একটু সময় লাগবে || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

জীবন সাময়িক। অল্প সময়ের জীবনে যদি বুদ্ধি করে বেঁচে থাকা যায় ,তাহলে হয়তো কর্মফলের মাধ্যমে সারাটা জীবন মানুষের অন্তরে গেঁথে থাকা সম্ভব। হয়তো কেউ আগে যাবে, কেউ পড়ে যাবে। তবে যেতে কিন্তু হবেই । তবে এই যাওয়া আসার ভিড়ে, দিনশেষে কতটুকু নিজের জন্য করলেন। সেটা কিন্তু মনে রাখতে হবে। নিজের জন্য করা মানে , কতটুকু নিজেকে বিলিয়ে দিলেন অন্যের মাঝে ব্যাপারটা এইরকম।

20220203_173047-01.jpeg

হয়তো আমি আপনি থাকবো না। তবে কর্মফল গুলো কিন্তু সারাজীবন রয়ে যাবে। হয়ত এগুলোই আমাদেরকে বাঁচিয়ে রাখবে, যুগ থেকে যুগান্তর । কেউ একদিন হয়তো খুঁজবে, আমি নামে কেউ একজন ছিল হয়তো তাকে সন্ধান করবে ।সার্থকতা তখন আমার ওখানেই । যে , আমি না থাকার পরেও, কেউ একজন আমাকে খুঁজে চলেছে ।

20220203_173034-01.jpeg

ভালো কাজ তো আর বলে বলে হয়না । তবে ভালো কাজের জন্য, মনেহয় মানসিকতার দরকার হয়। আসলে কাউকে বলে বুঝে ভালো কাজ করানো সম্ভব । হয়তো সেটা সাময়িক সময়ের জন্য । কিন্তু এই যুক্তিযুক্ত কথা গুলো মস্তিষ্কে ঢুকে দেওয়াই খুবই কঠিন । কারণ যতক্ষণ না পর্যন্ত আপনার বিবেক জাগ্রত না হয়, ততক্ষন না পর্যন্ত আপনি ভালো কোন কর্মে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে চাবেন না । বলতে পারেন এটা একটা বৈশিষ্ট্য । হয়তো সেটা পারিপার্শ্বিক অবস্থা থেকে শিখেছেন নতুবা ঐরকম অবস্থার ভিতর বড় হয়েছেন। এইজন্য আমার আপনার ভালো কাজ করতে অনেকটাই দ্বিধাগ্রস্থ হয়। কারণ আমরা এইসবের সঙ্গে অভ্যস্ত নই ।

20220203_173107-01.jpeg

এসব থেকে অবশ্য চাইলেই বহুভাবেই উত্তরণ সম্ভব । মানে চাইলেই বহুভাবেই নিজেকে মুক্তি দেওয়া সম্ভব । চাইলেই বিভিন্নভাবে ভালো কাজের সঙ্গে অংশগ্রহণ করা সম্ভব । যদি নিজের স্বতঃস্ফূর্ত ইচ্ছা থাকে । ইচ্ছা কোন ছেলেখেলা ব্যাপার না । ইচ্ছা হচ্ছে প্রবল আসক্তি। যদি আপনার ইচ্ছা সঠিকভাবে প্রয়োগ করতে চান। তাহলে যেকোনো কাজ আপনি খুব সরল সহজ ভাবে করতে পারেন ।

আচ্ছা, আমি মানলাম আপনার পারিপার্শ্বিক অবস্থা ,আপনার সামাজিকতা থেকে মোটামুটি যা কিছু আপনি শিখেছেন ,তা অনেকটাই মূলত আত্মকেন্দ্রিক । হ্যাঁ এইটা একদম সঠিক কথা যে, বর্তমান সময়ে আমরা সকলেই আত্মকেন্দ্রিক হয়েছি কিন্তু তারপরেও জীবন সকলের জন্য ।

20220203_173107-01.jpeg

আচ্ছা দেখুন তো , একটা বার চিন্তা করে। আজকে আমরা কাজী নজরুলকে নিয়ে পড়ছি, আজকে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে জানছি, আজকে আমরা সক্রেটিস, শেক্সপিয়ার ও আরো বহু বড় বড় ব্যক্তিদের জীবনী পড়ছি । তাদেরকে কি আমরা কখনও স্বচক্ষে দেখেছি, মোটেও না ।তাহলে তারা কিন্তু আজও আমাদের মাঝে বেঁচে আছে । হয়তো তাদের কর্মফলের জন্য । তাছাড়াও এই রকম হাজারো ভালো মানুষ এখনো বেঁচে আছে, আমাদের হৃদয়ে শুধুমাত্র তাদের সৎ কর্মের জন্য ।

আপনার পারিপার্শ্বিক অবস্থা, যেটাই হোক না কেন। আপনার মানসিকতা যতই উগ্র হোক না কেন । আমি মনে করি যে, যদি আপনার প্রথমত সদিচ্ছা ও ভালো কাজ করার ইচ্ছা জাগে, তাহলে আপনি যে কোন পরিস্থিতি থেকেই নিজেকে মানুষের মাঝে উজাড় করে দিতে পারেন । এখন আপনি ভাবতে পারেন যে, আপনি কি রকম ভালো কাজ করবেন । আসলে ব্যাপারটা এমন যে, আসলে আপনি কোন কাজটা রেখে কোন কাজটা করবেন । আচ্ছা আমি প্রথমে একটু সাধারণভাবে বলার চেষ্টা করছি ।

20220203_173029-01.jpeg

প্রথমত মানুষকে মানুষ ভাবতে শেখেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে, সর্বত্র নিজেকে বিকল্পভাবে বিভিন্ন কাতারে উপস্থাপন করতে শেখেন । আর অধিক প্রাপ্তি থেকে বিরত থাকুন। ভালো কাজ করতে গেলে তেমন কিছু লাগে না রে ভাই । এইতো উপরের যে, দুই তিনটা কথা বললাম । এই দুই তিনটা কথার মধ্যেই যদি আপনি কোন না কোন ভাবে নিজেকে সংযুক্ত করতে পারেন, দেখবেন যে আপনি নিজের থেকেই ভালো কাজ করছেন । ব্যপারগুলো যদিও কাকতালীয়, তবে বাস্তবে কিন্তু এমনটি ঘটছে প্রতিনিয়ত।

20220203_173005-01.jpeg

এই সংক্ষিপ্ত জীবনে, কত মানুষকে পরিবর্তন হতে দেখেছি । কত মানুষকে ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হতে দেখেছি। যা বলে শেষ করতে পারবো না । কত মানুষের অতীত জানি, যাদের অতীত ঘেঁটে দেখলে মোটামুটি একদম গায়ের লোম দাঁড়িয়ে যায়। আর আজ যখন তাদেরকে দেখি বিভিন্ন ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করছে, তখন একটা অতিরিক্ত ভালোলাগা বোধ কাজ করে এবং শ্রদ্ধাবোধ জাগে । যাইহোক মানুষ পরিবর্তনশীল ।পরিবর্তন তারা হবেই, হয়তো শুধুমাত্র একটু সময় লাগবে ।।

ধন্যবাদ সকলকে

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

তাছাড়াও এই রকম হাজারো ভালো মানুষ এখনো বেঁচে আছে, আমাদের হৃদয়ে শুধুমাত্র তাদের সৎ কর্মের জন্য ।

মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে বদলায়।

আমাদের সবার জীবণ এমন ভাবেই গড়ে তুলতে হবে, যাতে মরার পরও মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে। আসলে মানুষ সব সময় খারাপ কাজে লিপ্ত থাকবে এমন না। কারণ বিবেকের তাড়নায় মানুষ বদলায় কেউ আগে আবার কেউ পরে।
আপনার পোস্ট পড়তে অসাধারণ লাগে। আপনার পোস্ট থেকে অনেক কিছু শেখার আছে। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

হয়তো আমি আপনি থাকবো না। তবে কর্মফল গুলো কিন্তু সারাজীবন রয়ে যাবে। হয়ত এগুলোই আমাদেরকে বাঁচিয়ে রাখবে, যুগ থেকে যুগান্তর ।

ভাইয়া আপনি সব সময় অনেক শিক্ষণীয় বিষয় তুলে ধরেন আপনার লেখার মাঝে এতে কোন সন্দেহ নেই। আমরা যারা আপনার পাঠক রয়েছি তারা সব সময় আপনার কাছে অনেক কিছু সম্পর্কে জানতে পারি এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বুঝতে পারি। আসলে আমি আমার ব্যক্তিগত অভিব্যক্তি থেকেই একটি কথা বলছি আমি আসলে আপনাকে সব সময় নিজের বড় ভাইয়ের জায়গায় রাখতে চাই। কারণ আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি। আমাদের বাস্তব জীবনের উপলব্ধি গুলো আপনার কাছে শিখেছি। সত্যি কথা বলতে এই পৃথিবীতে বিচিত্র রকমের সব মানুষ বসবাস করে। কিন্তু সবাই মানুষকে উৎসাহ দিতে পারে না। আপনার কথাগুলোর মাঝে আমি অনেক কিছু শিখতে পারি এবং ভালো কাজের প্রতি উৎসাহ পাই। সত্যি ভাইয়া আমাদের এই ক্ষুদ্র জীবন তখনই সার্থক হবে যখন আমরা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়ার পরও মানুষ আমাদের মনে রাখবে এবং ভালোবাসবে। আমাদের কর্মফলের মাধ্যমে আমরা সারা জীবন বেঁচে থাকবো সকলের অন্তরে। আসলে সময় পরিবর্তনের সাথে সাথে সকলেই পরিবর্তন হবে কিন্তু একটু সময় লাগবে। ভাইয়া অনেক সুন্দর করে কিছু কথা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

কারণ যতক্ষণ না পর্যন্ত আপনার বিবেক জাগ্রত না হয়, ততক্ষন না পর্যন্ত আপনি ভালো কোন কর্মে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে চাবেন না ।

বিবেক হচ্ছে আমাদের অমূল্য সম্পদ। আমরা যদি আমাদের বিবেককে জাগ্রত করতে না পারি তাহলে এই মানব জীবন বৃথা। মানব জীবনের সার্থকতা রয়েছে ভালো কাজের মাঝে। আমরা যদি ভালো কাজ না করতে পারি তাহলে আমাদের এই মানব জীবন শুধুই বৃথা। মানুষের কর্ম মানুষকে সারা জীবন বাঁচিয়ে রাখে। আমরা যদি এই পৃথিবীতে ভালো কাজ করি তাহলে তার ফল আমরা সকলেই পাবো। ভালো কাজের মাঝে জীবনের প্রকৃত সার্থকতা লুকিয়ে থাকে। হয়তো আমরা নিজেকে পরিবর্তন করতে চাই না বা পরিবর্তন করি না। এটি আমাদের মানসিকতার সমস্যা। যদি নিজেকে পরিবর্তন করতে পারি তাহলে আমাদের মানবিকতার পরিবর্তন হবে। সবকিছুই স্বাভাবিক সুন্দর হবে এবং সুন্দর মানসিকতা গড়ে উঠবে সকলের। কিন্তু একটু সময় লাগবে। এটাই হচ্ছে জীবনের বাস্তবতা। অনেক সুন্দর কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার পোস্ট সবসময় দর্শন চর্চার অন্যতম একটি মাধ্যম। আসলে দিন শেষে আমরা আমাদের নিজের জন্য কি করতে পারলাম সেটাই মুখ্য বিষয়। যেদিন থাকবো না তখন যদি কারো মনে একটু জায়গা করে না যেতে পারি তাহলে জীবনের সার্থকতা কোথায়। অন্যের মাঝে কর্মের মাধ্যমে বেঁচে থাকাতে জীবনের আসল সত্য কথা আমরা খুব কম সংখ্যক লোকের মাঝে দেখতে পাই। আপনি বিভিন্ন গাছপালার ছবি আমাদের মাঝে উপস্থাপন করেছেন অথচ আমরা গাছের মধ্য দিয়ে শিক্ষা অর্জন করতে পারি। এই গাছপালা আমাদের শুধু দিয়েই যাচ্ছে নিঃস্বার্থভাবে অর্থাৎ সার্থকতার শিক্ষাটা আমরা গাছপালা থেকে নিতে পারি। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার মনে হয় বর্তমান সময়ে ভালো থাকাটাই সব চাইতে কঠিন একটি কাজ। খারাপ কাজ বা খারাপ হবার জন্য আমাদের চারিদিকে নানা রকম প্রলোভন ছড়িয়ে আছে। কথায় আছে ৬ টি রিপুকে দমন করতে পারলে সিদ্ধ পুরুষ হওয়া যায় কিন্তু এটা করা সত্যিই অসম্ভব। সাধারণ মানুষ হিসেবে আমরা যেটুকু পারি সেটা হচ্ছে যতটা সম্ভব চেষ্টা করা। এভাবে হয়তো শেষ সময়ে মনে হবে ভালো কিছু করতে না পারলেও অন্তত খারাপ কিছু তো করিনি। আজকের টপিকটি সত্যি অনেক ভালো ছিল। খুবই সুন্দর ভাবে গুছিয়ে বিষয়গুলো শেয়ার করেছেন। ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেকেই পরিবর্তিত হয়ে যায়।শুধু একটু সময় লাগে, হয়তো অনেকে আবার হয় ও না।তবে যারা পরিবর্তিত হয়ে ভালো কাজে মন দেয় তারা সত্যিই দারুণ।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাই আজকে আপনার পোষ্টটি পড়ে আমার খুবই ভাল লাগল। আসলে আপনার পোষ্ট পড়ার মানে এর ভিতর আমাদের জন্য শিক্ষানীয় অনেক দিক রয়েছে। আজকে আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লেগেছে। কারণ আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে মানুষত্ব বোধ এর বিষয়গুলো তুলে ধরেছেন। আসলেই আমরা যদি সদিচ্ছা নিয়ে কাজ করি তাহলে যেকোনো পরিস্থিতিতে আমরা অনেক উন্নত করতে পারব। আর প্রথমে আমাদের মানসিকতা ঠিক থাকতে হবে, খুবি গুরুত্বপূর্ণ কথা বলেছেন।খুবি ভালো লাগছে আমার।আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

সময় তো একটু লাগবেই। তাই অপেক্ষার সময় টুকু, এমনি এমনিতে পার হবে না। এ জন্য বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে। এ সময় আপনি দুর্বল এবং ভঙ্গুর হয়ে গেলে। কাঙ্খিত সময়ের কাছে আপনি পৌঁছাইতে পারবেন না। এ সময় টিকে থাকার ব্যত্যয় ঘটলে, আপনাকে কাঙ্ক্ষিত পথের পৌঁছার আগেই , কোন ছোট বা বড় পথের দিকে ঠেলে নিয়ে যাবে। আপনার মন্তব্যগুলো সুন্দর করে তুলে ধরেছেন। স্বাগতম।

 2 years ago 

তবে কর্মফল গুলো কিন্তু সারাজীবন রয়ে যাবে।

ঠিকই বলেছেন ভাই আপনার কাজই আপনাকে মৃত্যুর পরেও মানুষের কাছে বাঁচিয়ে রাখবে। যেমনটা হয়েছে বিখ্যাত ব‍্যক্তিদের ক্ষেএে। তেমনটা আমাদের যে শুধু ভালো কাজের জন্য পৃথিবী মনে রাখবে তা না। আমাদের মন্দ কাজের জন্য মৃত্যুর পরে শত শত বছর ধরে আমাদের নিন্দা হতে পারে যেমনটা মির জাফর বা হিটলার এর ক্ষেএে দেখা যাচ্ছে। অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন ভাই।।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাই আপনি একদম সঠিক বিষয় তুলে ধরেছেন।ভালো হওয়ার জন্য নিজের বেশি কিছু লাগে না।নিজেদের মধ্যকার মনুষ্যত্ব বোধ জাগ্রত করতে হবে এবং ভালো কোনো কিছু করার প্রবল আগ্রহ থাকতে হবে।আমাদের উচিত একজন মানুষের পূর্বের কৃত কর্ম গুলো দিয়ে তাকে বিবেচনা না করে, বরং বর্তমানে ভালো কাজের জন্য উৎসাহিত করা।সুন্দর ছিল আপনার ব্লগটি।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 68781.96
ETH 3736.20
USDT 1.00
SBD 3.73