- দাদা আমি প্রথমে একটি কথাই বলতে চাই শ্রদ্ধেয় রঞ্জিত মল্লিক স্যার ও চুমকি চৌধুরী ম্যাম অনেক গুণী শিল্পী। উনাদের অভিনয়ের দক্ষতা আমার খুবই ভালো লাগে। বিশেষ করে রঞ্জিত মল্লিক স্যারের মুভিগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমি ছোটবেলা থেকেই রঞ্জিত মল্লিক স্যারের ভক্ত। "হীরক জয়ন্তী" এই মুভিটি আমার দেখা হয়নি আগে। দাদা আপনি অনেক সুন্দর ভাবে এই মুভির রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই মুভি রিভিউ পড়ে মনে হচ্ছে যেন সম্পূর্ণ মুভিটি আমি দেখলাম। আপনি অনেক সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন। এই মুভির গল্প বা কাহিনী আমার কাছে ভালো লেগেছে। রঞ্জিত মল্লিক ও চুমকি চৌধুরী সব সময় তাদের অভিনয়ের মাধ্যমে সকলকে আকর্ষিত করে। এই গুণী শিল্পীদের অভিনয় যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। হিরু গ্রামের খুবই সহজ সরল একজন ছেলে। চুমকি সহজ সরল গ্রামের ছেলে হিরু কে ভালোবেসেছে। তাদের প্রেমের গল্প ভালো লেগেছে আমার। সবচেয়ে বড় ব্যাপার হলো হিরু গ্রামের অশিক্ষিত ছেলে হলেও তার মাঝে যে গুণ রয়েছে তা অনেক শিক্ষিত মানুষের মধ্যে নেই। হিরুর এই গুণ গুলোর জন্য এই ছবির নায়িকা আমাদের সকলের প্রিয় চুমকি ম্যাম তার প্রেমে পড়েছে। দাদা আপনি প্রতিটি লাইনের মাঝে তাদের ভালোবাসাকে ফুটিয়ে তুলেছেন। এক কথায় বলা যায় এটি একটি রোমান্টিক মুভি। এই রোমান্টিক মুভির উপর একটি রিভিউ আমাদের সকলের মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার জন্য শুভকামনা রইলো।