চাঁদনী পসর ||shy-fox 10%beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

20210918_203057-01.jpeg
গল্পের নামটা কেন এরকম হলো, তা আমার জানা নেই । তবে হয়তো ভালোলাগা আর ঐ সৌন্দর্যের প্রতি আমার মুগ্ধতা থাকার কারণেই, হয়তো মনের অনুভূতির জায়গা থেকে গল্পের নামটা এমন দিয়ে ফেলেছি।


কারো বাসরে চাঁদের আলো, কারো ঘরে চাঁদের আলো, একদম জোসনা ছড়ায় আর কারো ঘরে হয়তো চাঁদের আলোয়, কারো সঙ্গে কারো ছাড়াছাড়ি হয়ে যায় ।ব্যপারগুলো অনেকটা কল্পনাতীত হলেও, তবে এমনটাই হয় কিন্তু আশেপাশে । এটা একদম ভুলে গেলে চলবে না। ঐ চাঁদ অনেককিছুর সাক্ষী হয়ে থাকে, ক্ষণে ক্ষণে ও মুহূর্তে।
20210918_203126-01.jpeg
আমার তো মাঝে মাঝে এমন মনে হয়, যদি চাঁদ কথা বলতে পারতো। তাহলে হয়তো তার সাক্ষী গুলোর কথোপকথন গুলো সব আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে বিলিয়ে দিতে পারতো । হয়তো তার সাক্ষী গুলোর কথা শুনে, আমরা হয়তো বাস্তব জীবনে অনেক কিছু শিখতে পারতাম। কারন সে যে কত কিছুর সাক্ষী হয়ে আছে, হয়তো সেটা মাত্র শুধু সেই জানে।
দুদিন আগেও, কিছুদূর আগে একটা জায়গায় মার্ডার হয়েছে। সেদিন রাতেও জোসনা ছিল, এরকম জোছনার আলোয় চতুর্দিকে ঝলমল করছিল পুরো এলাকাটা। কিন্তু এই রুপ সৌন্দর্যের মাঝেও,এই রকম একটা ঘটনা ঘটে গেছে, যা আসলেই অনেকের মনকে নাড়া দিয়ে গিয়েছে।
20210918_203118-01.jpeg
এমন জোছনায় তো খুন হওয়ার কথা ছিল না। এমন জোছনায় তো কোন খারাপ কিছু হওয়ার কথা চিন্তায় করা যায় না । জোসনার কি দোষ, নাকি ঐ পসরের কোন কাল অতীত ছিল । আসলে কখন কার কি হয়, এটা বলা খুব মুশকিল। হয়তো ঐ পসরেই তার মৃত্যু ছিল আর ঐ চাঁদ সাক্ষী হয়ে থাকবে এমনটাই হয়তো চুক্তি হয়েছিল ।
কি পিচাশ ঐ লোক গুলো। কয়েকটা টাকার লোভ সামলাতে পারেনি। বলি হতে হলো নবদম্পতির ছেলেটাকে। কি দোষ ছিল ! হাট থেকে ফেরার পথেই, মাঝ রাস্তাতেই যখন দুম করে পিছন থেকে গোটা চারেক লোক তাকে হাত পা বেঁধে ফেলেছিল ওই চাঁদের ঝলমাল আলোতে, সে কিন্তু বুঝে ওঠার আগেই অনেকটা কুপোকাত হয়ে যায়।
এই পসর যে তার শেষ পসর থাকবে সে কিন্তু তাহা বোঝেনি । বুঝে ওঠার আগেই তার গরম রক্ত গুলো ছড়িয়ে গিয়েছে চতুর্দিক। ঐ কালো পিচ ঢালা রাস্তার উপর, তার যখন রক্ত গুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, সে শেষবারের জন্য প্রিয়তমার মুখের কথা বারবার চিন্তা করছিল, কয়েকটা টাকা তার মৃত্যুর কারণ হয়ে গেলো। আর এই পিচাশ গুলো তার রক্তসুধা পান করছে আর আনন্দে খিলখিল করে হাসছে। কি একটা অবস্থা ,ঐ চাঁদ যেন সাক্ষী হয়ে থাকল মুহূর্তটার কিন্তু চাঁদের তো মুখ নেই তাই হজম হয়ে গেল ।

Sort:  
 3 years ago 

সঠিক লিখেছেন ভাইয়া, কখন কার কি হয় তা বলা বেশ কঠিন।
আর আপনার গল্পটি প্রথমে পড়ার সময় শেষটা যে এমন হবে তা একদম ভাবতে পারিনি। আসলেই আমরা খুব ভালো সময়ে খারাপ কিছুই ভাবিনা। কিন্তু খারাপ হয়েই যায় কিছুনা কিছু না।
আপনি খুব ভালো লিখেন ভাইয়া তাই আপনার প্রায় প্রত্যেকটি লেখা পড়ার ই চেষ্টা করি।

 3 years ago 

চেষ্টা করছি আরকি । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

সত্যি খুব অসাধারণ একটি পোস্ট করেছেন ভাই।প্রতিটি কথা আমার কাছে খুব ভালো লেগেছে। চাঁদের আলোতে কতই না খুন খারাবি কাজ কর্ম চলে সেটা চাঁদের আলোতে সম্পূর্ণ পরিষ্কার।তবে চাঁদ পৃথিবীতে সাক্ষ্য দিয়ে পারেনা। খুব সুন্দর লিখেছেন ভাই।অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূলবান পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

পিশাচের এই গল্পটা খুবই ভয়ঙ্কর ছিল, আপনি অনেক নান্দনিক ভাবে এটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন, আসলেই মন থেকে প্রশংসা করতে মন চাচ্ছে আমার আপনার জন্য ধন্যবাদ এত সুন্দর একটি গল্প আমাদের মাঝে উপহার দেয়ার জন্য ।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

🙂🙂

 3 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া,কখন যে কার কি হয় তা বলা কঠিন।আপনার পোস্টের প্রতিটা কথা আমার খুব ভালো লেগেছে।এবং পিশাচের গল্পটি আমার খুব ভাল লেগেছে। আমি আপনার প্রতিটা লেখা পড়ার চেষ্টা করি। এবং গল্পটি ভয়ংকর ছিল। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমি কৃতজ্ঞ বৌদি ।😊❤🙏

 3 years ago 

হা ভাইয়া জ্যোস্না অনেক কিছুর সাক্ষী হয়ে থাকে ।এর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দেয়নি ।কিন্তু যে পিশাচ সে কি এই সৌন্দর্যের অর্থ বোঝে ? বুঝতে হলে মনে প্রেম,ভালবাসা থাকতে হয় ।পিশাচদের কি মনে প্রেম থাকে ,না থাকেনা ।এরা নিষ্ঠুর । অনেক সুন্দর করে বাস্তবতা তুলে ধরেছেন ভাইয়া । অনেক ভালো লাগল

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

প্রকৃতি যে মানুষের কত পাপ কাজের সাক্ষি হয়ে আছে তা শুধু প্রকৃতিই জানে।যেমন আপনার পোস্টের চাঁদনী রাতও কিন্তু একটি নীরব সাক্ষী।অসাধারণ লিখেছেন ভাইয়া।শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago (edited)

আপনার লিখনি অনেক সুন্দর হেতু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কিন্তু দুঃখের বিষয় এমন একটি ঘটনা আমাদের হৃদয়কে নাড়া দিয়ে ওঠে।যারা মানুষ খুন করে, যারা পিশাচ, তারাই আজ সমাজ তথা দেশের নেতা।এখানে চাঁদকে সাক্ষি করেই বা লাভ কি?
শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60728.87
ETH 2661.87
USDT 1.00
SBD 2.50