You are viewing a single comment's thread from:

RE: পরগাছা || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

জীবনটা অনেকটা পরগাছার মত হয়ে গিয়েছে বলতে পারেন ।

আমাদের এই মানব জীবন পরগাছার মত। জীবনের শেষ প্রান্তে এসে মানুষ নিজেকেই পরগাছার সাথে গুলিয়ে ফেলে। পরগাছা যেমন অন্যের ওপর নির্ভরশীল তেমনি শেষ বয়সে মানুষ অনেকটা অন্য কারোর উপর নির্ভরশীল হয়ে ওঠে। জীবনের এই চিরন্তন সত্য কথা আমাদের সকলকেই মানতে হবে। বাধ্যক্য যখন এসে পরবে তখন আমাদের অবস্থা সেই পরগাছার মতই হবে। সমরেশ বাবুর জীবন যেমন পরগাছার মত হয়ে গেছে তেমনি তার সাজানো-গোছানো বাড়ির দেয়ালে পরগাছা জন্ম নিয়েছে। সমরেশ বাবুর জীবনের কাহিনী গুলো আমাদের মানব জীবনের একটি অংশ। আমাদের মানব জীবনের এই পরিণতি হয়তো আমাদের সকলকেই ভোগ করতে হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। অনেক সুন্দর কিছু কথা আপনি আপনার এই লেখার মাঝে তুলে ধরেছেন যেগুলো পড়ে আমরা সকলেই মুগ্ধ হয়েছি। ভাইয়া আপনার এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

Sort:  
 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 55275.78
ETH 2457.15
USDT 1.00
SBD 2.18