটা ততই মনে হচ্ছে বাড়ছে।

অতঃপর আমার শহরের যে সকল ছোট ভাইয়েরা আছে, মূলত যারা নতুন স্বাধীনতার নক্ষত্র। তাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করলাম, কেননা তারা আমার লেখা বিগত সময় থেকেই পড়ে এবং তাদেরকে আমি আমার সমস্যার কথা ইতিমধ্যেই জানিয়ে রেখেছিলাম।

তারা আমার ব্যাপারটা বেশ ভালোভাবে শুনে ছিল এবং আমাকে নিয়ে তারা গতরাতেই স্থানীয় উপজেলা প্রশাসনের অফিসে এবং থানাতে গিয়েছিল। মোটামুটি লিখিত অভিযোগ করে এসেছি, আমার মনে হয় না এরপর থেকে টিকটিকি গুলো আর ঝামেলা করবে ।

তবে দুঃখ লাগে সময়ের সঙ্গে আধুনিক সভ্যতা গ্রামে এসে ঠিকই লেগেছে, তবে কিছু স্বার্থান্বেষী মহলের জন্য গ্রামের সুস্থ স্বাভাবিক মানুষের জনজীবন প্রতিনিয়তই অসুস্থ হয়ে উঠছে।

তবে আশা রাখি, এ সমস্যা দ্রুত কেটে যাবে। আলো আসবেই, সেই অপেক্ষাতেই শুধু দিন গুনছি।

puss_mini_banner.png

Banner-22.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

এই টিকটিকি গুলোর কাজ ই হচ্ছে সৎ মানুষদেরকে হুমকি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা। এতে করে তারা খুব সহজেই নিজেদের স্বার্থ হাসিল করতে পারে। এককথায় বলতে গেলে সমাজের মধ্যে তারা নিজেরাও ভালো কোনো কাজ করবে না এবং কাউকে করতেও দিবে না। যাইহোক শহরের ছোট ভাইদেরকে সাথে নিয়ে স্থানীয় উপজেলা প্রশাসনের অফিসে এবং থানাতে লিখিত অভিযোগ দিয়েছেন,এটা খুব ভালো হয়েছে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 yesterday 

এই টিকটিকি গুলোর কাজ ই হচ্ছে সৎ মানুষদেরকে হুমকি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা। এতে করে তারা খুব সহজেই নিজেদের স্বার্থ হাসিল করতে পারে। এককথায় বলতে গেলে সমাজের মধ্যে তারা নিজেরাও ভালো কোনো কাজ করবে না এবং কাউকে করতেও দিবে না।

যথার্থ বলেছেন ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 60868.40
ETH 2377.54
USDT 1.00
SBD 2.64