লাইফস্টাইল-আমার গাছের শেষ কাঁঠাল খাওয়ার অনুভূতি||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো। আমার গাছের শেষ কাঁঠাল খাওয়ার অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করবো। তো বন্ধুরা চলুন আমার এই পোস্ট পড়ে নেয়া যাক।
আমার গাছের শেষ কাঁঠাল খাওয়ার অনুভূতি:
Cemera: Oppo-A12.
নিজের গাছের ফল খাওয়ার আনন্দ অনেক বেশি। যদিও কাঁঠাল খুব একটা খাই না। তবে মাঝে মাঝে কাঁঠাল খেতে ভালো লাগে। কয়েকদিন আগে গ্রামের বাসায় যাওয়া হয়েছিল। গ্রামের বাসায় যাওয়ার পর দেখলাম গাছের কাঁঠাল প্রায় শেষের দিকে। ছোট্ট একটি কাঁঠাল ঝুলে আছে গাছে। এরপর খেয়াল করে দেখলাম কাঁঠালটি মোটামুটি পেকে গেছে। তাই কাঁঠালটি সংগ্রহ করে নিলাম পরবর্তীতে খাওয়ার জন্য।
Cemera: Oppo-A12.
ছোট কাঁঠাল দেখে প্রথমে তো ভেবেছিলাম ভেতরে হয়তো কোন কাঁঠাল নেই। তবে ফেলে না দিয়ে আরো কিছুদিন সংগ্রহ করে রাখলাম। যাতে ভালোভাবে পেকে যায় এবং খেতে ভালো লাগে। দুদিন পর দেখলাম বেশ ভালোভাবে কাঁঠাল পেকে গেছে। এরপর ভেতরটা ফাটানোর পর দেখলাম ছোট্ট কাঁঠালের ভেতরেও বেশ কয়েকটি কাঁঠাল ছিল। এত ছোট কাঁঠালের ভেতরে যে এত সুন্দর কাঁঠাল থাকতে পারে এটা আমি ভাবতেই পারিনি।
Cemera: Oppo-A12.
কাঁঠালের পিসগুলো সাইজের দিক থেকে মোটামুটি ভালোই বড় ছিল। কাঁঠালটি যেরকম ছোট ছিল তার থেকে ভেতরের পিসগুলো অনেকটাই বড় মনে হয়েছে। তবে সংখ্যায় অনেক কম ছিল। ছোট্ট কাঁঠালের ভেতর থেকেও যে এরকম সুন্দর কাঁঠাল বের হবে এটা দেখে আরো বেশি ভালো লেগেছে। মনে হয়েছে যেন প্রত্যাশার চেয়েও অনেক ভালো কিছু পেয়েছি। প্রত্যাশার চেয়ে যখন আমরা ভালো কিছু পাই তখন অনেক ভালো লাগে।
Cemera: Oppo-A12.
কাঁঠালটি খেতে এতটাই সুস্বাদু ছিল যে বলে বোঝাতে পারবো না। কাঁঠালটা যেরকম মিষ্টি ছিল তেমনি ছিল সুস্বাদু। আমি খুব একটা বেশি কাঁঠাল খাই না। তবে সেদিনকার সেই কাঁঠালটা খেতে অনেক ভালো লেগেছিল। তাই আমি ভাবলাম কাঁঠাল খাওয়ার সুন্দর এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রাখি। যাতে করে আমার গাছের শেষ কাঁঠাল খাওয়ার এই মুহূর্তটা আপনাদের সবার মাঝে শেয়ার করতে পারি।
এবছরের শেষ কাঁঠাল খাওয়ার আনন্দটা অনেক বেশি ছিল। তাই সেই সুন্দর মুহূর্তটাই সবার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা আমার এই পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
খুব সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। পাকা ফল নিজের গাছের। খাওয়ার স্বাদই আলাদা। অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর ফল খাওয়ার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করছেন দেখে। কাঁঠাল কিন্তু আমি খুব পছন্দ করি।
কাঁঠাল খাওয়ার সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করেছি আপু। টেস্ট খুবই ভালো ছিল। অনেক ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি অনুভূতি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে আপনার গাছের কাঁঠাল গুলো দেখে লোভ সামলাতে পারছি না। আসলে কদম কদম কাঠালেরসার দেখে মনে হচ্ছে খেতে অনেক স্বাদ। ধন্যবাদ ভাইয়া শেষ কাঁঠাল খাওয়ার অনুভূতি শেয়ার করার জন্য।
কাঁঠালগুলো সত্যিই অনেক লোভনীয় ছিল। আর খুবই ভালো লেগেছিল খেতে। মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
আহা 😋
কাঁঠাল আমার ভীষণ পছন্দের।
যদি আগে বলতেন তাহলে আপনার বাড়ির দিকে রওনা দিতাম 😅
যাইহোক শেষ কাঁঠাল ভালোভাবে খেয়েছেন বোঝাই যাচ্ছে।
ভাই আপনি আমাদের বাড়ি চলে আসেন আপনাকে খাওয়াবো। যদিও এখন কাঁঠাল প্রায় শেষের দিকে।
ভাই নিজের গাছের কাঁঠাল খাওয়ার মাঝে আলাদা একটি মজা আছে সেটা আপনার পোস্ট করে বুঝতে পারলাম। আমার লাগানো বাড়িতে বেশ কয়েকটি আমের গাছ আছে সেই গাছের আম খেয়ে সত্যি আমি অনেক মজা পাই। গাছের শেষ কাঁঠাল খেয়েছেন জেনে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
নিজেদের গাছের ফল খাওয়ার আনন্দ অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্যের জন্য।
অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কাঁঠাল খেতে ভালো লাগে না এমন দেখতে খুব কম রয়েছে। তবে অসময়ে যদি কাঁঠাল পাওয়া যায় তাহলে বেশ ভালই লাগে। আপনি আপনার শেষ কাঁঠাল খাওয়ার অনুভূতিটা আমাদের মাঝে ব্যক্ত করেছেন দেখে ভালো লাগলো।
কাঁঠাল খেতে সবাই অনেক পছন্দ করে। আমিও বেশ পছন্দ করি। তাই এই অনুভূতি শেয়ার করেছি।
ভাইয়া কাঁঠাল ছোট হলেও অনেক সময় কাঁঠালের ভিতরে কৌশ অনেক থাকে। আর গাছের পাকা কাঁঠাল খাওয়ার মজাই আলাদা। কাঁঠাল খেতে আমার কাছেও বেশ ভালো লাগে। তবে আপনারা ভালো করেছেন কাঁঠালটি গাছের মধ্যে রেখে পাকা করেছেন। অনেক সুন্দর করে শেষ কাঁঠাল খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন।
কাঁঠালটি সাইজে অনেক ছোট ছিল। তবে ভেতরের কাঁঠাল গুলো খুবই ভালো ছিল এবং বড় সাইজের ছিল আপু।