নির্ঘুম রাত
গতরাতেই আমার এক জেনারেল সার্জারির কলিগের সঙ্গে কথা বলে রেখেছিলাম। এমনিতেই পুরনো কলিগ, তার ভিতরে দীর্ঘদিন পরে আমার ফোন পেয়ে সে কিছুটা অবাকই হয়েছিল ।
বেশ কয়েকদিন হল, শরীরের একটা অংশে ছোট টিউমারের মত হয়েছিল। তাছাড়াও যেহেতু ভাইরাল জ্বরে ভুগছি, তাই মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম পুরো শরীরটা একবারে ভালোভাবে চেকআপ করিয়ে নেব। বলতে গেলে বেসিক যে টেস্ট গুলো আছে, সেগুলো একটু করিয়ে দেখব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা।
মুঠোফোন মারফতে ছবি তুলে টিউমারের ছবি কলিগকে পাঠিয়ে দিয়ে ছিলাম। তারপর সে আমাকে বলল, ঠিক আছে পরের দিন সন্ধ্যেবেলায় তার ক্লিনিকে যাওয়ার জন্য ।
এমনিতেই সারাদিন ধরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে, তারপরেও আমার গন্তব্য কলিগের ক্লিনিক এর উদ্দেশ্যে।
সন্ধ্যের আগেই পৌঁছে গিয়েছিলাম ক্লিনিকে, মোটামুটি টেস্টগুলো করাতে বেশ ভালোই সময় লেগেছিল, তাছাড়া রিপোর্টগুলো যখন দেখালাম কলিগকে, তখন সে বলেছিল সবকিছু ঠিকঠাকই আছে, তুমি চাইলে অপারেশন করিয়ে নিতে পারো।
যেহেতু খুব একটা মেজর অপারেশন না, তারপরেও রাতটা ক্লিনিকে থাকতে হবে। কেননা কলিগ নিজেই তার অবজারভেশনে রাখতে চেয়েছে। বাড়িতে ফোন করিয়ে জানিয়ে দিলাম, যেন তারা আমার জন্য দুশ্চিন্তা না করে।
লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশনটা করা হয়েছিল, তাই বলতে গেলে অপারেশন চলাকালীন পুরোটা সময় বেশ ভালোই গল্প-গুজব হয়েছিল কলিগের সঙ্গে।
এখন যখন লেখাটা লিখছি, তখন মোটামুটি অপারেশন শেষ। অনেকটা সময় ঘুমিয়েও ছিলাম, বেশ উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, তাছাড়া শিরায় স্যালাইন চলছে। বলতে গেলে আগের থেকে কিছুটা সুস্থবোধ করছি এখন, তবে বড্ড একাকী লাগছে।
কেবিনের জানালা দিয়ে বাইরে বৃষ্টি পড়ার শব্দ শুনছি আর মাঝে মাঝেই দমকা বাতাস যখন জানালা দিয়ে আসছে, তখন কিছুটা শিহরণ লাগছে নিজের ভেতরে। বারবার ফেলে আসা জীবনের কথাগুলো মনে পড়ছিল, একসময় এরকম কত অপারেশন অ্যাসিস্ট করেছিলাম আর আজ নিজেই রোগী হয়ে কেবিনে শুয়ে আছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
নির্ঘুম রাতের গল্প পড়ে ভালো লাগলো ভাইয়া। যাক টিউমারটি অবশেষে রিমুভ হয়ে গেলো।একাকি রাতে এমন পরিস্থিতিতে ঘুম আসেনা চোখে।এই সময়ে আপনি ফেলে আসা স্মৃতি রোমন্থন করছিলেন শুয়ে শুয়ে।খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এমনটাই আশাকরি।
এখন আগের থেকে অনেকটাই সুস্থ, তবে পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে আপু।
জীবনটা আসলে এমনই ভাই, কখন কি হয়ে যায় বলা যায় না। যাইহোক অপারেশন ঠিকঠাক মতো হয়েছে, জেনে খুব ভালো লাগলো। হসপিটাল কিংবা ক্লিনিকে থাকতে সত্যিই খুব খারাপ লাগে। সময় যেনো কাটতেই চায় না। তাছাড়া রাতের বেলা তো একেবারেই ঘুম হয় না। যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
গতকাল রাতটা আসলেই বেশ দীর্ঘ ছিল আমার জন্য। ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পারার জন্য।
এটাই সময়ের ব্যবধান ভাই। একটা সময় আপনি অ্যাসিস্ট করেছেন কিন্তু আজকে আপনি নিজেই সেখানে শুয়ে আছেন। যাইহোক মেজর কোন সমস্যা না হলেও যে দ্রুতই করে নিয়েছেন দেখে ভালো লাগল। আশাকরি পুরোপুরি সুস্থ্য হয়ে যাবেন আপনি। আপনার জন্য শুভকামনা।।
ধন্যবাদ ভাই আপনাকে। ভালোবাসা নিরন্তর।
অনেক সময় টিউমার মারাত্মক হয়ে থাকে। আপনি অপারেশন করিয়ে নিয়ে ভালোই করেছেন ভাইয়া। না হলে পরবর্তীতে ঝামেলা হয়ে যেত। তবে ভাইয়া আপনি কিন্তু সত্যিই অনেক পরিশ্রমী একজন মানুষ। এত অসুস্থতার মাঝেও নিজের কাজগুলো ঠিকমতো চালিয়ে যাচ্ছেন এটা দেখে সত্যিই উৎসাহ পাই।