You are viewing a single comment's thread from:
RE: গ্রামীন পরিবেশে গাজর ক্ষেতে ভিন্ন রকম একদিন || My Original Photography
সেই নালায় গাজর এবং পানি দেয়া হয় তারপর দুই পাশের দুইজন পা দিয়ে মাড়িয়ে সেগুলোকে পরিস্কার করা হয়।
আমার অঞ্চলে গাজরের চাষ করা হয় না। তাই গাজরের ক্ষেত দেখার সৌভাগ্য হয়নি কখনো। তবে আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে নিলাম এবং জানতে পারলাম কিভাবে গাজর পরিষ্কার করা হয়। আসলে আমাদের চোখের আড়ালে অনেক কিছুই হয়। যেগুলো দেখলে অনেকটা ইতস্ত বোধ হয়। কি আর করার তবুও তো খেতে হবে। ভিন্ন ধরনের একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন এবং সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। 💓💓
হ্যা, ভাই প্রথমবার দেখে আমিও বেশ অবাক হয়েছিলাম, তবে পদ্ধতিটি দেখে বেশ মজা পেয়েছিলাম সত্যি।