$Puss নিয়ে কিছু কথা||

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি $Puss নিয়ে কিছু কথা সকলের মাঝে উপস্থাপন করবো। তো বন্ধুরা চলুন আমার আজকের এই পোস্ট পড়ে নেয়া যাক।।

$Puss নিয়ে কিছু কথা:

PUSS-1.png


আমরা সকলেই $Puss নিয়ে অনেক আশাবাদী। আশা করছি আমরা সবাই ভালো কিছুই পাবো। মাঝে মাঝে অনেকেই আমরা হতাশ হয়ে যাই। কিন্তু আমার ধারণা থেকে যতটুকু মনে হয় হতাশ হওয়ার কিছুই নেই। যেই প্রজেক্ট সফলভাবে এগিয়ে যায় সেই প্রজেক্ট শেষ পর্যন্ত ভালো কিছুই উপহার দেয়। আর ভালো কিছুর আশায় আমরা এখনো $Puss ক্রয় করে যাচ্ছি। নিজের সক্ষমতা বাড়িয়ে তুলছি। $Puss আমাদের সবার প্রিয়। তাই আমরা অনেক আশা নিয়ে বসে আছি।

$Puss আমাদের খুবই ভালোবাসা একটি প্রজেক্ট। এই প্রজেক্টটির উপর আমরা অনেক ভরসা করে আছি। আমাদের সকলের প্রিয় দাদা এই প্রজেক্ট এর পেছনে আছেন বলেই আমরা ভরসার জায়গাটা খুঁজে পেয়েছি। দাদা আছেন বলেই আমরা নিশ্চিন্তে $Puss কেনার পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছি। আশা করছি এই পদক্ষেপ আমাদেরকে ভবিষ্যতে ভালো কিছু উপহার দিবে। আর আমরাও নিজেদের স্বপ্ন পূরণ করতে পারব।

যখন প্রাইজ একটু কমে যায় তখন যদি আমরা নিজের সামর্থ্য অনুযায়ী $Puss কয়েন কিনি তাহলে খুবই ভালো হবে। এখনো সময় আছে সঞ্চয় করার। কারণ এর পেছনে রয়েছে আমাদের প্রিয় দাদা। দাদা যেখানে রয়েছেন সেখানে ভালো কিছুই হবে। এবারও তা ব্যতিক্রম হবে না। দাম যখন কমে যায় তখন দুশ্চিন্তা না করে আরও বেশি ইনভেস্ট করা উচিত। তাহলে ভবিষ্যতে আরো ভালো কিছু পাওয়া যাবে।

সামনে যেহেতু বুলরান শুরু হতে যাচ্ছে তাই আমার মনে হয় এখনই সময় ইনভেস্ট করার। আর $Puss কয়েন যেহেতু আমাদের নিজেদের কয়েন তাই নিশ্চিন্তে ইনভেস্ট করা উচিত। $Puss কয়েন হলো আমার বাংলা ব্লগ কমিউনিটির একমাত্র নেটিভ কয়েন। আর আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রত্যেকটি সদস্যর উচিত এই কয়েনটির উপর ভরসা করে অপেক্ষা করা। আশা করছি শেষ পর্যন্ত সফলতার হাসি হাসবো আমরা। আর সবার মুখে সফলতার হাসি ফুটে উঠবে। আমি আমার অনুভূতি থেকে কথাগুলো লিখেছি। আশা করছি আমার লেখাগুলো সবার ভালো লাগবে।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আমারও তাই মনে হয় পুস কয়েন এর ভবিষ্যত বেশ ভালো। আমাদের সবারই বেশি করে পুস কয়েন এ ইনভেস্ট করা দরকার। তাতে সবারই ভালো হবে। আর যেহেতু এর পিছনে দাদা আছেন তাই আমরা সহজেই ভরসা করতে পারি পুস কয়েনের উপর।পুস আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে।

 3 months ago 

$Puss আমাদের সফলতা এনে দিবে। তাই সবার উচিত ইনভেস্ট করা। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 months ago 

হ্যাঁ আমরা সবসময় এই বিষয়টা বিশ্বাস করি যে দাদা যেখানে আছে সেখানে অবশ্যই সাফল্য আছে। তাই সুযোগ বুঝে আমাদের এই কয়েন কিনে রাখা প্রয়োজন।

 3 months ago 

আমরা সকলেই বিশ্বাস করি দাদা যেখানে আছেন সেখানে ভালো কিছুই হবে। ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

 3 months ago 

পুস আমাদের সকলের প্রিয় একটি কয়েন। এর বাজার ওঠানামা করতে আছে। এখন বাজার খুবই কমে গেছে। এই মুহূর্তে আমারে চাইলে আরো অনেক পুশ কিনতে পারি। যে যত বেশি কিনে রাখবে তার জন্য কত ভালো হবে।

 3 months ago 

$Puss আমাদের সবার প্রিয়। আর আশা করছি আমরা ভালো কিছুই পাবো আপু। অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্যের জন্য।

 3 months ago 

আপনি আমাদের নেটিভ পুশ কয়েন নিয়ে খুবই সুন্দর সুন্দর কিছু কথা আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে যখন দাম কমে তখন আমাদের উচিত সাধ্যমত কিছু ইনভেস্ট করার।তাহলে ভবিষ্যতে ভালো কিছু হবে আশা করা যায়। ধন্যবাদ ভাই নিজের অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 3 months ago 

$Puss আমাদের নিজেদের কয়েন। তাই আমরা এর উপর অনেক ভরসা করি ভাই। আশা করছি ভবিষ্যতে ভালো কিছু পাবো।

 3 months ago 

আমারও ঠিক এটাই মনে হয় একটা সময় পর আমরা অবশ্যই সফলতার হাসি হাসবো। ‌ আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। 💓💓💓

 3 months ago 

সবাই সফলতার হাসি হাসবে। শুধু সময়ের অপেক্ষা। আমি চেষ্টা করেছি নিজের অনুভূতি থেকে কথাগুলো লেখার। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.26
JST 0.040
BTC 97162.82
ETH 3468.35
SBD 1.57