You are viewing a single comment's thread from:

RE: আধামণ আলুর সমান ১ লিটার সয়াবিন তেল,১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago
যে কাথা সেই কাজ । এই তো সেদিন বলছিলেন বিষয় টি । সত্যি আমাদের ভবিষৎ কি হবে আমি মাঝে মাঝে ভেবে দিশেহারা হয়ে যাই। অথচ এই আলুর দামই এক সময় আকাশ ছুয়েছিল। আসলে একটি বিষয় মাথায় রাখাতে হবে কাচাঁ মাল এর দাম কখনই স্থায়ী হয় না উঠা নাম করে । কিন্তু তেল একটি এমন প্রোডাক্ট যে উহাকে বেশীদিন ধরে রাখলেও নষ্ট হয় না। আজকে মদ্রাস্ফীতি হওয়ার কারন হচ্ছে দেশে সম্পদের অসম বন্টন । কিছু পুজিঁপতিরা শুধু টাকার পাহাড় গড়ে তুলছে ।আর কিছু মানুষ এই মন কে মন আলু দিয়ে ১ লিটার তেল কিনছে। কিছু করার হয়তো আমাদের নেই ।এটা হয়তো অর্থনৈতিক মন্দার জানান দিচ্ছে। আপনার প্রসঙ্গটি খুবি ভাল ছিল। ভাল থাকবেন। ধন্যবাদ।
Sort:  
 2 years ago 

বিষয়টি কেন জানি বার বার ভাবিয়ে তুলতেছিলো।এটা নিয়ে আপনি চমতকার কিছু ধারনা দিয়েছিলেন।যা ছিলো সময় উপযোগী।

  • সাম্রাজ্যেবাদিদের এমন আস্ফালন অচিরেই বন্ধহোক।পন্যের সুষম বন্টন নিশ্চিত হোক।সকলে ফিরে পাক তাদের ন্যায্যতা।
অত্যন্ত গঠনমূলক মন্তব্য করেছেন শ্রদ্ধেয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61059.95
ETH 2677.49
USDT 1.00
SBD 2.61