You are viewing a single comment's thread from:

RE: অনুভূতি: "উড়ে এসে জুড়ে বসা"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

স্বমী বিবেকানন্দ বলেছেন- “জীবে প্রেম করে যেই জন / সেই জন সেবিছে ঈশ্বর।”

যদিও আমরা অনেকেই কুকুর বেড়াল পছন্দ করি না। যাই হোক বোন আমিও আপনার মতন ওদের পছন্দ করি। তবে একটি বিষয় আমি দেখেছি কুকুর কিন্তু সহসা ঘরে ঢোকে না। কুকুর টি কিন্তু সত্যি মায়াবী। মায়ায় ভরা ওর চোখ। ও যদি থাকতে চায় রেখে দিয়েন। ওদের ট্রেনিং দিলে ওরা প্রভু ভক্ত হয়ে ওঠে।ওরা কিন্তু কোন কারন ছাড়া এভাবে বাড়ীতে আসে না। মা বলেন পূর্ব জন্মের ঋন পরিশোধ করতে ওরা নাকি আসে। জানি না একেক জনের একেক রকম অভিমত। যাই হোক সুন্দর ছিল উড়ে এসে জুড়ে বসা লেখাটি। ধন্যবাদ বোন।

Sort:  
 2 years ago 

তবে একটি বিষয় আমি দেখেছি কুকুর কিন্তু সহসা ঘরে ঢোকে না।

দাদা ,কিছু দুস্টু কুকুর আছে যারা হঠাৎ করে বাইরে থেকে এসে ভাতের হাড়িতে মুখ দিয়ে ভাত খেয়ে যায় আর নষ্ট করে দেয়।গ্রামের দিকে এটাই সমস্যা।যাইহোক আমরা একে রেখে দিয়েছি আর হালকাভাবে ভদ্রতা ও শিখাচ্ছি☺️☺️।

মা বলেন পূর্ব জন্মের ঋন পরিশোধ করতে ওরা নাকি আসে।

আমিও এটা শুনেছি জানি না কতটা সত্য।তবে আমার পরিবার যতটা সম্ভব এই জীবের প্রতি সদয় হওয়ার চেষ্টা করছি।ধন্যবাদ দাদা,দারুণ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60035.79
ETH 3187.54
USDT 1.00
SBD 2.45