You are viewing a single comment's thread from:

RE: বেলা শেষে || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

হুট করে যখন একদিন যখন ধুপ করে, বাড়ীঘরগুলো নদীর বুকের মাঝে ভেঙ্গে পড়বে । তখন দিনশেষে আফসোস করে, নদীকে দোষ দেবে আর বলবে, নদী তুই বড় সর্বনাশারে ভাঙতে ভাঙতে আমাদের ঘরবাড়ি গুলো ভেঙে ফেললি ।

ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন যখন নদীর পাড়ের এই মানুষগুলো তাদের সর্বস্ব হারাবে এবং ঘরবাড়িগুলো নদীর বুকে ভেঙে পরবে তখন তারা আফসোস করবে এবং নদীকেই দোষারোপ করবে। এই নদী ভাঙ্গনের পেছনের কারণগুলো তারা কখনো বুঝতে চায় না। নদী ভাঙ্গন রোধ করতে যে বিষয়গুলো করণীয় সেগুলো যদি তারা আগে থেকে পদক্ষেপ নেয় তাহলে তারা নিজের ঘরবাড়ি রক্ষা করতে পারবে। বালু চোরাকারবারীরা এই মানুষগুলোকে ভুল ভাল বুঝিয়ে তাদের নিজেদের স্বার্থ হাসিল করছে। আর এই বোকা মানুষগুলো কয়টি টাকা পেয়ে তাদেরকে বালু তোলার জন্য সাহায্য করছে। এতে যে তাদের কতটা ক্ষতি হচ্ছে সেটা কখনো ভেবে দেখছে না। তাই আমার মনে হয় সর্বপ্রথম নদীর পাড়ের চরাঞ্চলের মানুষ গুলোর মধ্যে সচেতনতা সৃষ্টি করা উচিত। তারা যদি সচেতন হয় তাহলে নদী ভাঙ্গন রোধ করা যাবে। অন্যথায় এই মানুষগুলো ধীরে ধীরে তাদের ঘরবাড়ি, জমিজমা সবকিছু হারাবে। বেলা শেষে ও সকল ক্লান্তি শেষে সবারই একটি নীড়ের প্রয়োজন। নদী ভাঙ্গনের ফলে যদি সেই শান্তির নীড় হারিয়ে যায় তাহলে বেলা শেষে ফেরার মত কোন স্থান থাকে না আর। তাই সকলের উচিত তাদের শান্তির নীড় রক্ষা করা। অনেক সুন্দর করে গুছিয়ে প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন ভাইয়া। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59439.79
ETH 2290.08
USDT 1.00
SBD 2.48