RE: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১১ || শীতকালীন প্রাকৃতিক দৃশ্য || @shy-fox 10% beneficiary
প্রকৃতি তার আপন গতিতে চলে। এখানে শীত, বসন্ত ও বর্ষা যে ঋতুই হোক না কেন, সব ঋতুকে কেন্দ্র করেই আমাদের জীবন অতিবাহিত হয়।
ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন প্রকৃতি তার নিজের গতিতে চলে। বিভিন্ন ঋতু বিভিন্ন রূপ ধারণ করে। যেমন শীতকালে প্রকৃতি সেজে ওঠে একরূপে, বর্ষাকালে সেজে ওঠে অন্য এক রুপে। আবার বসন্তকালে এলে প্রকৃতি যেন তার যৌবন ফিরে পায়। আমরা সব ঋতুকেই ভালোবাসি। কারণ আমাদের সব ঋতুতেই নিজেকে মানিয়ে জীবন অতিবাহিত করতে হয়। আমার বাংলা ব্লগ কমিউনিটির চলমান শীতকালীন প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি প্রতিযোগিতায় আপনি দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। গ্রামীণ পরিবেশ, আঁকা বাঁকা মেঠো পথ, এর মাঝে সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে গ্রামীণ এই পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে। সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য সব সময় আমাকে মুগ্ধ করে। দেখেই বোঝা যাচ্ছে গ্রামীণ এই পরিবেশে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আপনার কাটানো সুন্দর মুহূর্ত আপনার ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।