RE: আবোল-তাবোল জীবনের গল্প [ মানুষ ও মনুষ্যত্ব ]
প্রকৃত পক্ষে কি আমাদের উন্নতি ঘটছে? বিবেক বুদ্ধি কিংবা মানসিকতায় আমরা কি পরিবর্তন হতে পারছি?
ভাইয়া আপনার লেখাগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো আবার নিজের প্রতি ঘৃণাও হল। কারণ আমরাই সেই জাতি যারা নিজের মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছি। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হলেও আমরা নিজের মানসিকতার পরিবর্তন করতে পারিনি। সবকিছু উন্নতি হয়েছে তবে মানসিকতার উন্নতি হয়নি। তাই আমাদের চারপাশের মানুষগুলোকে আমরা এখনো মানুষের চোখে দেখি না। তাদের মাঝে ভেদাভেদ তৈরি করেছি। আমাদের বাসায় যারা কাজ করে তারাও যে মানুষ তারাও যে আমাদের সাথে উৎসবে শামিল হওয়ার অধিকার রাখে সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। আপনার লিখা কবিতার লাইনগুলো পড়ে বারবার নিজের মনের মধ্যে আলাদা এক রকমের অনুভুতি হচ্ছিল। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর ভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের মাঝে তুলে ধরার জন্য এবং সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করার জন্য। সেই সাথে দাদার লেখা "বর্ণভেদ" নামক আর্টিকেলের উপর অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। ভাইয়া আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️
আসলেই ভাই পরিবর্তন আসছে সব কিছুতে কিন্তু আমাদের বিবেক, মানবতা, মনুষ্যত্ব সেখানে কেন জানি পরিবর্তন আসছে না। মাঝে মাঝে মনে হয় মানুষগুলো আজ সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর কাতারে চলে যাচ্ছে, কারন মানুষ মানুষর রক্তচুশে খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে চারদিকে।