রবিবারের আড্ডা - ৮৭ | এবিবি ফিচার্ড পোস্ট আড্ডা - ৯ পর্ব
ব্যানার ক্রেডিটঃ @hafizullah
আমার বাংলা ব্লগের আয়োজন রবিবারের আড্ডার নতুন সংযোজন হচ্ছে এবিবি ফিচার্ড পোস্ট নিয়ে আলোচনা। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো মাসের বাছাই করা ফিচার্ড পোস্ট থেকে কিছু পোস্ট মনোনীত করে, সেই পোস্ট গুলো নিয়েই আলোচনা করা হয়। মূলত মনোনীত পোস্টগুলো যারা লিখেছেন, ঠিক সেই অথরদের কথা গুলোই তুলে ধরা হয় এই শো'র মাধ্যমে। এখানে অথররা সাবলীলভাবে চেষ্টা করে তাদের নিজের পোস্ট নিয়ে মতামত দেওয়ার জন্য।
তাছাড়া এই অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেহেতু চারজন অতিথি থাকে প্রথমত দুইবারে চারজন থেকে পাঁচজন অতিথির মতামত শোনা হয়, দ্বিতীয়তঃ কিছুটা বিরতি দিয়ে উপস্থিত দর্শকদের মতামত গ্রহণ করা হয় এবং নিজেদের পছন্দের গান শোনা হয়। সর্বশেষে উপস্থিত সকল দর্শক ও শ্রোতাদের জন্য থাকে শুভেচ্ছা পুরস্কার ।
প্রথম অতিথিঃ @monira999
ভেরিফাইড সদস্য,আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ যখন কোনো পোস্ট যদি ফিচার্ড আর্টিকেল এর জন্য মনোনীত হয়, তখন সেটা খুবই আনন্দের হয়। সেই জায়গা থেকে আমার এই পোস্টটা, ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত হয়েছিল,সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। যেহেতু আমি প্রতি সপ্তাহে একটা করে রেসিপি পোস্ট শেয়ার করি, তবে মজার ব্যাপার হচ্ছে, যখন আমি এই রেসিপিটা বানাতে গিয়েছিলাম, তখন সবকিছু প্রস্তুত ছিল কিন্তু পাতুরি করার জন্য যে লাউ পাতা প্রয়োজন হয় , সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে আমি তেলাকচুর পাতা দিয়ে পাতুরিটা বানিয়েছিলাম। গরম গরম খেতে বেশ মজা হয়েছিল। এটিই ছিল মূলত আমার এই পোস্টের পিছনের ঘটনা।
দ্বিতীয় অতিথিঃ @selinasathi1
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃএই যে আমাদের দেশে নতুন স্বাধীনতা আসলো, কত মায়ের বুক খালি হলো, কত ছাত্ররা নিহত হলো কিংবা কত ছাত্ররা পঙ্গু হলো বা অন্ধ হয়ে গেল, তারপরেও কি আমরা বৈষম্য দূর করতে পেরেছি। আমার তো মনে হয় বৈষম্য এখনো দূর হয়নি, তবে আমি ভীষণ আশাবাদী একদিন বৈষম্য দূর হবে। আমার এই কবিতাটা যখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলাম, তখন অনেকেই আমাকে ফোন করে জানিয়েছিল, বলেছিল এদেশ থেকে কখনই বৈষম্য দূর করা সম্ভব হবে না। তবে আমি তাদেরকে বলেছিলাম, আমি আশা নিয়ে বেঁচে থাকতে চাই।
তৃতীয় অতিথিঃ @rahnumanurdisha
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ যেহেতু আমার ছোট ভাইয়ের ছোটবেলায় কথা শিখতে কিছুটা সময় লেগেছিল, তাই আমার বাবা ইচ্ছে করেই ওর জন্ম নিবন্ধনে দু'বছর কমিয়ে দিয়েছিল। সেই হিসেবে ওর বয়স এখন ১১, তবে ও এবার অষ্টম শ্রেণীতে উঠেছে। যেহেতু সামনেই পরীক্ষা, তাই স্কুল কর্তৃপক্ষ কোনভাবেই ওকে পরীক্ষাতে বসতে দিতে চাচ্ছে না, কেননা অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিতে গেলে সর্বনিম্ন ১৩ বছর লাগবে। যেটা এখনো ওর জন্ম নিবন্ধন অনুযায়ী হয়নি। যেহেতু ডাটাগুলো অনলাইনে সাবমিট করা ছিল, তাই আর কোন ভাবেই পরিবর্তন করা যাচ্ছে না। তবে স্কুল কর্তৃপক্ষ বলেছিল নতুন করে ফেক জন্ম নিবন্ধন তৈরি করার জন্য, তবে আমরা সেদিকে এগিয়ে যাই নি। বলতে গেলে এ থেকে এক প্রকার আমরা শিক্ষা পেয়েছি এবং সবাইকে বলতে চাই জন্ম নিবন্ধন, ভোটার আইডি কিংবা পাসপোর্ট এর ক্ষেত্রে অবশ্যই সঠিক তথ্য দেওয়া উচিত নতুবা পরবর্তীতে বিশাল ঝামেলা পোহাতে হয়।
অতিথি ও শ্রোতাদের শুভেচ্ছা পুরস্কার তাৎক্ষণিক পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুরস্কার বিতরণের সম্পূর্ণ অবদান @rme দাদার
মূলত এভাবেই আয়োজন করা হয়েছিল এবিবি ফিচার্ড পোস্ট সংক্রান্ত আড্ডা। আমাদের চিন্তাধারা প্রতিনিয়তই ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রম চিন্তা-ভাবনা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই প্রতিনিয়ত সামনের দিকে। আশাকরি আমাদের সঙ্গে সকলেই থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংকঃ
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
রবিবারের আড্ডা এবারের এবিবি ফিচার্ড পোস্ট আড্ডা বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি। সবার কথা শুনে খুব ভালো লাগলো। আড্ডার মাধ্যমে প্রত্যেকের পোস্ট সম্পর্কে অনুভূতি জানতে পেরে বেশ ভালো লাগছে। সবাই খুবই দারুণ অনুভূতি শেয়ার করেছে। ধন্যবাদ আপনাকে এই রিপোর্ট সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এবিবি ফিচারড পোস্ট আড্ডার এই রিপোর্ট দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। যারা গতকালকে উপস্থিত ছিল না তারা খুব ভালোভাবে পুরোটা জেনে নিতে পারবে এই পোস্ট পড়ে। আমি নিজেও পুরোটা ভালোভাবে জেনে নিতে পারলাম। অনেক ধন্যবাদ এই রিপোর্ট সুন্দর করে সবার মাঝে তুলে ধরার জন্য।
আপনার পোস্ট সিলেক্ট হয়েছিল কিন্তু আপনি উপস্থিত ছিলেন না আপু। যাইহোক পরবর্তী সময়ে উপস্থিত থাকিয়েন।
https://x.com/sharifShuvo11/status/1843313934390223009?s=19
রবিবারের আড্ডায় যারা অতিথি হয়ে এসেছে তাদের মন্তব্য দেখে অনেক ভালো লেগেছে। ফিচারড আড্ডার মুহূর্তটা সবাই অনেক ভালোভাবে উপভোগ করেছে বুঝতেই পারছি দেখে। পুরোটা এই পোস্ট পড়ে সুন্দরভাবে জেনে নিলাম, এতে অনেক ভালো লাগছে।
রবিবারের আড্ডায় আমাকে অতিথি হিসেবে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আমার রেসিপি পোস্ট আপনাদের সবার ভালো লেগেছিল এটা জেনে সত্যি অনেক ভালো লেগেছে। রবিবারের আড্ডায় অনেক সুন্দর সময় কাটিয়েছি ভাইয়া।
আপনার পোস্টটা আসলেই বেশ নান্দনিক ছিল, তাছাড়া রেসিপিটাও বেশ লোভনীয় ছিল কিন্তু আপু।
এবারের রবিবারের আড্ডায় এবিবি ফিচার্ড পোস্ট নিয়ে আলোচনা করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। যারা এই আড্ডার অতিথি ছিলেন তাদের সবাইকে অভিনন্দন। এই আড্ডার মাধ্যমে অতিথিদের মতামত থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে সম্পূর্ণ রিপোর্ট শেয়ার করার জন্য।
এই সপ্তাহে রবিবারের আড্ডায় এবিবি ফিচার্ড পোস্ট গুলো দেখে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা পোস্টের পেছনে চমৎকার গল্প লুকিয়ে ছিল। আড্ডায় যুক্ত হয়ে অনেক এনজয় করেছি সকলের সঙ্গে। ভাই আপনি আবারও সুন্দর করে গুছিয়ে পোস্ট করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমরাও বেশ ভালোই ইনজয় করেছি সময়টা,ভাই।
গত কালকের আড্ডায় দুইজন অতিথি মিসিং থাকায়, শেষ পর্যন্ত তিনজন অতিথির মুখ থেকে তাদের ফিচার্ড পোস্ট সম্বন্ধে শুনতে পেয়ে ভীষণ ভালো লেগেছিল। সবাই চেষ্টা করেছে সুন্দর ও সাবলীল ভাষায় কথা বলার জন্য। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অতিথি মিসিং থাকায় কিন্তু, সকলের ভাগ্যে জিলাপিটা বেশ ভালোভাবেই পৌঁছে ছিল। তাছাড়া সবাই বেশ ভালোভাবেই কথা বলেছিল, এটা স্বীকার করতেই হবে।
এবিবি ফিচার্ড পোস্ট রবিবারের আড্ডায় পোস্টের পিছনের গল্পগুলো দারুন ভাবে হৃদয়ে দোলা দেয়। এবারে আড্ডার অতিথি হতে পেরেও ভালো লেগেছে এবং অন্যান্য অতিথিদের কথা শুনতেও ভীষণ ভালো লেগেছে। রবিবারের আড্ডায় মেতে উঠি নতুন উদ্যমে। এই শুভ কামনায় আজকের মত এখানেই ,,,
ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।