RE: আবেগের কবিতা || বিদ্রোহী হতে চাই || Original Poetry by @hafizullah
তুমি বললে আমি কবি হবো
লিখবো ভালোবাসার মিষ্টি কবিতা,
তুমি চাইলেই সব ছেড়ে আমি হবো
তোমার ভালোবাসার সবুজ চন্দ্রিমা।
সত্যি ভাইয়া অসাধারন লিখেছেন আজকে। ভালোবাসা এক ভিন্ন আবেগ। ভালোবাসার সংজ্ঞা হয়তো আমরা জানি না। ভালবাসার সেই ভিন্ন অনুভূতি হয়তো প্রকাশ করা যায় না। ভালবাসার সেই অনুভূতি হয়তোবা একান্তই নিজের। নিজের ভেতরে জমা অনুভূতিগুলো কবিতার ভাষায় ফুটে ওঠে। প্রেমের আবেগ ও মনের অগোচরে লুকানো কথা কবিতার মাঝে ভেসে বেড়ায়। হয়তো মানুষ প্রেমে পড়লে কবি হয়ে যায়। কারণ প্রেমের মিষ্টি সুভাষ ও হৃদয়ের ব্যাকুলতা কবিতার ভাষায় প্রকাশ পায়। প্রেমিক হৃদয় ভালোবাসার মানুষটিকে কবিতা লিখে পাঠাতে ব্যাকুল হয়ে যায়। হয়তো সেই ব্যাকুলতা হৃদয়ের কথা জানানোর ব্যাকুলতা। হয়তো সেই ব্যাকুলতা তার প্রিয় মানুষটিকে নিজের হৃদয়ের কথাগুলো উপস্থাপন করার ব্যাকুলতা। আসলে প্রিয় মানুষটি যদি চায় তাহলে সবকিছুই করা সম্ভব। হয়তোবা কবি হওয়া সম্ভব। না হয় জীবনের সবকিছুকে দূরে রেখে প্রিয় মানুষটির হাত ধরে অজানা পথে পাড়ি জমানোও সম্ভব। আসলে ভালোবাসা কখনো বাধা মানে না। হাজার ত্যাগ তিতিক্ষাকে উপেক্ষা করে ভালোবাসা তার নিয়মেই এগিয়ে চলে। হয়তো এরই নাম ভালোবাসা। তাইতো আমার কাছে ভালোবাসার কোন সংজ্ঞা নেই। অনেক সুন্দর একটি কবিতা সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
ভাই আমি সত্যি এটা জানি না প্রেমে পড়লে মানুষ কবি হয়ে যায় কিনা তবে আমি প্রেমে পড়া ছাড়াই কবি বনে গেছি হি হি হি।