RE: জীবন বদলায় || @shy-fox 10% beneficiary
আসলে দিনশেষে জীবনে কখন কার কি হয়ে যায়, এটা আসলে বলা খুব মুশকিল।
ভাইয়া আপনার এই পোস্টটি পড়ে আপনার নিজের পরিবারের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আমাদের জীবনে কখন কি হয়ে যায় সেটা বলা খুবই মুশকিল। আসলে আমাদের জীবনে কিছু কিছু কথা রয়েছে যেগুলো বলা হয়ে ওঠেনা। কারণ হয়তো সেগুলো বলার মত সুযোগ হয়ে ওঠে না। আপনি অনেক সুন্দর করে আপনার এই পোষ্টের মাধ্যমে প্রতিটি কথা উপস্থাপন করেছেন। সত্যি কথা বলতে পুরো বিষয়টি পড়ার পর অনেক কিছুই জানতে পারলাম। যখন সম্পর্ক গুলো ধোঁয়াশার মধ্যে চলে যায় তখন সেই সম্পর্কে কখনোই আর স্বচ্ছতা ফিরে আসে না। আপনার বাবা ও মার মধ্যে যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে হয়তো সকলে চাইলেও সেই সম্পর্ক আর আগের মত হবে না। কারণ তাদের মাঝে জমে আছে অনেক অভিমান। অনেকক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের মনের বিরুদ্ধে অনেক কিছু করে ফেলি। অভিমানের কারণে ভেতরে লুকানো কষ্ট গুলোকে প্রকাশ করতে চাইনা। আপনার বাবা এবং মা যেহেতু দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছিলেন তাই আমার যতটুকু মনে হয় তাদের মধ্যে অভিমানের আড়ালে সেই ভালোবাসা টুকু আজও বেঁচে আছে। কিন্তু আমরা বড়ই অভিমানী। আমাদের জীবন সময়ের সাথে বদলে গেলেও অভিমানগুলো ঠিক একই থেকে যায়। তবে যাই হোক যে যেখানেই থাকুক না কেন আপনার পরিবারের সকলের জন্য শুভকামনা রইলো ভাইয়া।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।