You are viewing a single comment's thread from:

RE: ঘাটের মরা হওয়ার কারণ || ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

অনুভূতি গুলো মিষ্টি। আমি ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠেছি যেখান থেকে সেই জায়গা টা যেন আমার প্রান। এখনও সেই পুরোনো ব্রিটিশ আমলের ঘাট টি রয়ে গেছে পুকুর পারে। যদিও কিছুটা জরাজীর্ণ হয়ে পড়েছে। তারপরও সন্ধ্যার পর কম করে হলেও তিন বার ঐ ঘাটটিতে গিয়ে বসি। ওখানে বসার জন্য দুটো সোফা মতন বসার জায়গা আছে । যেগুলো পাথর আর সিমেন্টের মিশ্রনে তৈরী করা হয়েছিল আজ থেকে ১০০ বছর আগে। প্রচন্ড গরমেও পুকুর পারে সেকি বাতাস। মনে হয় ভগবান ফ্যান ছেরে দিয়েছে।ওখানে কেউ খুব একটা বসে না। কেন জানি না সবাই বলে ওখানে নাকি মশা কামড়ায় কিন্তু আমাকে কখনও কামড়ায় না। হি হি। আজকের লেখাগুলো যেন আমার বর্তমান
এবং অতীত স্মৃতি মনে করিয়ে দিল।ইস এভাবেই যদি জীবন কেটে যেত। ভাল ছিল লেখা। শুভেচ্ছা রইল বোন।

Sort:  
 3 years ago 

যাক, আমার লেখা পড়ে কেও ঝিল থেকে ঘুরে এলো।কেও আবার ছোটবেলার ঘাটে ফিরে গিয়েছিল। আমি ধন্য! ভালো লাগলো দাদা মন্তব্য পড়ে। ভালো থাকুন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81449.68
ETH 3207.32
USDT 1.00
SBD 2.82