কিউরিসিটি ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

20211023_205026.jpg
অস্বাভাবিক আচরণ তার
শুনেছিলাম মাদকাসক্ত হয়ে গিয়েছে,
কারণ প্রতিনিয়ত অস্থিরতা চিল্লাচিল্লি
অসঙ্গতিপূর্ণ আচারণে অভ্যস্ত সে ।

মানবিক দায়িত্ববোধ তার ভিতরে নাই
আসলে তার ভিতর মনুষ্যত্ব,
জিনিসটা অনেক আগেই হারিয়ে গিয়েছে।
ব্যপারগুলো এমন যে,
মাদক তাকে ধ্বংস করে ফেলেছে ।

যদিও প্রথমে তার কিউরিসিটি ছিল
পরে মাদক সঙ্গী হয়েছে।
সে এখন সম্পূর্ণ মাদকাসক্ত,
সে পরিবারের চিন্তার মূল এখন
পরিবার গিলতেও পারছে না
ফেলতেও পারছে না ।

দায়িত্ববোধের অভাব ছিল
এককথায় পরিবারের
পরিবার তাকে সময় দেয়নি
যার কারনে তার এই অবস্থা ।
মেধা ছিল কিন্তু পচে গিয়েছে
সেখানে মাদক জায়গায় করেছে
বিস্তার করেছে ইনিয়ে-বিনিয়ে জাল ছড়িয়েছে
ভালোত্ব সেখানে আর দেখা যায় না ।

ও কি একা নষ্ট হয়েছে, না
এমনটা প্রতিনিয়তই
আশেপাশে তাকালেই
দেখা যায় এই অবস্থা
আসলে পরিবেশটাই দূষিত হয়ে গিয়েছে।
এখান থেকে নিজে ভাল না হলে,
সমাজটাকে ভালো করা খুব কঠিন হয়ে যাবে।

বিঃদ্রঃ পাশের বাসার শান্ত ছেলেটা অশান্ত হয়েছে । মাদক তাকে শেষ করে দিয়েছে ।

Sort:  
 3 years ago 

বাংলাদেশের হাজার হাজার তরুণ সমাজ মাদক আসক্ত হয়ে এখন ধ্বংসের পথে। জীবনের মানেটাকে তারা ভুরুর গিয়েছে। আপনি কিউরিসিটি নিয়ে অনেক সুন্দর লিখেছেন। আজ পরিবারের সচেতনতার অভাবে অনেক তরুণ সমাজ এই ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এতো গুরুত্বপূর্ণ কিছু লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলেই ভাইয়া একটি ভাল ছেলেকে শুধুমাত্র মাদকাসক্ত একদম শেষ করে দিতে পারে এটা আমি নিজে প্রমাণিত ।আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার এক বন্ধু ছিল খুব ভাল ছাত্র সেও এমন এক পর্যায়ে মাদকাসক্ত হয়ে যায় তারপর তার পড়ালেখা হয়নি সে পড়ালেখার টাকা দিয়ে বন্ধুদের সাথে নেশা করত।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে মাদকাসক্তি আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে এদেশের মানবসম্পদকে। এই নেশার কারণে আজ আমাদের অনেক পরিবার একদম ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস হয়ে যাচ্ছে দেশের মানব সম্পদ।তাই আমাদের সচেতন হয়ে এই মাদকাসক্তি থেকে সমাজ, দেশকে বাঁচাতে সকলকে সহযোগিতা করতে হবে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

মাদকাসক্ত ভয়ানক এক অভিষাপ যে এর কবলে একবার পরে ফিরে আশা খুবই কষ্ট।আমার এক বন্ধুকে দেখেছিলাম মাদকাসক্ত সে নিজের পরিবার কে কিভাবে যন্ত্রনা এবং মানশিক চাপ দিত বাবা মা তাকে ফেলেও দিতে পারতো না পেটের সন্তান বলে কথা।

অনেক সুন্দর এবং গুছিয়ে আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করেছেন ভাইয়া।💖

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

মাদক যে গ্রহণ করে শুধু সে নষ্ট হয়না তার সঙ্গে তার গোটা পরিবার শেষ হয়ে যায় এই চিন্তায় নেতার ছেলেটা আসলে কি হয়ে গেল। আর একটা মানুষ অতিরিক্ত প্রেসার বা পরিবারের সময় কিংবা চারসাইডের ডিপ্রেশন এর কারনে সে এদিকে জড়িত হয় এবং পরবর্তীতে সে আসক্তিতে পরিণত হয়। আপনি একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

মাদক আমাদের জীবনে অভিশাপের মত। একটি সুন্দর ফুলের মত জীবনকে ধ্বংস করে দেয় মাদক। মাদকের ভয়াবহ করালগ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে হাজারো পরিবার। একটি ফুলের মতো নিষ্পাপ জীবন হারিয়ে যাচ্ছে অন্ধকারের অতলে। শুধুমাত্র তার জীবন নষ্ট হচ্ছে তা নয় একটি পরিবার ধুঁকে ধুঁকে মরে যাচ্ছে। একজন ব্যক্তি যখন মাদকাসক্ত হয় তখন সমাজের চোখে তাকে খুবই নিচু মনে করা হয়। তার পরিবারকে সমাজের সামনে মাথা নিচু করে চলতে হয় সবসময়। তাই আমাদেরকে সময় থাকতে সচেতন হওয়া উচিত। মাদক থেকে সবসময় দূরে থাকা উচিত। আজ আমি যদি মাদক থেকে দূরে থাকি তাহলে বেঁচে যাবে আমার পরিবার এবং আমি পাবো একটি সুন্দর ভবিষ্যৎ। এত সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি এখানে আপনার মনের ভাবটা অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। মাদক এমন একটা জিনিস যা মানুষকে ধ্বংস করে থাকে। পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে আশেপাশের মানুষ যারা আছে তাদেরকে ধ্বংস করে দেয় অতিষ্ঠ হয়ে যায় পাড়া-মহল্লায় তার আচরণের কারণ। আমি জানিনা আপনি কি উদ্দেশ্য করে লিখেছেন। সেটা মাদক না হলে অন্য কিছু হতে পারে। এমনও হতে পারে সেটা আমাদের মত কিছু লোকের আচরণকে আপনি বুঝাতে চাইছেন। যাইহোক আপনার এত সুন্দর লেখার ব্যখ্যা করা আমার পক্ষে সম্ভব না। আপনি যথেষ্ট জ্ঞানী মানুষ একজন ডক্টর আমার তো পড়াশুনা নেই বললেই চলে। আমাদেরকে আপনার পোষ্ট থেকে জ্ঞান অর্জনের কিছুই না কিছু আছে আপনি ইঙ্গিত দিয়েছেন। আপনার এত সুন্দর লেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

কিছু সত্যি কথা বললেন কবিতাটির মাধ্যমে , একটি ছেলে একটি পরিবার আর একটি দেশ নষ্ট করার জন্যে এই একটু খানি মাদক এই যথেষ্ট। যেকোনো মানুষ কে একটি খারাপ পথ থেকে ফেরানো গেলে ও এই মাদক আসক্ত মানুষকে এই পথ থেকে ফেরানো সম্ভব হয়না। অনেক ভালো লাগলো কবিতা টি , অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে মাদক আমাদের সমাজ তাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের যখন খেলাধুলা পড়াশোনার বয়স তখন মাদকাসক্ত হয়ে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এটা খুবই খারাপ লাগার একটি বিষয়।দিনে দিনে মাদকাসক্ত হয়ে কিশোর গ্যাং বাড়ছে। আসলে অভিভাবক যদি একটু খোঁজখবর এবং সন্তানের দায়িত্ব নেয় তাহলে কিন্তু মাদকাসক্ত হয়না। নিজের সন্তান কি করছে? কখন প্রাইভেট থেকে আসছে? কার সাথে ঘুরছে এগুলো অভিভাবকের খোঁজ খবর নেয়া উচিত তাহলে আমাদের সমাজটা সুন্দরভাবে গড়ে উঠবে।অনেক সুন্দর লিখছেন ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আমি একসময় কমিউনিটি পুলিশিং ফোরামের মাদকের বিরুদ্ধে কাজ করতাম এবং এই কাজ করতে গিয়ে আমাদের এলাকায় মাদকাসক্ত অনেক যুবককে ভালো করাতে সক্ষম হয়েছি এবং মজার বিষয় হচ্ছে তারা এখন সুন্দর করে ছড়া কবিতা গল্প লেখে এবং নিয়মিত আমার সাথে তাদের যোগাযোগ আছে♥♥

একটি ছেলে কখন কিভাবে কেন মাদকাসক্তের জড়িয়ে পড়ে এর উত্তর আগে আমাদের খুঁজে বের করে তারপর কাজ করতে হবে।এবং এর মূল ভিত্তি হচ্ছে পরিবার।♥♥

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54