হাওয়া বদল || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

যদিও গত রাতে কালবৈশাখীর ঝড়ের ছোট একটা তান্ডব কোনরকমে হয়ে গিয়েছে। তবে সেটা আমার দেখার সৌভাগ্য হয়নি । কারণ আমি নিদ্রায় ছিলাম । ঐ ভোরবেলায় যখন আমার জানালা দিয়ে ছিপছিপে বৃষ্টির পানি এসেছে, তাও আমি বুঝতে পারিনি । আসলে অনেক কিছু চাইলেও ঠিক মতো হয়ে ওঠে না । এটা অনেকটা গতানুগতিক নিয়মের মতো ।

20200729_172127-01.jpeg

কারণ আপনি যখন নিদ্রায় মগ্ন থাকবেন, তখন প্রখর রোদ বা ঝড়ো হাওয়া কোনো কিছুই আপনি বুঝে উঠতে পারবেন না । বরং নিদ্রা আপনাকে ভিন্ন একটা জগতে সমসাময়িক সময়ে প্রবেশ করিয়ে ছাড়বে । হাঁপিয়ে ওঠা জীবনটাকে যদি একটু শান্তিপূর্ণভাবে বৃষ্টির শীতল পানিতে ভিজিয়ে নেওয়া যেত তাহলে হয়তো মন্দ হতো না ।

20200729_172052-01.jpeg

ঘুম ভাঙ্গার পরে যখন জানালা দিয়ে দেখলাম বাইরের পরিবেশটা । তখনো আবহাওয়াটা অনেকটাই মেঘাছন্ন ও বেশ শান্ত । এমন পরিবেশ দেখে ব্যাকুল হৃদয় আমার বারবার চাচ্ছে । এই আবহাওয়ায় অনেকটা মিশে যাওয়ার জন্য। বড্ড ইচ্ছে করছে মজনু চাচার দোকানের চায়ের স্বাদ গ্রহণ করার জন্য ।

20200729_171932-01.jpeg

রক্তের সম্পর্কের কেউ হলেই যে তাকে আপন করে নিতে হবে, তার সঙ্গে আপন সময় কাটাতে হবে , এমন কোন কথা কোথাও আছে কিনা তা আমার জানা নেই । তবে রক্তের সম্পর্কের বাহিরেও অনেক সম্পর্ক থাকে, যে সম্পর্ক গুলো অনায়াসেই জীবনের সঙ্গে অনেকটাই লেপ্টে যায় ।

20200729_171929-01.jpeg

ছোট্ট কাঁচের গ্লাসে হালকা লিকারে চিনি মেশানো দুধ চা , আহা সেটা যেন একটা অমৃত স্বাদ । এমন পরিবেশে সেই চিরচেনা মানুষ , চিরচেনা চোখ আর চিরচেনা হাতের ছোঁয়ায় মেশানো দুধ চা বারবার খেতে ইচ্ছা করছে । অদ্ভুত একটা আসক্তি কাজ করে মজনু চাচার চায়ের প্রতি । সেই মাথাব্যথা থেকে ঘুম তাড়ানো , সবটাতেই যেন দরকার আমার মজনু চাচার চা ।

20200729_171922-01.jpeg

আমি বড্ড রসিক মানুষ । সল্পতে রসিকতা খুঁজতে পছন্দ করি । বেড়িয়ে যখন পড়েছি, তখন আমার গন্তব্য একটাই । ঐ ভাঙ্গা টিনের চালের ফুটো দিয়ে আকাশ দেখা আর চা খাওয়া । সঙ্গে যদি দু'একটা মজনু চাচার মন ভুলানো কথা শোনা যায় তাহলে তো পাঁচ টাকায় পুরো দিনটাই উসুল ।

হাফ হাতা গেঞ্জি পরে, যখন আমি খোলা রাস্তা দিয়ে হাঁটছিলাম । বেশ ফুরফুরে হাওয়া লাগছে শরীরটাতে। এপাশ-ওপাশ দেখছিলাম আর ভাবছিলাম কখন গিয়ে মজনু চাচার দোকানে পৌঁছাব । আজ আমার বড্ড তাড়া, হুট করে যদি বৃষ্টি এসে ভিজিয়ে দেয় । তাহলে কিন্তু অবস্থা অন্য দিকে গড়াত পারে । তবে আবার ভিজেও যদি যাই তাহলে হয়তো খারাপ হবে না । বহুদিন হলো ভেজা হয় না ।

20200729_171853-01.jpeg

একি এই অবেলায় চাচার দোকান বন্ধ । তাহলে কি আমার দুধ চা খাওয়া হবেনা । অনেকটা ব্যাকুল হয়ে গিয়েছি আমি । চেষ্টা করছি জানার জন্য , কেন তার দোকানটা বন্ধ । হুট করে তাকে খোঁজার জন্য মরিয়া হয়ে গিয়েছি আমি । তাকে আমার দরকার, তার সেই চিরচেনা মুখ , চিরচেনা হাসি ,সেই চেনা হাতের ছোঁয়ায় বানানো চা আমি খেতে চাই ।

এতদিন হলো তার সঙ্গে সম্পর্ক হয়েছে কিন্তু তার ফোন নাম্বারটা নিয়ে রাখা হয়নি । কখনো তো এমন হয়নি, তার প্রতি এত দুর্বলতা কেন কাজ করবে । পাঁচ টাকায় বিনোদন নিয়েছি সব সময় কিন্তু তার খোঁজ রাখার জন্য যে ফোন নাম্বারটা দরকার, এটা আমার সংগ্রহ করা হয়নি । নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে । এই অবেলায় কেন তার খোঁজ পাচ্ছিনা ,কেন তার দোকান বন্ধ , কি হয়েছে তার ? এসব ভাবতে ভাবতে আমার অনেকটা এলোমেলো লাগছে ।

20200729_171849-01.jpeg

তবে কি, না না যেটা ভাবছি সেটা নাও হতে পারে । আরেকটু গভীর ভাবনা দরকার, গভীর খোঁজখবর দরকার । খুঁজে বের করতে চাই তাকে । হয়তো একটু সময় লাগবে ।

চলমান....!!

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আমাদের চলার পথে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয় যারা অনেক আপন হয়ে যায়। আসলে কিছু কিছু সম্পর্ক তৈরি করতে হয় না এমনিতেই তৈরি হয়ে যায়। তেমনি মজনু চাচার সাথে আপনার সম্পর্ক তৈরি হয়েছে। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। তবে যাইহোক যেহেতু আপনার মনের মাঝে অজানা ভয় কাজ করছে তাই আশা করছি আপনি আপনার লেখার পরবর্তী পর্বে আপনার মজনু চাচার সম্পর্কে জানাবেন কি হয়েছে তার। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমিও রহস্য ভেদের চেষ্টায় আছি আপু , দেখি ঘটনা কোন দিকে মোড় খায় ।

 2 years ago 

আসলে আমাদের লাইফে এমন হয়ে থাকে রক্তের মানুষদের চেও অপরিচিত লোকের সাথে খুবি ঘনিষ্ঠ হয়ে যাই,কেননা প্রতিদিন যদি একটা লোকের কাছে যাই তাহলে সত্যি তার জন্য মায়া কাচ করে।আপনার মজনু চাচার জন্য ঠিক এই জন্যই মন কাদে, খুব শীঘ্রই দেখা হবে আশা করি।পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আমাদের মাঝে আপনার মনের কিছু কথা তুলে ধরার জন্য।

 2 years ago 

এমনটাই তো হয়েছে ভাই । দেখি চেনা মানুষকে খুঁজে পাওয়া যায় কিনা ।

 2 years ago 

রক্তের সম্পর্কের বাহিরেও অনেক সম্পর্ক থাকে, যে সম্পর্ক গুলো অনায়াসেই জীবনের সঙ্গে অনেকটাই লেপ্টে যায় ।

কিছু কিছু সম্পর্ক আছে রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি গভীর হয়। মজনু চাচার মত অনেক মানুষ আছে আমাদের জীবনে যারা আমাদের জীবনের একটি অংশ হয়ে রয়েছে। আসলে তাদের সাথে হয়তো কোন রক্তের সম্পর্ক নেই কিন্তু তাদের সাথে যে হৃদয়ের সম্পর্ক তৈরি হয়েছে তা কখনোই মুছে ফেলার মত নয়। হঠাৎ করে আপনি যখন দেখলেন মজনু চাচার দোকান বন্ধ তখন হয়তো আপনার মনে নানান রকমের প্রশ্ন তৈরি হয়েছে। জানিনা আজকে তার বন্ধ দোকান দেখে আপনার কি মনে হয়েছে। তবে আশা করছি আগামী পর্বে আপনি পুরো বিষয়টি আমাদের মাঝে উপস্থাপন করবেন। সেই প্রতীক্ষায় রইলাম ভাইয়া।

 2 years ago 

আমিও চেষ্টা করছি খোলাসা উন্মোচন করার জন্য। দেখি কি অপেক্ষা করছে ।

 2 years ago 

ভাইয়া, চাচা আরাম করে ঘুমাচ্ছে, এই রোমান্টিক আবহাওয়াতে,😉😉।যাই হোক আপনার ঘুম নিয়ে কথা শুনে মনে পরলো, আমাদের বাসায় অনেক আগে ডিপ কল বসানোর জন্য একদল লোক খুব সম্ভবত উওর অঞ্চল থেকে এসেছিলো।তো তারা সারাদিন কাজ করে রাতে ছাদে ঘুমাতো,একদিন অনেক বৃষ্টি হলো, কিন্তু তার ঘুম থেকে উঠার খবর নাই। বৃষ্টির পানি তার কথা বালিশের নিচে গিয়ে ভিজে একাকার কিন্তু তার উঠার নাম নেই, 🤭।ভালো লাগলো ধন্যবাদ

 2 years ago 

চাচার কথা এই মুহূর্তে বলতে পারছি না । তবে আপনার নিদ্রা নিয়ে ঘটনা শুনে বেশ ভালোই লাগল।

 2 years ago 

ঘুম ভাঙ্গার পরে যখন জানালা দিয়ে দেখলাম বাইরের পরিবেশটা । তখনো আবহাওয়াটা অনেকটাই মেঘাছন্ন ও বেশ শান্ত । এমন পরিবেশ দেখে ব্যাকুল হৃদয় আমার বারবার চাচ্ছে । এই আবহাওয়ায় অনেকটা মিশে যাওয়ার জন্য।

ঘুম ভাঙ্গার পরে এরকম মেঘাচ্ছন্ন শান্ত পরিবেশ দেখতে পেয়ে আপনার খুবই ভালো লেগেছে। আপনার তখনই ইচ্ছা জাগল যে আপনার মজনু চাচার হাতে ৫ টাকার চা দুধ চা খেতে। সত্যিই এরকম পরিবেশের মধ্যে আপনার চাহিদার এই চা খাওয়ার মুহূর্তটা আমারও খুবই ভালো লেগেছে। আপনি শেষমেষ এই মজনু চাচার দোকানে আসলেন এবং খুবই খারাপ লাগলো যে দোকানটা বন্ধ। আপনি তাকে অনেক খুঁজতে লাগলেন। আসলেই এরকম পরিবেশের মধ্যে আপনার এই অনুভূতি গুলো আমার খুবই ভালো লেগেছে। পরবর্তী অংশ পড়ার অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমিও চেষ্টা করছি রহস্য উন্মোচন করার জন্য। দেখি কি হয়েছিল আসলে ব্যাপারটাতে ।

 2 years ago 

কালবৈশাখীর সঙ্গে এই বৃষ্টি যেন পরিবেশের উপর একটা শান্তির শীতল প্রলেপ বুলিয়ে গেল। প্রায় সব জায়গাতেই প্রচণ্ড গরমে যখন অস্থির অবস্থা তখন এই বৃষ্টি আসলেই দরকার ছিল। আর বৃষ্টির মধ্যে চায়ের তুলনা হয় না। আপনার ওখানে যেমন মজনু চাচা আমার এখানে আছে ইউসুফ ভাই। প্রত্যেক এলাকাতেই মনে হয় এমন কেউ একজন থাকে যাদের চা না খেলে মনে হয় যেন কি একটা অপূর্ণ রয়ে গেছে। বিরামহীন চলতে থাকুক আপনার এই লেখালেখি।❤️

 2 years ago 

ইউসুফ ভাইয়ের জন্য শুভেচ্ছা রইল, হয়তো এই মানুষ গুলো আছে বিধায় এখনো বেশ আড্ডা জমে টংয়ের চায়ের দোকান গুলোতে ।

 2 years ago 

এত সুন্দর একটি ঘটনা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন সুন্দর সুন্দর ফটোগ্রাফির মধ্য দিয়ে যার জন্য খুবই ভালো লাগলো। আসলে সত্যি কথা বলতে কি ভাইয়া আপন পর নিয়ে আমাদের মনের ভেতর পার্থক্য নেই। যখন যার সাথে যেভাবে চলাচল হয় তখন তার সাথে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে কারণ আমরা বাঙালি জাতি। অন্যের সাথে সম্পর্ক বজায় রাখতে জানি যখন এক সাথে চলি কিন্তু আপনজনদের মাঝেই অনেক সময় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় দীর্ঘদিন একসাথে না চলার জন্য। দেখা সাক্ষাৎ না হওয়ার জন্য। সেদিকে আমাদের খেয়াল থাকে না। এটার জন্যোও বলব আমরা বাঙালি জাতি।

 2 years ago 

বাহ্ বেশ ভালোই বলেছেন দেখি । ধন্যবাদ মতামত দেয়ার জন্য।

 2 years ago 

আমি বড্ড রসিক মানুষ । সল্পতে রসিকতা খুঁজতে পছন্দ করি

ভাইয়া আপনার এই লাইনটা খুব বেশি ভালো লেগেছে।
তবে আপনি আপনার জীবনের গল্পটা কে এত সুন্দর ভাবে লিখেছেন পড়ে মনে হচ্ছে কোন বইয়ের লেখা গল্প। অসাধারন লিখেছেন ভাইয়া তবে দোয়া করি আপনি সেই মজনু চাচাকে পেয়ে যান,, আর পাঁচ টাকায় পুরো দিনের উসুল তুলে নেন। অনেক বেশি ভালো লাগে আপনার এই লিখা গুলো।

Hi @shuvo,
Good night! I hope you are well by the grace of Almighty .I am also well. In fact, in our life, it happens that people of blood get closer to strangers, because if we go to a person every day, then he really loves us. I was waiting for the episode. Thank you for sharing some of your thoughts with us.

 2 years ago 

তবে রক্তের সম্পর্কের বাহিরেও অনেক সম্পর্ক থাকে, যে সম্পর্ক গুলো অনায়াসেই জীবনের সঙ্গে অনেকটাই লেপ্টে যায় ।

একদম ঠিক বলেছেন ভাই। মজনু চারার অনুপস্থিতি আপনার কাছে যেমন খারাপ লাগছে। তার খোঁজ নেওয়া দরকার এমন মনে হচ্ছে৷ তেমনি আমাদের জীবণে অনেক মানুষ আছে যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই তবে তাদের জন্য আমাদের ভালোবাসার টান রক্তের সম্পর্কের চেয়েও বেশি। যাইহোক, আশা করি মজনু চাচা তার দোকান খুলবে আপনি আবার সেখানে চা খেতে পারবেন।
আসলে আপনার লেখা পড়ার সময় প্রতিটি চরিত্র চোখের সামনে ভেসে উঠে। খুব ভালো ছিলো ভাই। 💕💕💕💕

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66503.40
ETH 3078.67
USDT 1.00
SBD 3.70