You are viewing a single comment's thread from:

RE: যায় আসে না || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

মনেহয় জনমানবহীন পরিবেশে গিয়ে ঘর বাঁধব। যেখানে কোন জটিলতাপূর্ন সমাজ ব্যবস্থা থাকবে না, যেখানে কোনো হিজিবিজি নিয়ম-কানুন থাকবে না, যেখানে সবাই নিজের মতো করে থাকবে। আচ্ছা পৃথিবীতে কি এমন জায়গা আছে, বড্ড জানার ইচ্ছা হয় ।

মাঝে মাঝে আমারও মনে হয় নিজের মতো করে একটু বাঁচতে। জটিলতা পূর্ণ এই সমাজের মানুষগুলো থেকে অনেকটা দূরে গিয়ে বাসা বাঁধতে খুব ইচ্ছা করে। একদম শান্ত নিরিবিলি পরিবেশে। যেখানে শুধু আমি এবং আমার অস্তিত্ব বিরাজ করবে। যেখানে লোক দেখানো ভালো সাজার অভিনয় আর করতে হবে না। নিজের খেয়াল খুশি মতো নিজের ইচ্ছে গুলোকে প্রাধান্য দিয়ে চলতে পারব সেখানে। তখন কেউ আর দেখে হাসবেনা। তখন আর কেউ বিদ্রুপ করবে না। আপনার লিখাগুলো আমার খুবই ভালো লাগে। আপনার লেখা কথাগুলো যতই পড়ি ততই মুগ্ধ হয়ে যাই। অসাধারণ লিখনী আপনার। নিজের উপলব্ধিগুলো দারুন ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

Sort:  
 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60340.89
ETH 2615.66
USDT 1.00
SBD 2.56