দীর্ঘদিন পরে তামান্না বিরিয়ানি হাউজে
গত কয়েকদিন আগে শহরে যখন জমির দলিল সংক্রান্ত কাজে গিয়েছিলাম, এই মুহূর্তটা সেদিনের। যেহেতু দলিল অফিসে অনেকটা সময় অতিবাহিত হয়েছিল, তাই সব কাজ শেষ করার পরে দুপুর বেলার দিকে আমরা অনেকটাই ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম।
অবশেষে বাল্যবন্ধু রনির সদ্য নির্মিত তামান্না বিরিয়ানি হাউজে উঁকি দেওয়ার চেষ্টা করেছিলাম। ভিতরটা অনেক সুন্দর গোছানো পরিপাটি, তাছাড়া যারা স্টাফ আছে তারা সকলেই পূর্ব পরিচিত। সবার সঙ্গেই হাসিমুখে কুশল বিনিময় করার চেষ্টা করলাম।
ভিডিও লিংক
যেহেতু বন্ধুর হোটেল, তাই আমাদের খাতির যত্নের কোন ত্রুটি হয়নি বরং শতভাগ সার্ভিস পেয়েছি । সেদিন অবশ্য বাবু ছিল না আমাদের সঙ্গে, তাই খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। সোজা হোটেলে ঢুকে ভিআইপি কেবিনে নিজেদের জায়গা বুক করে রেখে, ফ্রেশ হয়ে মেনু কার্ড দেখে খাবার অর্ডার করে দিয়েছিলাম।
যেহেতু প্রচুর ক্ষুধার্ত ছিলাম তাই আমি খাসির কাচ্চি বিরিয়ানি অর্ডার করেছিলাম এবং হিরা অর্ডার করেছিল সাদা ভাত, ছোট মাছের তরকারি, রুই মাছ ভুনা, বাদাম ভর্তা এবং মসুরের ডাল। তবে মজার ব্যাপার হচ্ছে, তারা আমাদেরকে অতিরিক্ত তেঁতুলের চাটনি দিয়েছিল। যেটা খাবারের সঙ্গে খেতে দারুণ লেগেছিল।
খাবার টেবিলে আসা মাত্রই, অহেতুক সময় বিলম্ব না করে পেট ভরাতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আহা, পুরোই যেন অমৃত। কখন যে চেটেপুটে সব খেয়ে ফেলেছি তা যেন বুঝে উঠতেই পারিনি। এমনিতেই প্রচুর ক্ষুধার্ত ছিলাম, তার ভিতরে এমন সব লোভনীয় ও স্বাদযুক্ত খাবার আমাদের সেদিনের ক্ষুধার্ত দুপুর কে যেন পরিতৃপ্তি দিয়েছিল।
বলতে গেলে অনেকটা দিন পরে সেদিন এরকম সময় কাটিয়েছিলাম, তাই চেষ্টা করেছিলাম আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে ভিডিও ধারণ করার জন্য, যাতে আপনাদের সঙ্গে মুহূর্তটা ভাগাভাগি করে নিতে পারি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভিডিওটা এখনো দেখিনি পরে সময় করে দেখব। আপনার কাচ্চি বিরিয়ানির রং দেখে খুব লোভ লাগছে। আপনার ভিডিওগুলো বেশ ভালই হয়। আমি আগেও দেখেছি। বন্ধুর হোটেলে খেতে যাওয়ার মজাই আলাদা। সব সময় একটু হলেও বেশি কেয়ার পাওয়া যায়।
খাতির যত্নের কোন ত্রুটি হয়নি, এটা একদম বলতেই হচ্ছে। সময় করে ভিডিওটা দেখে নিয়েন, খুশি হবো।
বাল্যবন্ধুর বিরিয়ানি হাউজ তাহলে তো জমিয়েই খেয়েছেন ভাইয়া।তাছাড়া বাল্যবন্ধুদের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক থেকেই যায় তাই অনেককিছু ফ্রী খাওয়ার সুবিধাও পাওয়া যায়।আপনারা দুজন বেশ উপভোগ করেছেন, ভিডিওটি ভালো লাগলো দেখে।ধন্যবাদ আপনাকে।
এটা সত্য অনেক সুযোগ-সুবিধা বেশি পেয়েছি এবং পয়সাও কম রেখেছিল।
এমন দেখিয়ে দেখিয়ে আপনি একা একা বিরিয়ানি টা খেয়ে নিলেন? এ কিন্তু ভারী অন্যায় ভাই। শুধু ছবি দেখে শান্তি হলো না। আপনি যতদিন না ডেকে এই হোটেলের বিরিয়ানি আমাদেরকে খাওয়াবেন ততদিন আমাদের শান্তি হবে না। হা হা হা। যাইহোক আপনি দারুন সুন্দরভাবে ভিডিওগ্রাফি করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন বলে ধন্যবাদ।
চলে আসুন দাদা, অবশ্যই বিরিয়ানি খাওয়াবো আপনাকে।
তামান্না বিরিয়ানি হাউজের বিরিয়ানির ফটোগ্রাফি এর আগেও আপনার পোস্টের মাধ্যমে দেখেছিলাম। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে খাসির বিরিয়ানির স্বাদ ছিলো এককথায় দুর্দান্ত। জমিজমা সংক্রান্ত ঝামেলা শেষ করে বেশ তৃপ্তি সহকারে খাবার খেয়েছিলেন ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্য বিরিয়ানির স্বাদ আসলেই বেশ ভালো ছিল ভাই।
দীর্ঘদিন পরে তামান্না বিরিয়ানি হাউজে বিরিয়ানি খেয়েছেন। আপনার বিরিয়ানির রং দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক মজাদার হয়েছিল। আপনার ফটোগ্ৰাফি এবং ভিডিওগ্ৰাফিটি দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া আপনাকে।