কিন্তু এখন দেখা যায়: যে সালামি নিবেন, সে নিজেই পরিমাণ টা নির্ধারণ করে দেয়। একরকম জোর করে সালামি নেয়ার মধ্যে কী কোন আনন্দ আছে?
আমার মনে হয় কারো উপর জোর করে সালামি আদায় করা খুবই খারাপ একটি কাজ। কারণ প্রিয় মানুষগুলো মন থেকে ভালোবেসে যতটুকুই সালামি দেন ততটুকুতেই সন্তুষ্ট হওয়া উচিত। আসলে সবাই চেষ্টা করে প্রিয় মানুষ গুলোকে নিজের সর্বোচ্চ দেওয়ার জন্য। এটা যদি কখনো নির্ধারণ করে দেয়া হয় তাহলে এর মাঝে কোনো ভালোবাসা থাকে না। সালামি যদি এক টাকাও হয় তারপরও যদি ভালোবাসা মিশে থাকে তাতেই সন্তুষ্টি আসে। তবে যাই হোক এবার ঈদে মোটামুটি ভালোই সালামি পেয়েছি। আবার অনেক সালামি দিতেও হয়েছে। ৩,১০০ টাকা সালামি পেয়েছি আর ৩,৭৫০ টাকা সালামি দিতে হয়েছে। তবে ছোট ভাইবোনদেরকে সালামি দিতে পেরে আমার অনেক ভালো লেগেছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার বাবা-মাকে সালামি দিতে পেরে। কারন তাদের কাছ থেকে সবসময় সালামি পেয়েছি। এবার ঈদে আমিও তাদেরকে নিজের সাধ্যমত সালামি দেওয়ার চেষ্টা করেছি। অনেক সুন্দর একটি বিষয়ের উপর পোস্ট করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। 💗💗