RE: শৈশবের কিছু দুঃসাহসিক এডভেঞ্চার এর স্মৃতি
দাদা কি বলবো বুঝে উঠতে পারছি না। যখন প্রথম ঘটনাটি পড়ছিলাম শেষ জাল মারার পর যে ঘটনা ঘটেছিল সেটি আমি আন্দাজ করছিলাম যে জালে সাপ উঠেছে। হা হা হা। সবাই মিলে পুকুরে। আহা এত কষ্টের মাছ গুলো আবার তাদের জায়গায় ফেরত গেল। দাদা বেত ফল খেয়েছেন কিনা জানি না। তবে স্বাদ লাগে কিন্তু। আমাদের বাড়ীর পিছনেও একটা খাল ছিল সেখানে বেত ঝোড় ছিল। দ্বিতীয় গল্পের যে বিষয় টি সবথেকে ভাল লেগেছে সেটি হল ঐ যে ধান খেত মাঠ বিভিন্ন জঙ্গল পার হয়ে একটি ডোবার মত জায়গায় গিয়ে পৌছলেন। সাহস কম ছিল না বোঝা যায়। কিন্তু একটি মাত্র এয়ার গান।সাথে দু একটা গুলতি নেয়া উচিত ছিল।আর এই এয়ার গানটি যতদূর মনে পড়ে আপনার শত্রুপক্ষের পালের গোদাকে দিয়ে দিয়েছিলেন।নাম টা ঠিক মনে পড়ছে না।সম্ভবত ইন্দ্র কে এয়ার গান টি দিয়ে এসেছিলেন গ্রাম ছাড়ার আগে। যাই হোক দাদা ভাল লাগে আপনার ছেলে বেলার গল্প গুলো পড়তে কারন এর মাঝে আমার অনেক স্মৃতি খুজে পাই অতীতের।সত্যিই আপনি খুবি দুরন্ত ছিলেন। ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা রইল।
Thank You for sharing...