আর্ট-গোধূলির দৃশ্য আর্ট||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আর্ট করতে খুবই ভালো লাগে। তবে আর্ট করতে বসতে গেলে কিছুটা সময় নিয়ে বসতে হয়। ছুটির দিনগুলোতে বেশিরভাগ সময় আর্টগুলো করা হয়। এছাড়া যখনই সুযোগ হয় তখনই আর্ট করতে বসে পরি। কয়েকদিন আগে যখন সময় পেয়েছিলাম তখন আমি আর্ট করতে বসেছিলাম। আর গোধূলির দৃশ্য আর্ট করেছি। তো বন্ধুরা চলুন আমার আজকের আর্ট দেখে নেয়া যাক।

গোধূলির দৃশ্য আর্ট:

IMG_20240930_164903.jpgCemera: Oppo-A12.


আর্ট করতে গেলে অনেক প্রস্তুতির প্রয়োজন হয়। সবকিছু গুছিয়ে এরপর বসতে হয়। এজন্য কিছুটা সময় লাগে। এরপর যখন আর্ট করতে বেসেছি তখন হঠাৎ করে মনে হলো গোধূলির দৃশ্য আর্ট করলে মন্দ হবে না। তাই আমি গোধূলির দৃশ্য আর্ট করার চেষ্টা করেছি। কিছু গাছপালা, সূর্য, আর চারপাশের প্রকৃতি সবকিছু আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। এই দৃশ্যটি আর্ট করতে খুবই ভালো লেগেছে। আর্ট করার পর দৃশ্যটি দেখতে খুবই কালারফুল লাগছিল।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

  • কার্টিজ পেপার।
  • পোস্টার রং।
  • তুলি।
  • পানি।

IMG20240925145016.jpgCemera: Oppo-A12.


ধাপসমূহ:

ধাপ-১:

IMG20240925145119.jpgCemera: Oppo-A12.
IMG20240925145141.jpgCemera: Oppo-A12.


গোধূলির দৃশ্য আর্ট করার জন্য প্রথম ধাপে হলুদ রং দিয়েছি। এরপর কমলা রং দিয়েছি।

ধাপ-২:

IMG20240925145223.jpgCemera: Oppo-A12.
IMG20240925145307.jpgCemera: Oppo-A12.


গোধূলির সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য সুন্দর করে আগে সম্পূর্ণ কাগজটি সাজিয়ে তুলেছি।

ধাপ-৩:

IMG20240925151806.jpgCemera: Oppo-A12.
IMG20240925151950.jpgCemera: Oppo-A12.


এবার লাল টকটকে একটি সূর্য আর্ট করেছি। সূর্য আর্ট করা হয়ে গেলে এবার কালো রঙ দিয়ে নিচের অংশে আর্ট করেছি।

ধাপ-৪:

IMG20240925152208.jpgCemera: Oppo-A12.
IMG20240925152316.jpgCemera: Oppo-A12.


এবার কিছু গাছ আর্ট করার প্রস্তুতি নিয়েছি। আর কিছু গাছ আঁকার চেষ্টা করেছি।

ধাপ-৫:

IMG20240925152356.jpgCemera: Oppo-A12.
IMG20240925152449.jpgCemera: Oppo-A12.


গাছগুলো ধীরে ধীরে সুন্দর করার চেষ্টা করেছি। আর পাতা দিয়েছি।

ধাপ-৬:

IMG20240925152615.jpgCemera: Oppo-A12.
IMG20240925152806.jpgCemera: Oppo-A12.


এরপর আরো কিছু পাতা দিয়েছি আর আর্টের সৌন্দর্য বাড়িয়ে তুলেছি।

শেষ ধাপ:

IMG_20240930_164610.jpgCemera: Oppo-A12.


গোধূলির সৌন্দর্য আকর্ষণীয় করার জন্য ধীরে ধীরে সুন্দরভাবে আর্ট করেছি। আর এই আর্টের সৌন্দর্য বাড়িয়ে তুলেছি।

উপস্থাপন:

IMG_20240930_164519.jpgCemera: Oppo-A12.


যখন সূর্য প্রায় ডুবতে শুরু করে তখন গোধূলির সৌন্দর্য দেখতে ভালো লাগে। আর গোধূলির সৌন্দর্যের মাঝে অনেক আকর্ষণ লুকিয়ে থাকে। সেই ভালো লাগা থেকে গোধূলির দৃশ্য আর্ট করেছি। গোধূলি দৃশ্য আর্ট করার মাধ্যমে সুন্দর একটি দৃশ্য উপস্থাপন করতে খুবই ভালো লেগেছে। আমার আর্ট আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।

🥀ধন্যবাদ সকলকে।🌷


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন। আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 last month 

গোধূলি বেলার চমৎকার দৃশ্য আর্ট করেছেন ভাইয়া। সূর্য ডোবার এই সুন্দর দৃশ্যগুলো দেখবে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে প্রতিটি ধাপ শেয়ার করেছেন। আর খুবই দক্ষতার সাথে আর্ট সম্পন্ন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

সূর্য ডোবার আগ মুহূর্তে প্রকৃতি সুন্দর করে সেজে উঠে। সেই সৌন্দর্য আর্টের মাধ্যমে তুলে ধরেছি আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

গোধূলি বিকেলের অনেক সুন্দর একটা চিত্র অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

গোধূলি বেলার সৌন্দর্য দেখে ভালো লাগে। তাই আমি নিজের মতো করে এই সৌন্দর্য এবং তুলিতে উপস্থাপন করেছি ভাই।

 last month 

আপনার আর্ট দক্ষ তাদেরকে খুব ভালো লাগলো। দারুণভাবে বেশ কয়েকটা গাছ আট করেছেন। এই পাশাপাশি সূর্যের গোধূলি লগন। সব মিলে বেশি দারুণভাবে চিত্র অঙ্কন করেছেন আপনি। সব মিলে বলতে পারি বেশি দারুন ছিল।

 last month 

যদিও অত ভালো আর্ট করতে পারিনা। তবে মাঝে মাঝে সময় পেলে আর্ট করি আপু। গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 last month 

রং তুলির মাধ্যমে গোধূলি লগ্নের মুহূর্ত খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া।আজকে শেয়ার করা আপনার পেইন্টিংটি দেখতে জাস্ট অসাধারণ হয়েছে।নিখুঁত হাতে রং তুলির মাধ্যমে গোধূলি লগ্নের এত সুন্দর একটি পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 last month 

রং তুলির মাধ্যমে আর্ট করেছি ভাই। আমার আর্ট ভালো লেগেছে আপনার জেনে অনেক খুশি হয়েছি আমি।

 last month 

ভাই আপনি আর্ট করতে যে অনেক দক্ষ সেটা আপনার আর্ট দেখেই বুঝতে পেরেছি। গোধূলির দৃশ্য আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। প্রাকৃতিক যে, কোন দৃশ্যই আমি অনেক বেশি পছন্দ করি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last month 

গোধূলি সৌন্দর্য আর্ট করে সবার মাঝে শেয়ার করেছি। প্রাকৃতিক দৃশ্যগুলো আর্ট করতে খুবই ভালো লাগে ভাই।

 last month 

আপনার হতের গোধূলির দৃশ্য আর্ট দেখে আমি মুগ্ধ হলাম ভাই। দৃশ্যটি অসাধারণ হয়েছে, আপনার দক্ষতা সত্যিই অনেক প্রশংসনীয়। গাছ এবং পাতার প্রতিটি ধাপ সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করেছেন আপনি। দৃষ্টিনন্দন আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 last month 

আমার হাতের এই আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লেগেছে আমার। সুন্দর করে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

অনেক সুন্দর একটি গোধূলির দৃশ্য আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার আর্টগুলো দেখি। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে দেখি। অনেক চমৎকার গোধূলির দৃশ্য আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

এটা অবশ্য ঠিক ভাইয়া আর্ট করতে গেলে দক্ষতার প্রয়োজন হয়। তবে আমি এখনো সেই দক্ষতা ভালোভাবে অর্জন করতে পারিনি।

 last month 

অনেক সুন্দর ভাবে একটি আর্ট করে দেখিয়েছেন আপনি। আপনার চমৎকার এই আর্ট করতে দেখে ভালো লাগলো। এত সুন্দর ভাবে আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। গোধূলির মুহূর্তে গাছের দৃশ্য সহ চিত্র অংকন অনেক সুন্দর ছিল।

 last month 

ভাই আপনি চমৎকার ভাবে নিজের মন্তব্য উপস্থাপন করেছেন। আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

কিছু কিছু আর্ট আছে দেখলে মন ভরে যায়। আজকে আপনি অনেক সুন্দর করে গোধূলির দৃশ্য এর চমৎকার আর্ট করেছেন। তবে আপনার আর্ট এর মধ্যে সূর্য এবং গাছ আর্ট করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। এই ধরনের আর্ট গুলো ধৈর্য ধরে করতে হয়। চমৎকার একটি আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু কিছু কিছু আর্ট দেখলে মন ভরে যায়। আমার আর্ট আপনার ভালো লেগেছে এটা শুনে আরো বেশি ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69393.72
ETH 2488.25
USDT 1.00
SBD 2.53