RE: হাসি || @shy-fox 10% beneficiary
আজকে যদি আমার কোন কিছু হয়ে যেত, সেই দায় কে নিতো ? আমার পরিবারের কি হতো ? এটা ভাবছি আর আমি যেন কোথায় থেকে কোথায় গুলিয়ে যাচ্ছি ।
আমাদের এই মানব জীবন খুবই ক্ষুদ্র। তাই কোনো দুর্ঘটনা যদি আমাদের এই মানব জীবনকে আরও বেশি ক্ষুদ্র করে দেয় তাহলে হয়তো এ জীবনের সব চাওয়া পাওয়া গুলো অপূর্ণ থেকে যায়। আসলে আমরা যারা আমাদের পরিবারের দায়িত্ব নিয়েছি তারা যদি কোনো দুর্ঘটনার শিকার হই তাহলে আমাদের পরিবার কোথায় দিয়ে গিয়ে দাঁড়াবে এ কথা ভাবলে মনের অজান্তেই বুক কেঁপে উঠে। হাজার হাজার দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণ হারায়। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবার বুঝতে পারে তারা প্রিয়জনকে হারিয়ে কতটা দুর্বিষহ জীবনযাপন করছে। একদিকে পরিবারের উপার্জনক্ষম মানুষকে হারানোর বেদনা অন্যদিকে হচ্ছে তাদের দু'বেলা দু'মুঠো ভাতের জোগাড় করা। সবকিছু মিলে একটি পরিবার কোন খারাপ পরিস্থিতির মধ্যে বসবাস করে এটা শুধু তারাই উপলব্ধি করতে পারে। আমরা হয়তো তাদেরকে সান্ত্বনা দিতে জানি কিন্তু কখনও তাদের দায়িত্ব নিতে জানি না। আসলে আপনি এত বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। দুর্ঘটনায় যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আপনার পরিবারের মানুষগুলো অনেক বেশি অসহায় হয়ে পড়তো। তবে যাই হোক আপনি ভালো আছেন এবং সুস্থ ভাবে আপনার প্রিয় মানুষগুলোর কাছে ফিরতে পেরেছেন এজন্য অনেক ভালো লাগলো। আশা করছি আপনি সাবধানে চলাফেরা করবেন এবং ভালো থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। 💝💝💝💝💝
ভাই ঐ এলোমেল চিন্তা গুলো এখনো মাথার ভিতর ঘুরপাক খায় । কি একটা অবস্থা । ভাবলেই শরীর থরথরে কাঁপে । আপনিও সাবধানে থাকবেন ভাই ।